বঙ্গের কোভিড গ্রাফ ঠিক কোথায়? জেনে নিন বিস্তারিত

বঙ্গের কোভিড গ্রাফ ঠিক কোথায়? জেনে নিন বিস্তারিত

কলকাতা: রাজ্যের কোভিড সংক্রমণ ধীরে ধীরে অনেকটাই নেমে এসেছে। যদিও আজ ১০০-র ওপর আছে আক্রান্তের সংখ্যা কিছু গতকালের তুলনায় তা কম। তাই একটা আশার আলো দেখা যাচ্ছে আস্তে আস্তে যে সংক্রমণ একদম তলানিতে যাবে। তবুও সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে কারণ এখনও উৎসব মরশুম চলছে। সংক্রমণ যে কোনও সময় বাড়তে পারে ভিড়ের কারণে। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।

আরও পড়ুন: ২৬/১১-এর স্মৃতি ফিরবে! পাকিস্তানি নম্বর থেকে পুলিশের কাছে এল হুমকি

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১০৮ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৭ হাজার ৫২৭ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫২৭ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১০৬ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৪ হাজার ৫৮২ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৬ হাজার ৭৩৩ টি। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ১.৬০ শতাংশে। যদিও একটা খবর মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে যে, প্রায় ১০ কোটির ওপর ভ্যাকসিন নষ্ট হয়েছে দেশে। এর বড় কারণ, টিকার প্রতি মানুষের অনীহা।

এরই মধ্যে আবার কোভিডের অন্যান্য উপসর্গ মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠছে। ঠিক যেমন ‘কোভিড কাশি’ নিয়ে এখন চিন্তা বাড়ছে সাধারণের। সাধারণভাবে দেখতে গেলে সর্দি-কাশির মূল উপসর্গের সঙ্গে কোভিডের উপসর্গের তেমন কোনও তফাৎ নেই। অর্থাৎ এক লহমায় বোঝা মুশকিল যে কোনটা কোভিডের কাশি আর কোনটা সাধারণ সর্দির। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যেও সূক্ষ্ম একটা তফাৎ রয়েছে। জানান হয়েছে, সাধারণ কাশি ৬-৭ দিনের মধ্যেই সেরে যায়। কিন্তু কোভিড কাশি দীর্ঘস্থায়ী। প্রথমে হালকা ভাবে শুরু হলেও মাঝে কমে গিয়ে তা আবার শুরু হতে পারে এবং দীর্ঘস্থায়ী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =

সংক্রমণ-মৃত্যু কমল বঙ্গে, পজিটিভিটি রেট ৫% ছুঁইছুঁই

সংক্রমণ-মৃত্যু কমল বঙ্গে, পজিটিভিটি রেট ৫% ছুঁইছুঁই

কলকাতা: দৈনিক আক্রান্তের সংখ্যা শেষ কয়েক দিনে কমতে শুরু করলেও ঊর্ধ্বমুখী হয়েছিল। তবে আজ দৈনিক সংক্রমণ গতকালের থেকে কমেছে। এদিকে একাধিক মৃত্যু আজও হয়েছে বাংলাতে কিন্তু সেই সংখ্যাও হ্রাস পেয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অবশ্য চিন্তা বাড়াচ্ছে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে ৪.৮০ শতাংশ। সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ।

আরও পড়ুন:  খুব দ্রুত আগমণ ঘটাবে ‘ডিজিজ এক্স’! শঙ্কিত বিজ্ঞানীরা কার্যত দিশাহীন

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ০১ হাজার ৫৪৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪১৭ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৭৭৫ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৭৩ হাজার ৯৯৮। আজ মোট পরীক্ষা করা হয়েছে.৯ হাজার ৮৪২ নমুনা। তবে দু’দিন বাদে স্বাধীনতা দিবস উজ্জাপন। তাই স্বাভাবিকভাবেই জায়গায় জায়গায় ভিড় বাড়বে বলেই অনুমান। ঠিক এই জায়গাতেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ইতিমধ্যে।

কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে আসন্ন স্বাধীনতা দিবসে বড় জমায়েত এড়িয়ে চলতে। শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া এবং মাস্ক পরার কথাও আরও একবার বলা হয়েছে। কোনও ভাবেই যাতে সংক্রমণ বাড়তে না পারে তার জন্য সচেতনতা অবলম্বনের কথা জানান হয়েছে। আসলে রোগ নিয়ে মানুষের আতঙ্কের কোনও শেষ নেই। বিগত কয়েক বছরে যেন এই নিয়ে চিন্তা আরও বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের জন্য। এখন আবার তার সঙ্গে চিন্তা রয়েছে মাঙ্কিপক্স, মারবার্গ, লং কোভিড, সহ আরও একাধিক ফ্লু নিয়ে। তাই সচেতন থাকতেই হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − six =

এক লাফে আবার বৃদ্ধি সংক্রমণে, যদিও মৃত্যু কমল বঙ্গে

এক লাফে আবার বৃদ্ধি সংক্রমণে, যদিও মৃত্যু কমল বঙ্গে

কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা শেষ কয়েক দিনেই কমতে শুরু করেছিল। সোমবার বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-র নীচে নেমে গিয়েছিল। কিন্তু আজ আবার অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা। যদিও একাধিক মৃত্যু হলেও এদিন সংখ্যা কমেছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত তুলনায় নিয়ন্ত্রণে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু বেড়ে ৭.৪৮ শতাংশ। সুস্থতার হারও একটু বেড়ে ৯৮.৩৯ শতাংশ।

আরও পড়ুন- অর্পিতার ফ্ল্যাটে যেতেন সৌগত? দিলীপের দাবি নস্যাৎ করে চ্যালেঞ্জ সাংসদের

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৩ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯৫ হাজার ২১০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৪ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৭৬ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২ হাজার ১১৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ২০ লক্ষ ৬১ হাজার ৫৮০ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮০৮ টি নমুনা। উল্লেখ্য, শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ২১০ জন। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ১৭৩ জন।

তবে করোনা আগের মতো মারাত্মক প্রভাব নিয়ে না এলেও চিকিৎসকরা করোনা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মার্কিন চিকিৎসকরা জানিয়েছেন, করোনা থেকে সেরে ওঠার পরেও ১২ ধরনের রোগের উপসর্গ দেখা দিচ্ছে। যার জেরে হাসপাতালেও ছুটতে হচ্ছে বার বার। সময় মতো চিকিৎসা না করালে মৃত্যুও হতে পারে৷ সমীক্ষায় দেখা গিয়েছে করোনা থেকে সেরে ওঠার পরে অনেকে টাইপ টু ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হয়েছেন। মার্কিন সমীক্ষায় বলা হয়েছে, গত বছর যাঁরা করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাঁদের পরবর্তী এক বছরের মধ্যে স্বাস্থ্যের গুরুতর সমস্যার সম্ভাবনা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =

সংক্রমণে শীর্ষে কলকাতা, বঙ্গের সুস্থতা স্বস্তি দিচ্ছে না

সংক্রমণে শীর্ষে কলকাতা, বঙ্গের সুস্থতা স্বস্তি দিচ্ছে না

কলকাতা: দৈনিক আক্রান্তের নিরিখে শেষ কয়েক দিনের কোভিড গ্রাফ মারাত্মক চিন্তা বাড়িয়েছে বঙ্গের। আজ বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজারের ওপরেই আছে এবং সুস্থতাও স্বস্তি দিচ্ছে না। এদিকে আজও একাধিক মৃত্যু হয়েছে রাজ্যে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ রাজ্যের পজিটিভিটি রেট ১৪.৪১ শতাংশ। এদিকে সুস্থতার হার আরও কমে ৯৭.৬৯ শতাংশ।

আরও পড়ুন:  খুব দ্রুত আগমণ ঘটাবে ‘ডিজিজ এক্স’! শঙ্কিত বিজ্ঞানীরা কার্যত দিশাহীন

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩৭ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৮১ হাজার ৭২৮ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৭ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৩০৭ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৩ হাজার ২৫৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ২০ লক্ষ ৩৩ হাজার ৬৯৪ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫২০ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৮ লক্ষ ৬৭ হাজার ৩৬৯ নমুনা পরীক্ষা করা হয়েছে।

তথ্য বলছে, আজও সংক্রমণে শীর্ষ স্থানে রয়েছে কলকাতা। সেখানে আক্রান্ত ৪১৯ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় আক্রান্ত ৩৯০ জন। তৃতীয় বীরভূম। সেখানে ২৩৭ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। বর্তমানে রাজ্যের একাধিক জেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে কারণ সেখানে সক্রিয় রোগী বাড়ছে। অধিকাংশ জেলাতেই পজিটিভিটি রেট বেড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 20 =

একদিনে বাড়ল বঙ্গের কোভিড আক্রান্ত, সুস্থতা প্রায় একই

একদিনে বাড়ল বঙ্গের কোভিড আক্রান্ত, সুস্থতা প্রায় একই

কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। তবে আজ বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৫০। এদিকে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৬৮ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।

আরও পড়ুন- স্বামী উভকামী! প্রতি রাতে বন্ধুকে সঙ্গে নিয়ে বিছানায় চলত স্ত্রীর উপর যৌন নির্যাতন

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৮ হাজার ৬৪৬ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৩ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৩৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৭ হাজার ০২৬ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৭৩০ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫১ লক্ষ ২৯ হাজার ১৫৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে বিগত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে ফের লাগামছাড়া হারে বাড়তে শুরু করেছিল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। রাজধানী দিল্লিসহ মূলত উত্তর ভারতের একাধিক রাজ্যে হু হু করে ছড়াতে শুরু করে সংক্রমণ। এমতাবস্থায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছিল বিশেষজ্ঞ মহল। কিন্তু চিকিৎসক মহলকে স্বস্তি দিয়ে ফের একটু একটু করে নিয়ন্ত্রণে আসছে দেশের করোনা পরিস্থিতি। মঙ্গলবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের করোনা রিপোর্ট জানান দিচ্ছে গত একদিনে এদেশের করোনার দৈনিক সংক্রমণে উল্লেখযোগ্য পতন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 3 =

সামান্য বাড়ল বাংলার দৈনিক সংক্রমণ, সুস্থতা ঊর্ধ্বমুখী

সামান্য বাড়ল বাংলার দৈনিক সংক্রমণ, সুস্থতা ঊর্ধ্বমুখী

কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। কিন্তু আজ বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০-এর ওপরে। এদিকে আজ একজনের মৃত্যু হয়েছে বাংলাতে। তবে কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৫৫ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।

আরও পড়ুন: ‘হাইব্রিড কোভিড’ নিয়ে বড় আশঙ্কা করছে ‘হু’, এই লক্ষণগুলি চিন্তা বাড়াবে

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৮ হাজার ৪৮৯ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৩ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৩৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৬ হাজার ৮৬৪ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৬৫২ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫১ লক্ষ ৫২৪ নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে ইতিমধ্যেই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিড ১৯ ভ্যাকসিন ‘কোভোভ্যাক্স’ অনুমোদন পেয়ে গিয়েছে। ১২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে এই টিকা ব্যবহার করা যাবে। এই টিকাকে অনুমোদন দিয়েছে ন্যাশানাল টেকনিকাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন বা এনটিএজিআই। গত মাসে দেশের কেন্দ্রীয় ড্রাগ অথরিটির বিশেষজ্ঞদের একটি প্যানেল ‘কোভোভ্যাক্স’কে ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য জরুরী ভিত্তিতে অনুমোদন দিয়েছিল। আবার এখন জানান হচ্ছে যে, কেউ কেউ নির্দিষ্ট সময়ের আগেই পেয়ে যেতে পারে বুস্টার টিকা। যাঁরা বিদেশে যাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে এই সুযোগ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 4 =

অ্যাকটিভ কেস নিয়ে থাকছে উদ্বেগ, কী বলছে বঙ্গের কোভিড গ্রাফ

অ্যাকটিভ কেস নিয়ে থাকছে উদ্বেগ, কী বলছে বঙ্গের কোভিড গ্রাফ

কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। আজও বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ৪০-এর নীচে। এদিকে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৫৫ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।

আরও পড়ুন: ‘হাইব্রিড কোভিড’ নিয়ে বড় আশঙ্কা করছে ‘হু’, এই লক্ষণগুলি চিন্তা বাড়াবে

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৮ হাজার ৪৪১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২০২ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৩৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৬ হাজার ৮২৬ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৫১০ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫০ লক্ষ ৯১ হাজার ৮৭২ নমুনা পরীক্ষা করা হয়েছে।

ইতিমধ্যেই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিড ১৯ ভ্যাকসিন ‘কোভোভ্যাক্স’ অনুমোদন পেয়ে গিয়েছে। ১২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে এই টিকা ব্যবহার করা যাবে। এই টিকাকে অনুমোদন দিয়েছে ন্যাশানাল টেকনিকাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন বা এনটিএজিআই। গত মাসে দেশের কেন্দ্রীয় ড্রাগ অথরিটির বিশেষজ্ঞদের একটি প্যানেল ‘কোভোভ্যাক্স’কে ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য জরুরী ভিত্তিতে অনুমোদন দিয়েছিল। আবার এখন জানান হচ্ছে যে, কেউ কেউ নির্দিষ্ট সময়ের আগেই পেয়ে যেতে পারে বুস্টার টিকা। যাঁরা বিদেশে যাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে এই সুযোগ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত এই বিষয় নিশ্চিত করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 12 =

নিয়ন্ত্রণেই বঙ্গের কোভিড গ্রাফ, সুস্থতা বাড়ল

নিয়ন্ত্রণেই বঙ্গের কোভিড গ্রাফ, সুস্থতা বাড়ল

কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। আজ এক লাফে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ৪০-এর নীচে। এদিকে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৪২ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।

আরও পড়ুন- ঘোষণাই সার, ট্রেনে বেডরোল কোথায়? বিশেষ নিয়ম ভারতীয় রেলে

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৮ হাজার ৩৭৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২০২ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৬ হাজার ৭৬০ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ০৬৯ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫০ লক্ষ ৭৯ হাজার ১৬৩ নমুনা পরীক্ষা করা হয়েছে।

ইতিমধ্যেই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিড ১৯ ভ্যাকসিন ‘কোভোভ্যাক্স’ অনুমোদন পেয়ে গিয়েছে। ১২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে এই টিকা ব্যবহার করা যাবে। এই টিকাকে অনুমোদন দিয়েছে ন্যাশানাল টেকনিকাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন বা এনটিএজিআই। গত মাসে দেশের কেন্দ্রীয় ড্রাগ অথরিটির বিশেষজ্ঞদের একটি প্যানেল ‘কোভোভ্যাক্স’কে ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য জরুরী ভিত্তিতে অনুমোদন দিয়েছিল। আবার আইসিএমআর চতুর্থ কোভিড ঢেউয়ের বিষয় নস্যাৎ করে দিয়েছে, যা বড় স্বস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =

হঠাৎ বাড়ল বঙ্গের দৈনিক আক্রান্ত, সার্বিক সংক্রমণ নিয়ন্ত্রণে

হঠাৎ বাড়ল বঙ্গের দৈনিক আক্রান্ত, সার্বিক সংক্রমণ নিয়ন্ত্রণে

কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। কিন্তু আজ এক লাফে বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিন ৫০-এর ওপরে রাজ্যের সংক্রামিত। এদিকে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৪৩ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।

আরও পড়ুন- ঘোষণাই সার, ট্রেনে বেডরোল কোথায়? বিশেষ নিয়ম ভারতীয় রেলে

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৮ হাজার ২০৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২০১ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৬ হাজার ৬৬৯ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ১৭৪ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫০ লক্ষ ৪১ হাজার ৮২৫ নমুনা পরীক্ষা করা হয়েছে।

ইতিমধ্যেই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিড ১৯ ভ্যাকসিন ‘কোভোভ্যাক্স’ অনুমোদন পেয়ে গিয়েছে। ১২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে এই টিকা ব্যবহার করা যাবে। এই টিকাকে অনুমোদন দিয়েছে ন্যাশানাল টেকনিকাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন বা এনটিএজিআই। গত মাসে দেশের কেন্দ্রীয় ড্রাগ অথরিটির বিশেষজ্ঞদের একটি প্যানেল ‘কোভোভ্যাক্স’কে ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য জরুরী ভিত্তিতে অনুমোদন দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 13 =

দৈনিক আক্রান্ত ২০-র নীচে, নববর্ষে স্বস্তি বহাল রাজ্যে

দৈনিক আক্রান্ত ২০-র নীচে, নববর্ষে স্বস্তি বহাল রাজ্যে

কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ২০-এরও নীচে। এদিকে আজও কারো মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.২২ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।

আরও পড়ুন- এবার স্কুলের ইউনিফর্ম হবে নীল-সাদা, থাকবে ‘বিশ্ব বাংলা’ লোগো, নির্দেশিকা শিক্ষা মিশনের

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ৭৬৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২০০ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৪০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৬ হাজার ২১৬ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৮২১ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৪৯ লক্ষ ১৭ হাজার ৭৩৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।

ওদিকে রবিবার থেকেই সকলের জন্য বুস্টার টিকাকরণ শুরু হয়েছে। ১৮ বছর হলেই সে এই টিকা নিতে পারবে ষাটোর্ধ্ব এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের মতোই। যদিও এই বুস্টার ডোজ নিতে গেলে আগের দুটি ডোজের টিকা নিতে হবে। আর দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার ৯ মাস পর এই বুস্টার ডোজের টিকা নেওয়ার নিয়ম বলেই জানান হয়েছে। এর পাশাপাশি এখন যেমন প্রথম এবং দ্বিতীয় কোভিড টিকা দেওয়ার কাজ চলছে তা তেমনই চলবে বলে অবগত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − twelve =

টানা ৭ দিন মৃত্যুহীন বাংলা! করোনা নিয়ে বড় স্বস্তি

টানা ৭ দিন মৃত্যুহীন বাংলা! করোনা নিয়ে বড় স্বস্তি

কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে। আজ আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিকে আজও কারো মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে হল ০.৩১ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।

আরও পড়ুন- স্বামী উভকামী! প্রতি রাতে বন্ধুকে সঙ্গে নিয়ে বিছানায় চলত স্ত্রীর উপর যৌন নির্যাতন

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ২৭৮ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। এই নিয়ে টানা ৭ দিন মৃত্যুহীন বাংলা। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৯৭ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৫ হাজার ৪১৬ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩২৩ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৪৭ লক্ষ ২৮ হাজার ৮৮৩ নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে কেন্দ্র জানিয়েছে, কোভিড সংক্রান্ত যে সব বিধিনিষেধ ৩১ মার্চ পর্যন্ত বহাল রয়েছে, তা আর নতুন করে জারি করা হবে না। অর্থাৎ ৩১ মার্চের পর থেকে নয়া নির্দেশ বহাল করা হবে না। আগের মতো সব স্বাভাবিক হয়ে যাবে। হিসেব করলে দেখা যাবে, কার্যত ঠিক দু’বছর পর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কিন্তু এখানেও গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে তাদের তরফে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানিয়েছেন, বিধি উঠে গেলেও মাস্ক, হাত ধোয়া এবং সামাজিক দূরত্বের মতো বিষয়গুলি বহাল থাকবে। আর করোনা পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে তার দিকেও নজর রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =

বাড়ল বঙ্গের পজিটিভিটি রেট, মৃত্যু! দোলে অস্বস্তি

বাড়ল বঙ্গের পজিটিভিটি রেট, মৃত্যু! দোলে অস্বস্তি

কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে। আজ আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিকে আজ মাত্র ১ জনের মৃত্যু হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু বেড়ে হল ০.৩৩ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯০ শতাংশ।

আরও পড়ুন- স্বামী উভকামী! প্রতি রাতে বন্ধুকে সঙ্গে নিয়ে বিছানায় চলত স্ত্রীর উপর যৌন নির্যাতন

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৬ হাজার ৭৩৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ একজনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৯৩ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৪১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৪ হাজার ৪৫৫ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৭৯৫ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৪৫ লক্ষ ৮২ হাজার ১৫৫ নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে দেশে ইতিমধ্যেই শুরু হয়েছে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ। কর্বেভ্যাক্স টিকা দেওয়া হচ্ছে তাদের। এই টিকার দুটি ডোজের ব্যবধান হবে ২৮ দিন। এই ভ্যাকসিনের দাম পড়ছে আনুমানিক ১৪৫ টাকা। আগামী ২১ মার্চ থেকে বাংলায় শুরু হবে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ। এই বয়সীরা অনলাইনে টিকা অ্যাপয়েনমেন্ট বুক করতে পারেন। টিকাকরণ কেন্দ্রে গিয়েও নিজের নাম নথিভুক্ত করতে পারেন। কর্বেভ্যাক্স একমাত্র সরকারি করোনো টিকাকরণ কেন্দ্র থেকেই দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 5 =

পজিটিভিটি রেট বাড়ল বঙ্গে, সুস্থতা আশ্বস্ত করছে রাজ্যবাসীকে

পজিটিভিটি রেট বাড়ল বঙ্গে, সুস্থতা আশ্বস্ত করছে রাজ্যবাসীকে

কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমেছিল মাঝে, কিন্তু আজ আবার রাজ্যে কোভিড গ্রাফ বাড়ল। তবে মৃত্যু তুলনায় অনেকটাই কমেছে আজ। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট কিঞ্চিত বেড়ে হল ১.২৭ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৫২ শতাংশ।

আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পুরভোটের দাবি BJP-র, সম্ভব কি? রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬৭ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৭৫ জন। কলকাতা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ৬৩ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১২ হাজার ৪৭৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ০৯৪ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১ হাজার ৩৬৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৮২ হাজার ৬০৫ জন। রাজ্যে ইতিমধ্যেই চালু হয়েছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল। কোভিড বিধি মেনেই এই স্কুল চলবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রায় ২ বছর পর রাজ্যে খুলেছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাজ্যে বিধিনিষেধ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকছে।

এদিকে ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’-এর আওতায় আউটডোর চিকিৎসায় যুক্ত হয়েছে কোভিড-১৯। সরকারি কর্মীরা এবার করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা করালে তার খরচ দেবে রাজ্য সরকার। আজ অর্থ দফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানানো হয়েছে। সরকারের স্বাস্থ্য বীমার তালিকায় অন্তর্ভুক্ত হাসপাতালগুলিতে কোভিড চিকিৎসার জন্য আউটডোরে গিয়ে চিকিৎসা করালে তার সমস্ত খরচ দেবে রাজ্য সরকার। এতদিন আউটডোরে ১৬ টি রোগের চিকিৎসার খরচ দিতে সরকার। সেই তালিকায় এবার যুক্ত হল কোভিড-১৯। অন্যদিকে, আরটিপিসিআর টেস্টের খরচও রাজ্য সরকার দেবে বলে জানান হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + eighteen =

সংক্রমণ অনেক কমে গেল রাজ্যে, সুস্থতায় বিরাট স্বস্তি

সংক্রমণ অনেক কমে গেল রাজ্যে, সুস্থতায় বিরাট স্বস্তি

কলকাতা: সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। আগের তুলনায় মৃত্যুও কমেছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ পজিটিভিটি রেট কিঞ্চিত কমে হল ১.১৪ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ।

আরও পড়ুন- গরুপাচার-কাণ্ডে নিজাম প্যালেসে CBI দফতরে দেব, চলছে জিজ্ঞাসাবাদ

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৭১ জন। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ৪৬ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১১ হাজার ৫৬৯ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ০৬১ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১ হাজার ৩২৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৭৯ হাজার ৮৭৮ জন। রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ৬৩০।

এই আবহেই আগামীকাল থেকে খুলে যাচ্ছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল। কোভিড বিধি মেনেই এই স্কুল চলবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রায় ২ বছর পর রাজ্যে খুলতে চলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাজ্যে বিধিনিষেধ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকছে। রাত্রীকালীন কার্ফু রাত ১১ টার পরিবর্তে ১২ টা থেকে শুরু হবে, চলবে ভোর ৫ টা পর্যন্ত। স্কুল খোলা ছাড়াও সব আইসিডিএস সেন্টারও খোলা হচ্ছে আগামী বুধবার থেকে।

আরও পড়ুন- ক্ষমতা বাড়াচ্ছে ওমিক্রন, প্রাণীদের শরীরেও সংক্রমণ!

আসলে সাম্প্রতিক অনেক রিপোর্টে দেখা গিয়েছিল যে, রাজ্যের শিক্ষার মান এবং হার দুইই পড়ে গিয়েছে লাগাতার স্কুল বন্ধ থাকার কারণে। বহু পড়ুয়া অক্ষর চিনতে পারছে না, বাক্য গঠন করতে পারছে না। এমনকি পঞ্চম বা অষ্টম শ্রেণির পড়ুয়ারা দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির অঙ্ক সমাধান করতেও অনেকাংশে ব্যর্থ হচ্ছে। তাই দ্রুত স্কুল খোলার দাবি বাড়ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 19 =

বাংলার কমল দৈনিক আক্রান্ত, সুস্থতাও বেড়েছে একদিনে

বাংলার কমল দৈনিক আক্রান্ত, সুস্থতাও বেড়েছে একদিনে

কলকাতা: সস্তি বাড়িয়েছে আজকের বঙ্গের কোভিড গ্রাফ। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে, বেড়েছে সুস্থতা। তবে একদিনে মৃত্যু বেড়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত আজ তুলনায় কমেছে যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ। পাশাপাশি টিকাকরণও বাড়ছে রাজ্যে। এই মুহূর্তে রাজ্যে পজিটিভিটি রেট ১.৭৩ শতাংশ।

আরও পড়ুন- নিম্নগামী দেশের কোভিড গ্রাফ, পরিসংখ্যানে আজ বড় স্বস্তি

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৭ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ১৩১ জন। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ৯৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ০৯ হাজার ৯১৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৯৬৫ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১ হাজার ৩৬১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৭৪ হাজার ৫৬৮ জন। ইতিমধ্যে সিনেমা, রেস্তরাঁ, বার, জিম থেকে শুরু করে অডিটোরিয়াম সবক্ষেত্রে উপস্থিতিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। সরকারি এবং বেসরকারি অফিসের ক্ষেত্রেও এই একই নিয়ম কার্যকর হয়েছে। বিভিন্ন সামজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও বিধি শিথিল করে ৭৫ শতাংশ উপস্থিতি করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ০৭৭ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৬৫৭ জনের, যা আগের তুলনায় অনেকটাই কম। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে হয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ১৩৭ জন। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে ৬ লক্ষ ৯৭ হাজার ৮০২ জন কোভিড আক্রান্ত রয়েছেন। দেশে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ০৭ হাজার ১৭৭ জনের। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ১৩ লক্ষ ৩১ হাজার ১৫৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + one =

সংক্রমণ-মৃত্যু কমে স্বস্তি রাজ্যে, বঙ্গে বেড়েছে সুস্থতা

সংক্রমণ-মৃত্যু কমে স্বস্তি রাজ্যে, বঙ্গে বেড়েছে সুস্থতা

কলকাতা: সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ ফের রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে, বেড়েছে সুস্থতা। আগের তুলনায় মৃত্যুও কিঞ্চিত কম। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত আজ বেড়েছে তুলনায় যা অস্বস্তির ব্যাপার। রাজ্যের আজ সুস্থতার হার ৯৮.২২ শতাংশ। পাশাপাশি টিকাকরণও বাড়ছে রাজ্যে। ভাইরাসের নয়া প্রজাতি নিয়েও একটা চিন্তা রয়েছে যাচ্ছে, কারণ উদ্বেগ প্রকাশ করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন- আই প্যাক নিয়ে মুখ খুলে বিপাকে সৌগত রায়, সতর্ক করল দল

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১৭ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ১৩৫ জন। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ১৩২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ০৮ হাজার ৯৫০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৯৩৮ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১ হাজার ৩৮১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৭৩ হাজার ২০৭ জন।

ইতিমধ্যে সিনেমা, রেস্তরাঁ, বার, জিম থেকে শুরু করে অডিটোরিয়াম সবক্ষেত্রে উপস্থিতিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। সরকারি এবং বেসরকারি অফিসের ক্ষেত্রেও এই একই নিয়ম কার্যকর হয়েছে। বিভিন্ন সামজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও বিধি শিথিল করে ৭৫ শতাংশ উপস্থিতি করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাস্তার মিটিং-মিছিলে তিনি কোনও ছাড় দেননি। সেটা আগের মতো ২০০ জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে বলেই ঘোষণা করেছেন তিনি। এছাড়াও রাত্রীকালীন কার্ফু শিথিল হয়ে রাত ১১ টা থেকে করা হয়েছে সরকারের তরফে। অর্থাৎ এখন থেকে রাত ১০ টার পরিবর্তে ১১ টা থেকে কার্ফু শুরু হবে, যা চলবে ভোর ৫ টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 6 =

কিঞ্চিত বাড়ল বঙ্গের সংক্রমণ, পজিটিভিটি রেট অনেকটাই কম

কিঞ্চিত বাড়ল বঙ্গের সংক্রমণ, পজিটিভিটি রেট অনেকটাই কম

কলকাতা: সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ তবে আজ ফের রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। আগের তুলনায় মৃত্যুও বাড়ল বঙ্গে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ পজিটিভিটি রেট কিঞ্চিত কমে হল ১.৮৭ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.১৬ শতাংশ।

আরও পড়ুন- অবশেষে কাটল আইনি জট! হাই কোর্টের নির্দেশে বাড়ি ফিরল ব্রুনো!

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩৬ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ১০৮ জন। উত্তর ২৪ পরগনা সহ বাকি সব জেলায় ১০০-র নীচে সংক্রমণ। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ০৭ হাজার ২৪৯ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৮৮৪ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১ হাজার ৫৫৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৭০ হাজারের কিছু বেশি।

ইতিমধ্যে সিনেমা, রেস্তরাঁ, বার, জিম থেকে শুরু করে অডিটোরিয়াম সবক্ষেত্রে উপস্থিতিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। সরকারি এবং বেসরকারি অফিসের ক্ষেত্রেও এই একই নিয়ম কার্যকর হয়েছে। বিভিন্ন সামজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও বিধি শিথিল করে ৭৫ শতাংশ উপস্থিতি করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাস্তার মিটিং-মিছিলে তিনি কোনও ছাড় দেননি। সেটা আগের মতো ২০০ জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে বলেই ঘোষণা করেছেন তিনি। এছাড়াও রাত্রীকালীন কার্ফু শিথিল হয়ে রাত ১১ টা থেকে করা হয়েছে সরকারের তরফে। অর্থাৎ এখন থেকে রাত ১০ টার পরিবর্তে ১১ টা থেকে কার্ফু শুরু হবে, যা চলবে ভোর ৫ টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =

সংক্রমণ কমল অনেকটাই, পজিটিভিটি রেটেও আজ স্বস্তি বঙ্গে

সংক্রমণ কমল অনেকটাই, পজিটিভিটি রেটেও আজ স্বস্তি বঙ্গে

কলকাতা: সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ আবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে মৃত্যু নিয়ে একটা চিন্তা রয়েই গিয়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের পজিটিভ হার আজ কিঞ্চিত কমে হল ৩.৯৪ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৭.৯১ শতাংশ।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১৬ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ২৭৭ জন এবং উত্তর ২৪ পরগনা দ্বিতীয়, দার্জিলিং তৃতীয়। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ০২ হাজার ১৬৯ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৬ জনের মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৭২৩ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২ হাজার ৬১৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৬০ হাজার ৩০০ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা.২১ হাজার ১৪৬ জন।

এই আবহে বাংলায় RT-PCR টেস্টের খরচ কমেছে। আইসিএমআর অনুমোদন প্রাপ্ত রাজ্যের বেসরকারি ল্যাবগুলিতে RT-PCR টেস্ট করতে এতদিন পর্যন্ত খরচ পড়ত ৯৫০ টাকা। এখন থেকে এই টেস্টের জন্য খরচ লাগবে ৫০০ টাকা। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্ট্যাবলিস্মেন্ট রেগুলেটরি কমিশন। এদিকে বড় সিদ্ধান্ত নিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। বুস্টার ডোজ হিসাবে ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনকে ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে তারা। যারা করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন তারা এই ন্যাজাল ভ্যাকসিন না নাক দিয়ে নেওয়া যায়, এইরূপ টিকা নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =

সংক্রমণে অনেকটাই হ্রাস বঙ্গে, ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন, মেট্রো

সংক্রমণে অনেকটাই হ্রাস বঙ্গে, ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন, মেট্রো

কলকাতা: সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ আবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে মৃত্যু নিয়ে একটা চিন্তা রয়েই গিয়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ পজিটিভিটি রেট কিঞ্চিত কমে হল ৫.৪৯ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৭.৬৮ শতাংশ। এদিকে, মঙ্গলবার থেকে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন, মেট্রো। এমনটাই ঘোষণা করেছে নবান্ন। এতদিন রাজ্যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন এবং মেট্রো চলাচল করত।

আরও পড়ুন- বীরসা মুণ্ডর জন্ম দিবসে পালিত হবে জনজাতি গৌরব দিবস: রাষ্ট্রপতি

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১০ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ২৩৩ জন এবং কলকাতা দ্বিতীয়, সেখানে সংক্রামিত ১৭৯ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৯৫ হাজার ৫১৬ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৬ জনের মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৬১৯ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭ হাজার ৭২৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৪৯ হাজার ১৮৮ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২৫ হাজার ৭০৯ জন।

এদিকে আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিনেমা, রেস্তরাঁ, বার, জিম থেকে শুরু করে অডিটোরিয়াম সবক্ষেত্রে ৭৫ শতাংশ পর্যন্ত উপস্থিত থাকা যাবে। সরকারি এবং বেসরকারি অফিসের ক্ষেত্রেও এই একই নিয়ম কার্যকর হচ্ছে। বিভিন্ন সামজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও বিধি শিথিল করে ৭৫ শতাংশ উপস্থিতি করার কথা এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাস্তার মিটিং-মিছিলে তিনি কোনও ছাড় দেননি। সেটা আগের মতো ২০০ জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে বলেই ঘোষণা করেছেন তিনি। এছাড়াও রাত্রীকালীন কার্ফু শিথিল করে রাত ১১ টা থেকে করা হয়েছে বলে জানিয়ে দেন মমতা। অর্থাৎ এখন থেকে রাত ১০ টার পরিবর্তে ১১ টা থেকে কার্ফু শুরু হবে, যা চলবে ভোর ৫ টা পর্যন্ত। আগামীকাল থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিয়ম থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + eighteen =

সংক্রমণ বাড়ল রাজ্যের চিন্তা বাড়িয়ে, মৃত্যু নিয়েও উদ্বেগ

সংক্রমণ বাড়ল রাজ্যের চিন্তা বাড়িয়ে, মৃত্যু নিয়েও উদ্বেগ

কলকাতা: সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ তবে আজ আবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে মৃত্যু নিয়ে একটা চিন্তা রয়েই গিয়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ পজিটিভিটি রেট কিঞ্চিত বেড়ে হল ৭.৩২ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৫.৫৬ শতাংশ।

আরও পড়ুন- জয়প্রকাশকে ‘সাময়িক’ বরখাস্ত বিজেপির, কোপে রীতেশও, গেরুয়া বাঁধন আরও ঢিলে

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৬৯ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৬৯৭ জন এবং কলকাতা দ্বিতীয়, সেখানে সংক্রামিত ৬৫৪ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৭৯ হাজার ২৫৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪ জনের মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৪৫ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৭ হাজার ৭৩৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৮ লক্ষ ৯১ হাজার ৭৪০ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৬৭ হাজার ৩৬৯ জন।

এদিকে ওমিক্রন আক্রান্তের মাঝেই নতুন আতঙ্ক দেখা দিয়েছে যার নাম ‘স্টেলথ ওমিক্রন’। এটি আসলে ওমিক্রনের নয়া সাব-স্ট্রেন। এর নাম দেওয়া হয়েছে বিএ.২। গত ডিসেম্বর মাসে এই নয়া স্ট্রেনের খোঁজ মিলেছিল। তারপর থেকেই আতঙ্ক যে আরও মারাত্মক কিছু প্রজাতি হয়তো ছড়াতে পারে বিশ্বজুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল যে, ওমিক্রনের মোট তিনটি সাব-স্ট্রেন রয়েছে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে যত ওমিক্রন সংক্রমণ হয়েছে, তার মধ্যে থেকে দেখা গিয়েছে যে ৯৯ শতাংশই বিএ.১ সাব-স্ট্রেন। এখন আবার বিএ.২ নিয়ে আতঙ্ক সৃষ্টি হল। ভারতেও এই স্ট্রেন সংক্রমণ ছড়াতে পারে বলে ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − four =

সংক্রমণ-মৃত্যু দুইই কমল আজ, বঙ্গের গ্রাফ আবার নীচে নামছে

সংক্রমণ-মৃত্যু দুইই কমল আজ, বঙ্গের গ্রাফ আবার নীচে নামছে

কলকাতা: সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ আবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে মৃত্যু নিয়ে একটা চিন্তা রয়েই গিয়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ পজিটিভিটি রেট আরও কমে হল ৭.১২ শতাংশ।

আরও পড়ুন- জয়প্রকাশকে ‘সাময়িক’ বরখাস্ত বিজেপির, কোপে রীতেশও, গেরুয়া বাঁধন আরও ঢিলে

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৯৪ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৫৯১ জন এবং উত্তর ২৪ পরগনা দ্বিতীয়, সেখানে সংক্রামিত ৫৮৩ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিতের সংখ্যা ৪২৩। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৭৪ হাজার ২৮৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৬ জনের মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৪১১ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৮ হাজার ৮২৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৮ লক্ষ ৭৩ হাজার ৭০৬ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৮০ হাজার ১৬৮ জন।

এদিকে ওমিক্রন আক্রান্তের মাঝেই নতুন আতঙ্ক দেখা দিয়েছে যার নাম ‘স্টেলথ ওমিক্রন’। এটি আসলে ওমিক্রনের নয়া সাব-স্ট্রেন। এর নাম দেওয়া হয়েছে বিএ.২। গত ডিসেম্বর মাসে এই নয়া স্ট্রেনের খোঁজ মিলেছিল। তারপর থেকেই আতঙ্ক যে আরও মারাত্মক কিছু প্রজাতি হয়তো ছড়াতে পারে বিশ্বজুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল যে, ওমিক্রনের মোট তিনটি সাব-স্ট্রেন রয়েছে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে যত ওমিক্রন সংক্রমণ হয়েছে, তার মধ্যে থেকে দেখা গিয়েছে যে ৯৯ শতাংশই বিএ.১ সাব-স্ট্রেন। এখন আবার বিএ.২ নিয়ে আতঙ্ক সৃষ্টি হল। ভারতেও এই স্ট্রেন সংক্রমণ ছড়াতে পারে বলে ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =

পজিটিভিটি রেট বাড়ল বাংলায়, শুক্রবারের আক্রান্ত ৬২৮

পজিটিভিটি রেট বাড়ল বাংলায়, শুক্রবারের আক্রান্ত ৬২৮

কলকাতা: করোনাভাইরাস নতুন প্রজাতির আতঙ্কের মধ্যেই পজিটিভিটি রেট শুক্রবার বেড়ে গেল বাংলায়। পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও যা নিয়ে এখন নতুন করে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে শহর কলকাতার আক্রান্তের সংখ্যাও কিছুতেই কম হচ্ছে না। যা আলাদা করে চিন্তার বিষয়।

শুক্রবারের করোনাভাইরাস তথ্য অনুযায়ী বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২৮ জন এবং তাদের মধ্যে ২০৬ জন কলকাতার। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২১ হাজার ৯৯৮ জন। এই একই সময় বাংলায় মৃত্যু হয়েছে ৯ জনের, সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৮৪ জন। উদ্বেগজনক ভাবে গত ২৪ ঘণ্টায় বাংলায় বেড়েছে পজিটিভিটি রেট, তা হয়েছে ১.৬৪ শতাংশ। স্বস্তির খবর, গত একদিনে রাজ্যে বেড়েছে সুস্থতার হারও। একদিনে ভাইরাসকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৬১০ জন এবং সব মিলিয়ে করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৯৪ হাজার ৮৪০ জন। যদিও আপাতত করোনাভাইরাস নতুন প্রজাতি নিয়ে চিন্তার কিছু নেই সেটা স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের বক্তব্য, আপাতত দেশে যে কজন নতুন প্রজাতির ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের সবাই সুস্থ আছেন এবং তাদের মৃদু উপসর্গ দেখা গিয়েছে। উল্লেখ্য, এই নতুন প্রজাতির আতঙ্কের মাঝেই কলকাতা বিমানবন্দরে ব্রিটেনের ফেরত যাত্রী ভাইরাস আক্রান্ত হয়েছেন। তিনি ইতিমধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে সূত্রের খবর। আসলে কেন্দ্রীয় সরকার অনেক আগে থেকেই আন্তর্জাতিক বিমান যাত্রীদের ওপর নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছে এবং তার প্রেক্ষিতে কড়াকড়ি করছে রাজ্যগুলি। বিমানযাত্রীরদের ক্ষেত্রে করোনাভাইরাস ভ্যাকসিনের ডবল ডোজ বা নেগেটিভ আর্টিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =

কলকাতার সংক্রমণ আজ ভয় ধরাচ্ছে! পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও

কলকাতার সংক্রমণ আজ ভয় ধরাচ্ছে! পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও

কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা আজ বেশ বেড়েছে গতকালের তুলনায়। দুই জেলা, উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় শতাধিক করোনা আক্রান্তই হয়েছে। এছাড়া অন্যান্য জেলা নিয়ে চিন্তা নেই খুব একটা। তবে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট করে দেওয়া হচ্ছে বারবার। এদিকে আবার সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে। কারণ মনে করা হচ্ছে যে, পুজোড় ভিড় বাড়াতে পারে সংক্রমণ। যদিও টিকাকরণে জোর বাড়ছে বাংলায়।

আরও পড়ুন- লুকিয়ে লুকিয়ে গিয়েছে! তৃণমূল একমাত্র দল যারা লখিমপুর পৌঁছতে পেরেছে: মমতা

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭৮৬ জন। আক্রান্তদের মধ্যে ১৫৯ জন কলকাতার। দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে এই শহর। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, আক্রান্ত সেখানকার ১৩৪ জন। অ্যাকটিভ কেস ৭ হাজার ৫৯১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৩ হাজার ২৪৬ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ১৫ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৮৬৩ জনের। রাজ্যের বর্তমান সুস্থতা ৯৮.৩২ শতাংশ।

অন্যদিকে, কোভিড বিধির কথা মাথায় রেখে রাজ্য সরকার এবারেও বিজয়াতে রেড রোডে পুজো কার্নিভাল না করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ নবান্ন থেকে এই বিষয়ে মোট এগারো দফা নির্দেশিকা জারি করা হয়েছে। তৃতীয়ার দিন থেকেই দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপ খুলে দেওয়ার কথা বলা হয়েছে। আদালতের নির্দেশ মেনে ভিড় এড়াতে তিন দিক খোলা মন্ডপে পুজো করতে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। নির্দেশিকায় আরও জানান হয়েছে, রাজ্যের কোনও পুজো মণ্ডপ জলসার আয়োজন করতে পারবে না। এদিকে আবার মণ্ডপের ভিতরেও মানতে হবে সামাজিক দূরত্ব এবং করোনা বিধি মেনেই পুজো করতে হবে। কার্যত গত বছর যে নিয়ম ছিল দুর্গাপুজোকে কেন্দ্র করে এবারেও সেই একই নিয়ম লাগু করা হল। আসলে চলতি মাসেই করোনা ভাইরাস তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। অন্যদিকে, পুজোতে ভিড় হলে যে ভাইরাস সংক্রমণ আরও বাড়তে পারে তার আগাম সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 17 =

আজও বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ, সুস্থতা ৯৮.৩২%

আজও বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ, সুস্থতা ৯৮.৩২%

কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা আজ আবারও বাড়ল। দুই জেলা, উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় আবার আজ শতাধিক করোনা আক্রান্ত হয়েছে। এছাড়া অন্যান্য জেলা নিয়ে চিন্তা নেই খুব একটা। তবে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট করে দেওয়া হচ্ছে বারবার। এদিকে আবার সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে। কারণ মনে করা হচ্ছে যে, পুজোড় ভিড় বাড়াতে পারে সংক্রমণ।

আরও পড়ুন- নিম্নমুখী হচ্ছে অ্যাকটিভ কেস! আরও কম দেশের দৈনিক সংক্রমণ

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭৪৮ জন। আক্রান্তদের মধ্যে ১৩৯ জন কলকাতার। দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে এই শহর। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, আক্রান্ত সেখানকার ১২৩ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া। সেখানে আক্রান্ত ৫৯ জন। চতুর্থ স্থানে হুগলী। সেখানে একদিনে সংক্রমিত ৫৭ জন। একই সময় সুস্থ হয়েছে ৭৪০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৮ হাজার ৩২১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৪১ হাজার ৯৬৩ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ১৪ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৭৭৮ জনের। রাজ্যের বর্তমান সুস্থতা ৯৮.৩২ শতাংশ। 

আরও পড়ুন- তৃতীয়বারের প্রচেষ্টায় UPSC-তে প্রথম বিহারের ছেলে, ভালো থাকুক গরিব মানুষগুলো, স্বপ্ন শুভমের

এদিকে সামনেই পুজোর মরশুম। তাই অতিরিক্ত ভিড় নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণ বাড়লে কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে তাঁদের তরফে। ইতিমধ্যেই দুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে গত বছরের মত। যে মামলার শুনানি আগামীকাল। গত বছর অনেক বিধি নিষেধ জারি করা হয়েছিল পুজোয়। এইবারও সেই এক নিয়ম থাকে কিনা তাই দেখার বিষয়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + one =

আরও বাড়ল দুই জেলার সংক্রমণ! সুস্থতার হার ৯৮%

আরও বাড়ল দুই জেলার সংক্রমণ! সুস্থতার হার ৯৮%

কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা আজও ১০০০-এর নিচে রয়েছে, কিন্তু দুই জেলার সংক্রমণ বৃদ্ধি ব্যাপক চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। কারণ ক্রমশ সংক্রমণ বাড়ছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনার। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট করে দেওয়া হচ্ছে বারবার। এদিকে আবার সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে। 

আরও পড়ুন- BREAKING: পুজোর আগেও চলবে না লোকাল, উৎসবেও বাড়ল বিধিনিষিধের মেয়াদ

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭৪৩ জন। আক্রান্তদের মধ্যে ১৪২ জন উত্তর ২৪ পরগনার! সংক্রমণের নিরিখে আজ প্রথম স্থানেই এই জেলা। এর পরেই রয়েছে কলকাতা। সেখানে আক্রান্ত ১৩০ জন। এই দুই জেলাকে নিয়ে প্রথম থেকেই চিন্তা। এদিকে, তৃতীয় স্থানে হুগলি। একদিনে সেখানকার ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছে। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৫০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫৮ হাজার ৮৬০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৩২ হাজার ১৯৭ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৫৩ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ১৪ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৬১৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। 

আরও পড়ুন- ফের দুষ্কৃতী তাণ্ডব ভাটপাড়ায়, পড়ল বোমা, জখম ২

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ২৭ হাজার ১৭৬ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ০১২ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫১ হাজার ৮৭ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৩ লক্ষ ১৬ হাজার ৭৫৫ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৫ লক্ষ ২২ হাজার ১৭১ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪৩ হাজার ৪৯৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =

এক ধাক্কায় অনেকটা কম দৈনিক আক্রান্ত, সুস্থতায় বিরাট স্বস্তি

এক ধাক্কায় অনেকটা কম দৈনিক আক্রান্ত, সুস্থতায় বিরাট স্বস্তি

কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা আজ ব্যাপক স্বস্তি দেবে। কারণ এক লাফে অনেকটাই কমেছে বাংলার ভাইরাসে আক্রান্তের সংখ্যা। যদিও তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যাচ্ছে না তা স্পষ্ট করে দেওয়া হচ্ছে বারবার। এদিকে আবার সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে। 

আরও পড়ুন- কবে ভ্যাকসিন পাবে শিশু-কিশোররা? স্পষ্ট করে দিল কেন্দ্র

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫০৬ জন। আক্রান্তদের মধ্যে ১০৪ জন উত্তর ২৪ পরগনার! সংক্রমণের নিরিখে আজ প্রথম স্থানেই এই জেলা। এর পরেই রয়েছে কলকাতা । সেখানে আক্রান্ত ৯৩ জন। এই দুই জেলাকে নিয়ে প্রথম থেকেই চিন্তা, তবে তুলনায় কমল এখানের ভাইরাস আক্রান্তের সংখ্যা। এদিকে, তৃতীয় স্থানে নদীয়া। একদিনে সেখানকার ৪৬ জন করোনা আক্রান্ত হয়েছে। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা এবং দার্জিলিং। দুই জেলাতেই ৩১ জন করে সংক্রমিত। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫৭ হাজার ৭১৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৩০ হাজার ৭৩১ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৫৮৭ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ১০ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৫৮৭ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।

 

আরও পড়ুন- মেয়েদের কাজ শুধু জন্ম দেওয়া! তালিবানি মুখপাত্রের মন্তব্যে হইহই 

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ২৭ হাজার ২৫৪ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২১৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮৭ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭৪ হাজার ২৬৯ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩২ লক্ষ ৬৪ হাজার ১৭৫ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৪৭ হাজার ০৩২ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪২ হাজার ৮৭৪ জন। চিন্তার ব্যাপার, গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্ত ২৭, ২৫৪ জনের মধ্যে ২০ হাজার ২৪০ জনই কেরলের বাসিন্দা! রাজ্যে মৃত্যু হয়েছে ৬৭ জনের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =

আরও নিম্নগামী সংক্রমণ, কলকাতায় আজও ১০০ পার আক্রান্ত

আরও নিম্নগামী সংক্রমণ, কলকাতায় আজও ১০০ পার আক্রান্ত

কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা আবার নিম্নগামী হতে শুরু করেছে। সকলকে স্বস্তি দিয়ে আজ কিছুটা কমেছে সংক্রমণ। এদিকে আজও কলকাতায় আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়ে গেছে, যা উদ্বেগ বাড়াচ্ছে নতুন করে। তবে ১০০০-এর মধ্যেই রয়েছে মোট সংক্রমণ যা স্বস্তির বিষয়।

আরও পড়ুন- ১৭৩টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫০৫ জন। আক্রান্তদের মধ্যে ১০৭ জন কলকাতার! সংক্রমণের নিরিখে আজও প্রথম স্থানে এই শহর। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৮৫ জন। তৃতীয় স্থানে হুগলি। একদিনে সেখানকার ৩৬ জন করোনা আক্রান্ত হয়েছে। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৩৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫২ হাজার ৫৭৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ২৫ হাজার ৫৮১ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৬৪ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ১৩ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৫১৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৬ শতাংশ। 

আরও পড়ুন- কবে ভ্যাকসিন পাবে শিশু-কিশোররা? স্পষ্ট করে দিল কেন্দ্র

অন্যদিকে আবার জানা গিয়েছে, করোনাভাইরাসের নতুন প্রজাতি নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। জরুরি বৈঠক ডাকা হয়েছে এই বিষয়ে আলোচনার জন্য। জানা গিয়েছে আগামীকাল এই বৈঠক ডেকেছে রাজ্য স্বাস্থ্য দফতর। সাতটি দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাওয়ে, বসনিয়া, এই সাতটি দেশের ক্ষেত্রে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৯৪৮ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২১৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯০৩ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৮৭৪ জন, যা গত একদিনের তুলনায় কমপক্ষে ৬ হাজার কম। মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬২১। সুস্থ হয়েছেন ৩ কোটি ২১ লক্ষ ৮১ হাজার ৯৯৫ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − five =

চিন্তা বহাল দুই জেলাকে নিয়ে, মোট সংক্রমণ ১০০০-র নিচেই

চিন্তা বহাল দুই জেলাকে নিয়ে, মোট সংক্রমণ ১০০০-র নিচেই

কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা হঠাৎ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। তবে গত কয়েক দিনে তা লাগাম ছাড়া হয়নি। আজ কিছুটা কমেছে সংক্রমণ। যদিও রাজ্যে সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। এদিকে আজও দুই জেলায় আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়ে গেছে, যা উদ্বেগ বাড়াচ্ছে নতুন করে। তবে ১০০০-এর মধ্যেই রয়েছে মোট সংক্রমণ যা স্বস্তির বিষয়।

আরও পড়ুন- শহরজুড়ে প্রতারণার জাল, জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশি অভিযানে গ্রেফতার ১৬

 
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬৮৬ জন। আক্রান্তদের মধ্যে ১১০ জন কলকাতার! সংক্রমণের নিরিখে আজও প্রথম স্থানে এই শহর। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১০৯ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে এই জেলা। দক্ষিণ ২৪ পরগনা থেকেই শুরু করে হাওড়া, হুগলি, সব জেলাতেই অল্পবিস্তর সংক্রমণ রয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫০ হাজার ৬৬৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ২৩ হাজার ৪৮৭ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭১৫ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ১১ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৪৮৩ জনের। 

আরও পড়ুন- নির্বাচন করতে চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা!

অন্যদিকে আবার জানা গিয়েছে, করোনাভাইরাসের সঙ্গে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মহামারী শুরু হবে। কারণ আবার মাথাচাড়া দিয়ে উঠছে এই ফ্লু ভাইরাস। পিটসবার্গ বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রকাশ পেয়েছে, সেপ্টেম্বরের শেষের দিক থেকে শুরু হতে পারে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দাপট। শীতকাল শেষ না হওয়া পর্যন্ত চলবে সেটি। তাৎপর্যপূর্ণ ব্যাপার ঠিক এই সময়েই করোনাভাইরাস তৃতীয় ঢেউ আছড়ে পড়ার কথা রয়েছে। সুতরাং আশঙ্কা যদি সত্যি হয় তাহলে এই একই সময়ে দুটি ভাইরাস দাপট দেখাবে! এই সময়কে একটি নতুন পর্ব বলে ধরা হচ্ছে এবং যার নাম দেওয়া হয়েছে ‘টুইনডেমিক’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 19 =

রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যু নিয়েও চিন্তা

রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যু নিয়েও চিন্তা

কলকাতা: তৃতীয় ঢেউ আসার আশঙ্কার মধ্যেই ফের একবার বাংলার করোনাভাইরাস সংক্রমণ ঊর্ধ্বমুখী হল। এদিকে একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। তাই স্বাভাবিকভাবে আবার যেন কিছুটা হলেও স্বস্তি বাড়ল রাজ্যবাসীর। যদিও সুস্থতার হার এখনো পর্যন্ত সাধারণ মানুষের আশার আলো বজায় রেখেছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৮১৫ জন, এই একই সময় মৃত্যু হয়েছে ১৪ জনের। আক্রান্ত নিরিখে আজও রাজ্যের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ১১৪ জন। এক ধাক্কায় অনেকটা বেড়েছে সংক্রমণ। এদিকে সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, সেখানে আক্রান্ত ৮১ জন। সংক্রমণে তৃতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনা, সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ৮০ জন। দার্জিলিং চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৬২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৫ হাজার ৭৭৩ জন। এদিকে একদিনে ভাইরাসকে হারিয়ে ঘরে ফিরেছে ৮১১ জন। সবমিলিয়ে এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৯৬ হাজার ২৯৪ জন। রাজ্যের সুস্থতার হার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ৯৮.০৭ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের মারা গিয়েছেন ১৪ জন। মৃতদের মধ্যে চার জন দার্জিলিঙের। সবমিলিয়ে রাজ্যের মোট ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ১০৯ জন।

এদিকে, দ্বিতীয় ডোজের ক্ষেত্রে দেরি করা যাবে না, যদি কেউ নির্দেশিকা অমান্য করে তাহলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে! এবার এমন হুঁশিয়ারি দিল রাজ্য স্বাস্থ্য দফতর। এই প্রেক্ষিতে একটি নির্দেশিকা জারি করেছে তারা। তাতে আরও জানান হয়েছে, ভ্যাকসিন সেন্টারে থাকতে হবে নোডাল অফিসারকে। তাঁর তত্ত্বাবধানে যাতে সুশৃঙ্খলভাবে ভ্যাকসিনেশন হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ভ্যাকসিন দেওয়ার আগে মাপতে হবে রক্তচাপ। টিকা প্রাপককে ভ্যাকসিন দেওয়ার পর ৩০ মিনিট ভ্যাকসিনেশন ক্যাম্পে বসিয়ে রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =

সামান্য কম দৈনিক আক্রান্ত, সুস্থতার হার আরও এগোল বাংলায়

সামান্য কম দৈনিক আক্রান্ত, সুস্থতার হার আরও এগোল বাংলায়

কলকাতা: গত কয়েক দিন ধরেই উত্থান-পতন ঘটেছে দৈনিক আক্রান্তের সংখ্যায়। মাঝে একটু বৃদ্ধি পেলেও নিয়ন্ত্রণে এসে গিয়েছিল দৈনিক সংক্রমণ। তবে আজ সামান্য কমল বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে বাড়ছে রাজ্যের সুস্থতার হার। তবে উত্তর ২৪ পরগনা জেলা নিয়ে চিন্তা কিছুতেই কমছে না। কারণ আজও সেখানেই সর্বাধিক সংক্রমণ।

আজকের বাংলার তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮৮২ জন, যা গতকালের তুলনায় কম। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে এখানে, সেখানে আক্রান্ত ৮৯ জন। এরপরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জলপাইগুড়ি। একদিনে সেখানে আক্রান্ত ৭৯ জন। তৃতীয় স্থানে ফের কলকাতা। একদিনে সেখানকার ৭৭ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে, দার্জিলিং নেমে গিয়েছে চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৬৫ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৬ হাজার ৪৮১ জন। এদিকে, করোনাকে হারিয়ে এক দিনে জয়ী হয়েছেন ১ হাজার ০২৫ জন।  রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৮৫ হাজার ০১৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৯৩ শতাংশ। অন্যদিকে, গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ১০। মৃতদের মধ্যে ৩ জন হুগলীর। একদিনে কলকাতা, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় ২ জন করে মারা গিয়েছে। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৯৮০ জন।

আরও পড়ুন- মাসে প্রায় দেড় কোটি করে টিকা চাইছেন মমতা! বাংলাকে বঞ্চনার অভিযোগ

উল্লেখ্য, নবান্নের তরফে বিবৃতি প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিষেধাজ্ঞা ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই নিষেধাজ্ঞা জারি থাকার কারণে আগের মতোই সমস্ত স্কুল-কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে সম্পূর্ণভাবে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি এবং বেসরকারি বাস, লোকাল ট্যাক্সি, অটো চলবে। বন্ধই থাকছে লোকাল ট্রেন। তবে আংশিক ভাবে খুলছে মেট্রো পরিষেবা। সপ্তাহে পাঁচ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =

অনেকটাই কম দৈনিক আক্রান্ত, বিরাট স্বস্তি দিচ্ছে বাংলা

অনেকটাই কম দৈনিক আক্রান্ত, বিরাট স্বস্তি দিচ্ছে বাংলা

কলকাতা: বাংলার কোভিড গ্রাফ আজ আবার কিছুটা স্বস্তি বাড়াল। আজ আক্রান্তের সংখ্যা কমে গিয়েছে কিছুটা। আসলে আজ আক্রান্ত ৯০০-রও কম! গত কয়েক দিন ধরেই উত্থান-পতন ঘটেছে দৈনিক আক্রান্তের সংখ্যায়। মাঝে একটু বৃদ্ধি পেলেও এখন আবার নিয়ন্ত্রণে এসে গিয়েছে দৈনিক সংক্রমণ। এদিকে, বাড়ছে রাজ্যের সুস্থতার হার।

আজকের বাংলার করোনা তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন। তবে সংক্রমণের নিরিখে আজ শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে এখানে, সেখানে আক্রান্ত ৯০ জন। এরপরেই রয়েছে দার্জিলিং। একদিনে সেখানে আক্রান্ত ৭৭ জন। তৃতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। একদিনে সেখানকার ৭৫ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে, হুগলি চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৬৮ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৩ হাজার ০১৪ জন। 

আরও পড়ুন: ‘আত্মনির্ভর ভারত নয়, লুটেরা ভারত তৈরি করেছে BJP,’ বিরোধীদের নিশানা পার্থর

এদিকে, করোনাকে হারিয়ে এক দিনে জয়ী হয়েছেন ১ হাজার ২৪৪ জন। এখনও পর্যন্ত মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৮০ হাজার ৫৫৬ জন। অন্যদিকে, গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ১১। মৃতদের মধ্যে ২ জন পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিংয়ের বাসিন্দা। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৯২৭ জন। রাজ্যে সুস্থতার হার ৯৭.৮৫ শতাংশ। 

আরও পড়ুন: নিট পরীক্ষা ১২ সেপ্টেম্বর, হয়ে গেল ঘোষণা

এদিকে রাজ্যে করোনা বিধি নিষেধ ১৫ জুলাই পর্যন্ত বহাল রাখা হয়েছে। যদিও পরিবহণ থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো এবং লোকাল ট্রেন চালানোর ব্যাপারে এখনও সবুজ সঙ্কেত দেননি। বরং তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, ট্রেন পরিষেবা চালু হলে রাজ্যে কোভিড সংক্রমণ বেড়ে যেতে পারে। তবে ১৫ জুলাইয়ের পর কী সিদ্ধান্ত হয় সেটাই দেখার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 13 =

ফের উল্টো পথে হাঁটছে বাংলার করোনা গ্রাফ, বাড়ল দৈনিক সংক্রমণ

ফের উল্টো পথে হাঁটছে বাংলার করোনা গ্রাফ, বাড়ল দৈনিক সংক্রমণ

কলকাতা: আগের দিন বাংলার করোনা ভাইরাস গ্রাফে স্বস্তি বহাল ছিল, কিন্তু এদিন থাকল না। কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ। তবে সর্বাধিক আক্রান্তের জেলা হিসেবে আর নেই উত্তর ২৪ পরগনা, তবে উত্তরবঙ্গ চিন্তায় রাখছে প্রশাসনকে। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০১ জন। তথ্য বলছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে আজ সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে পশ্চিম মেদিনীপুর! সেখানে সংক্রামিত ১৪১ জন। দ্বিতীয় স্থানে এসে গেছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং। একদিনে সংক্রমিত হয়েছে সেখানের ১৩৫ জন। পাহাড়ের সংক্রমণ কিছুটা উদ্বেগ বাড়াচ্ছে বটে। এদিকে, শহর কলকাতা চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১২৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ০১ হাজার ২৮৪। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৬৩ হাজার ৩৭৯ জন। এই একই সময়ে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ১ হাজার ৮৮৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৭৩৫ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ২৭। মৃতদের মধ্যে ৪ জন করে উত্তর ২৪ পরগনার, কলকাতা ও দার্জিলিংয়ের বাসিন্দা। রাজ্যে সুস্থতার হার ৯৭.৪৮ শতাংশ। 

আরও পড়ুন- মমতার ব্যাপক প্রশংসা, ধনকড়ের ইস্তফা চাইলেন ‘জৈন’ মামলা ফাঁসের কারিগর

অন্যদিকে দেশেও গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। অর্থাৎ এক লাফে দেশে দৈনিক সংক্রমণ বেড়েছে ৬ শতাংশ! এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৫ জনের, যা গতকালের তুলনায় বেশি। এ নিয়ে করোনা ভাইরাস পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯ জনের। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬১ হাজার ৫৮৮ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৯১৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এদিকে, দেশে সংক্রমণের হার এখন ৭.৩৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − fifteen =

‘উত্তর’ নিয়ে উদ্বেগ রয়েছেই, রাজ্যের করোনা গ্রাফ আপাতত নিয়ন্ত্রণেই

‘উত্তর’ নিয়ে উদ্বেগ রয়েছেই, রাজ্যের করোনা গ্রাফ আপাতত নিয়ন্ত্রণেই

কলকাতা: আগের দিনের মতই বাংলার করোনা ভাইরাস গ্রাফে স্বস্তি বহাল থাকল এদিনও। আরও কমল সংক্রমণ। পরিসখ্যান বলছে, প্রায় তিন মাস পর রাজ্যের দৈনিক সংক্রমণ দেড় হাজারের কম হয়েছে এদিন। রাজ্যে যে করোনা বিধি নিষেধ চলছে, এটি তার ফল বলেই মনে করা হচ্ছে। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭৮ জন। তথ্য বলছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এখনও সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে উত্তর ২৪ পরগনা। কারণ সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন সর্বাধিক ১৫৪ জন। সকলকে চমকে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দার্জিলিং। একদিনে সংক্রমিত হয়েছে ১৫০ জন। পাহাড়ের সংক্রমণ কিছুটা উদ্বেগ বাড়াচ্ছে বটে। এদিকে, তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। শহর কলকাতা চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১৩৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯৯ হাজার ৯৮৩। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৬১ হাজার ৪৯০ জন। এই একই সময়ে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ১ হাজার ৯৮০ জন, যা আগের দিনের তুলনায় আবার কম। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ২৯। মৃতদের মধ্যে ১০ জন উত্তর ২৪ পরগনার। ৭ জন কলকাতার। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৭০৮। রাজ্যে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। 

আরও পড়ুন- মমতার ব্যাপক প্রশংসা, ধনকড়ের ইস্তফা চাইলেন ‘জৈন’ মামলা ফাঁসের কারিগর

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫১ জন। অর্থাৎ এক লাফে দেশে দৈনিক সংক্রমণ বাড়ল ২২ শতাংশ! এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮১৭ জনের, যা গতকালের তুলনায় কম। এ নিয়ে করোনা ভাইরাস পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৮ হাজার ৪৫৪ জনের। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৩৭ হাজার ০৬৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬০ হাজার ৭২৯ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৯৪ লক্ষ ২৭ হাজার ৩৩০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এদিকে, দেশে সংক্রমণের হার এখন ৭.৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার মাত্র ২.৩৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 5 =

৯৮% ছুঁইছুঁই সুস্থতার হার, বাংলার কোভিড গ্রাফ আরও নিম্নমুখী

৯৮% ছুঁইছুঁই সুস্থতার হার, বাংলার কোভিড গ্রাফ আরও নিম্নমুখী

কলকাতা: বাংলার করোনা ভাইরাস গ্রাফে স্বস্তি বহাল থাকল এদিনও। ইতিমধ্যেই করোনা বিধি নিষেধ আরও বেশ কয়েকদিন বেড়েছে বাংলায়। কারণ নিয়ম মানার ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে রাজ্য। আজকের পরিসংখ্যান তার প্রমাণ দিচ্ছে আরও। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। তথ্য বলছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এখনও সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে উত্তর ২৪ পরগনা। কারণ সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন সর্বাধিক ১৭৬ জন, দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিম মেদিনীপুর। একদিনে সেখানে আক্রান্ত ১৬৭ জন। তৃতীয় স্থানে দার্জিলিং, একদিনে আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। আজ শহরের আক্রান্তের সংখ্যা অন্যদিনের তুলনায় কম।আক্রান্তের নিরিখে আজ কলকাতা চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১৩১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯৮ হাজার ৩০৫। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৫৯ হাজার ৫১০ জন। এই একই সময়ে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২ হাজার ২৪ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৩৫। মৃতদের মধ্যে ১১ জন উত্তর ২৪ পরগনার। ৭ জন কলকাতার। হুগলিতে মৃত্যু হয়েছে ৫ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৬৭৯। রাজ্যে সুস্থতার হার ৯৭.৪১ শতাংশ। 

আরও পড়ুন- BJP-র রাজ্য কমিটির বৈঠকে ‘নজরে’ রাজীব-কৈলাস, কোন পথে হাঁটবেন দুই নেতা?

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। এ নিয়ে করোনা ভাইরাস পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯ জন। এদিকে, দেশে সংক্রমণের হার এখন ৭.৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার মাত্র ২.১২ শতাংশ। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৬.৮৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − eight =

আরও কমল আক্রান্তের সংখ্যা, কোভিড গ্রাফে স্বস্তি বাংলায়

আরও কমল আক্রান্তের সংখ্যা, কোভিড গ্রাফে স্বস্তি বাংলায়

কলকাতা: করোনা ভাইরাস বিধি নিষেধ আরও বেশ কয়েকদিন বেড়েছে বাংলায়। কারণ নিয়ম মানার ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে রাজ্য। নামছে বাংলার কোভিড গ্রাফ। আরও বেশি হচ্ছে সুস্থতার সংখ্যা। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬১ জন। তথ্য বলছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এখনও সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে উত্তর ২৪ পরগনা। কারণ সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন সর্বাধিক ১৮৬ জন, এর পরে রয়েছে কলকাতা। একদিনে সংক্রমিত সেখানকার ১৬৩ জন। তৃতীয় স্থানে দার্জিলিং ও পশ্চিম মেদিনীপুর। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১৬৩ জন, এবং ১১৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯৬ হাজার ৭১০। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৫৭ হাজার ৪৮৬ জন। এই একই সময়ে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২ হাজার ০৩৩ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৩২। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৬৪৪। রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ। 

আরও পড়ুন- রাজভবন অনুমোদন দেয়নি, যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাসের মেয়াদ বাড়াল রাজ্য

এদিকে, আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে করোনাভাইরাস নিয়মবিধি বহাল থাকবে কিন্তু ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস, টোটো, বা যানবাহন চলবে। এদের মধ্যে সরকারি এবং বেসরকারি বাস রয়েছে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে মাছের বাজার এবং সবজি বাজার ভোর ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত খোলা থাকবে। অন্যদিকে সেলুন এবং বিউটি পার্লার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা রাখতে পারা যাবে। পাশাপাশি অন্যান্য সব কিছুর দোকান সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে। এদিকে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে জিম খোলা থাকবে সকাল ৬ টা থেকে ১০ টা এবং বিকেল ৪ টে থেকে ৮ টা। এছাড়াও অনুষ্ঠানবাড়িতে ৫০ জন পর্যন্ত অতিথি সমাগমে অনুমতি দিয়েছে রাজ্য। সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে তা হবে ২০ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + thirteen =

কমেছে দৈনিক মৃত্যু, সুস্থ হওয়ার পথে আরও এক ধাপ এগোল বাংলা

কমেছে দৈনিক মৃত্যু, সুস্থ হওয়ার পথে আরও এক ধাপ এগোল বাংলা

কলকাতা: বিধি নিষেধ জারি করার পর রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতিতে যে ব্যাপক পরিবর্তন এসেছে তা বোঝা যাচ্ছে স্পষ্ট। আর এই পরিবর্তন ইতিবাচক পরিবর্তন। কারণ বিগত কয়েকদিনে রাজ্যের সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে, আর বেড়েছে সুস্থতার হার। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৩ জন। তথ্য বলছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এখনও সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে উত্তর ২৪ পরগনা। কারণ সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন সর্বাধিক ২৩৭ জন, এর পরে রয়েছে কলকাতা। একদিনে সংক্রমিত সেখানকার ১৯০ জন। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ১১২। হাওড়াতে ১১৩ জন এবং হুগলিতে একদিনে আক্রান্ত হয়েছেন ১১২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯১ হাজার ২১৯। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৫১ হাজার ৪৩৭ জন। এই একই সময়ে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ১ হাজার ৯৭৫ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৩৫। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৫৫১। রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৩ শতাংশ। 

আরও পড়ুন- ‘ছেলেরা স্বল্প পোশাক পড়লে মেয়েরাও বিচলিত হয়’, শার্টলেট ইমরানের ছবি পোস্ট করে খোঁচা তসলিমার

এদিকে, তৃতীয় ঢেউ অবসম্ভাবী বলছেন বিশেষজ্ঞরা৷ এই ঢেউয়ে আক্রান্ত হতে পারে শিশুরা৷ সেই আশঙ্কার কথা মাথায় রেখেই ১০ সদস্যের নতুন বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে রাজ্য সরকার৷ ১০ সদস্যের এই কমিটিতে রয়েছেন বিসি রায় শিশু হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যোগীরাজ রায়, বিভূতি সাহা, এসএসকেএম হাসপাতালের অভিজিৎ চৌধুরী সহ মোট ছয় জন চিকিৎসক৷ আবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অগ্রাধিকারের ভিত্তিতে ১২ বছরের নিচে যে শিশুরা রয়েছেন তাদের মায়েদের টিকা প্রদান করা হবে। এর পাশাপাশি বিশেষ নজর দেওয়া হবে অন্তঃসত্ত্বাদের ওপর। এদিকে লোকাল ট্রেন পরিষেবা যে এখন চালু হচ্ছে না তা স্পষ্ট করে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 9 =

হঠাৎ ঊর্ধ্বমুখী বাংলার করোনা গ্রাফ, তবে বেড়েছে সুস্থতাও

হঠাৎ ঊর্ধ্বমুখী বাংলার করোনা গ্রাফ, তবে বেড়েছে সুস্থতাও

কলকাতা: এতদিন বেশ খানিকটা নিয়ন্ত্রণে চলে এসেছিল রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতি। কিন্তু আজ হঠাৎ কিছুটা বাড়ল রাজ্যের কোভিড রেখা। তবে আশার কথা এই যে, সুস্থতা কিছুটা বেড়েছে। এমনকি দৈনিক মৃত্যু নিম্নমুখী। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৫ জন। এই একই সময়ে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২ হাজার ০১৭ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৩৮। মৃতদের মধ্যে ৯ জন উত্তর ২৪ পরগনার, ৭ জন কলকাতা, ৬ জন দার্জিলিংয়ের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৪৪৫। তথ্য বলছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এখনও সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে উত্তর ২৪ পরগনা। কারণ সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন সর্বাধিক ২১৬ জন, এর পরে রয়েছে কলকাতা, সেখানে আক্রান্ত ১৭৮ জন। তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৬৯ জন। পূর্ব মেদিনীপুর চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৮৭ হাজার ৩৬৩। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৪৭ হাজার ৫১০ জন। 

আরও পড়ুন- ‘ছেলেরা স্বল্প পোশাক পড়লে মেয়েরাও বিচলিত হয়’, শার্টলেট ইমরানের ছবি পোস্ট করে খোঁচা তসলিমার

এদিকে, তৃতীয় ঢেউ অবসম্ভাবী বলছেন বিশেষজ্ঞরা৷ এই ঢেউয়ে আক্রান্ত হতে পারে শিশুরা৷ সেই আশঙ্কার কথা মাথায় রেখেই ১০ সদস্যের নতুন বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে রাজ্য সরকার৷ ১০ সদস্যের এই কমিটিতে রয়েছেন বিসি রায় শিশু হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যোগীরাজ রায়, বিভূতি সাহা, এসএসকেএম হাসপাতালের অভিজিৎ চৌধুরী সহ মোট ছয় জন চিকিৎসক৷ আবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অগ্রাধিকারের ভিত্তিতে ১২ বছরের নিচে যে শিশুরা রয়েছেন তাদের মায়েদের টিকা প্রদান করা হবে। এর পাশাপাশি বিশেষ নজর দেওয়া হবে অন্তঃসত্ত্বাদের ওপর। ১২ বছরের নিচের শিশুরা দিনের বেশিরভাগ সময় মেয়েদের সঙ্গে থাকেন। সেই কারণে তাদের টিকাকরণে জোর দেবে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − one =

আরও কমল রাজ্যের দৈনিক সংক্রমণ, অল্প বাড়ল সুস্থতাও

আরও কমল রাজ্যের দৈনিক সংক্রমণ, অল্প বাড়ল সুস্থতাও

কলকাতা: গোটা দেশের মতেই পশ্চিমবঙ্গেও করোনা ভাইরাস পরিস্থিতির কালো মেঘ সরে যাচ্ছে আস্তে আস্তে। তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটি রয়েছে ঠিকই কিন্তু তার আগে করোনা দ্বিতীয় ঢেউ থেকে মুক্তি যে মিলছে তা ইঙ্গিত পাচ্ছে রাজ্যবাসী। এখনও পর্যন্ত রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি রয়েছে। তারই ফল পাচ্ছে সকলে। গতকালের থেকে আজ দৈনিক আক্রান্ত আরও কম। এদিক অল্প বেড়েছে সুস্থতার হার। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫২ জন। এই একই সময়ে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২ হাজার ০৩৭ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৪৭। মৃতদের মধ্যে ১৫ জন উত্তর ২৪ পরগনার, ১১ জন কলকাতা, ৭ জন হুগলির। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৪৩৭। তথ্য বলছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এখনও সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে উত্তর ২৪ পরগনা। কারণ সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন সর্বাধিক ২০৭ জন, এর পরে রয়েছে কলকাতা, সেখানে আক্রান্ত ১৭২ জন। তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৭১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩১ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৮৫ হাজার ৪৩৮। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৪৫ হাজার ৪৯৩ জন। 

আরও পড়ুন- অভিষেকের অফিসে অভিজিৎ! এবার তুঙ্গে প্রণব-পুত্রের দল বদলের জল্পনা

এদিকে, তৃতীয় ঢেউ অবসম্ভাবী বলছেন বিশেষজ্ঞরা৷ এই ঢেউয়ে আক্রান্ত হতে পারে শিশুরা৷ সেই আশঙ্কার কথা মাথায় রেখেই ১০ সদস্যের নতুন বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে রাজ্য সরকার৷ ১০ সদস্যের এই কমিটিতে রয়েছেন বিসি রায় শিশু হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যোগীরাজ রায়, বিভূতি সাহা, এসএসকেএম হাসপাতালের অভিজিৎ চৌধুরী সহ মোট ছয় জন চিকিৎসক৷ এই কমিটির মাথায় থাকবেন স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা৷ শিশুদের জন্য রাজ্যের করোনা চিকিৎসার পরিকাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তৃতীয় ঢেউকে মাথায় রেখে স্বাস্থ্য দফতরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শুধুমাত্র শিশুদের জন্য রাজ্যে প্রায় ১০ হাজার কোভিড বেড রাখা হবে৷ সেই উদ্দেশে শুরু হয়েছে কাজ৷ এই কমিটির কাজ হবে তা তত্বাবধান করা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + nine =

৩ হাজারের নিচে নামল রাজ্যের দৈনিক সংক্রমণ, সুস্থতা জাগাচ্ছে আশা

৩ হাজারের নিচে নামল রাজ্যের দৈনিক সংক্রমণ, সুস্থতা জাগাচ্ছে আশা

কলকাতা: আশঙ্কা রয়েছে তৃতীয় ঢেউয়ের, তার আগে করোনা যুদ্ধে একটু একটু করে এগোচ্ছে বাংলা। আক্রান্তের সংখ্যা বিগত দিনের তুলনায় অনেকটাই কম। একইসঙ্গে সুস্থতার হার অত্যন্ত সন্তোষজনক। রাজ্যে এখন একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ কার্যকরী করা হয়েছে। তারই ফল পাচ্ছে রাজ্যবাসী। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৮৮ জন। এই একই সময়ে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২ হাজার ১১২ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৫৮। মৃতদের মধ্যে ১৫ জন উত্তর ২৪ পরগনার, ১১ জন কলকাতার। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ২৪০। তথ্য বলছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এখনও সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে উত্তর ২৪ পরগনা। কারণ সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন সর্বাধিক ৩৮৮ জন,  কলকাতা শহরের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৭-এ।এর পরে রয়েছে পূর্ব মেদিনীপুর, সেখানে আক্রান্ত ২৬৫ জন। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়ে রেখেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩০ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৭৭ হাজার ০৩৭। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৩৭ হাজার ১০৬। 

আরও পড়ুন: ‘কাজ করা লোকেরা ভ্যানিস, পর্ণশ্রী হয়েছে ভেনিস’! জলযন্ত্রণার ছবিতে কটাক্ষ অপরাজিতার

তবে রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলা নিয়ে উদ্বেগ অনেক আগে থেকেই রয়েছে এবং দিন দিন বাড়ছেও। তাই সতর্কতা অবলম্বন করে বারাকপুর লকডাউন জারি করা হয়েছে। ৭ দিন ওই এলাকায় লকডাউন জারির সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। আগামী সোমবার থেকে ৭ দিন সম্পূর্ণ লকডাউন জারি থাকবে ওই এলাকায়। অর্থাৎ ২১ থেকে ২৭ জুন পর্যন্ত জারি থাকবে লকডাউন। এদিকে, ঝাড়গ্রামের বেশ কয়েকটি এলাকায় দিন দিন বাড়ছে সংক্রমণ। সেই এলাকাগুলি চিহ্নিত করে সেগুলিকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সম্প্রতি  ভাইরাস পরিস্থিতিতে বাড়তি সতর্কতা নিয়ে নয়া বিজ্ঞপ্তি ঘোষণা করেছে রাজ্য সরকার। জানান হয়েছে, জেলার সংক্রমণ বাড়লেই হটস্পট চিহ্নিত করে ‘কনটেনমেন্ট’ জোন ঘোষণা করে দেওয়া হবে। একই সঙ্গে যাবতীয় করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য দিতে হবে প্রশাসনকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 15 =

আরও নিম্নগামী বাংলার করোনা গ্রাফ, সুস্থতা ৯৭ শতাংশের বেশি

আরও নিম্নগামী বাংলার করোনা গ্রাফ, সুস্থতা ৯৭ শতাংশের বেশি

কলকাতা: করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও কিছুটা এগিয়ে গেল বাংলা। কয়েক দিন আগে পর্যন্ত যে হারে সংক্রমণ আর মৃত্যু বাড়ছিল তা আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে এসে গিয়েছে। রাজ্যে এখন একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ কার্যকরী করা হয়েছে। তারই ফল পাচ্ছে রাজ্যবাসী।  

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮ জন। এই একই সময়ে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২ হাজার ৩৩ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৬৪। মৃতদের মধ্যে ১৭ জন উত্তর ২৪ পরগনার। তথ্য বলছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এখনও সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে উত্তর ২৪ পরগনা। কারণ সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন সর্বাধিক ৪৩১ জন, এর পরে রয়েছে পূর্ব মেদিনীপুর, সেখানে আক্রান্ত ৪২৬ জন। কলকাতা শহরের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬-এ। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়ে রেখেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ।

অন্যদিকে, বাড়তি সতর্কতা নিয়ে নয়া বিজ্ঞপ্তি ঘোষণা করেছে রাজ্য সরকার। জানান হয়েছে, জেলার সংক্রমণ বাড়লেই হটস্পট চিহ্নিত করে ‘কনটেনমেন্ট’ জোন ঘোষণা করে দেওয়া হবে। একই সঙ্গে যাবতীয় করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য দিতে হবে প্রশাসনকে। বেশ কয়েকটি নতুন বিধি জারি করে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়েছেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।এদিকে, টিকাকরণে জোর বাড়াতে নয়া অ্যাপ এনেছে রাজ্য সরকার৷ এই অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে টিকার স্লট৷ এই অ্যাপটির নাম সিভিআর (CVR)৷ রাজ্যের নাগরিকরা এই অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের স্লট বুক করতে পারবেন৷ পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নাম নথিভুক্ত করা যাবে৷ জানা গিয়েছে, এই অ্যাপে ঢোকার পর একটি নম্বর (৮৩৩৫৯৯৯০০০) আসবে৷ ওই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে৷ তাহলেই মোবাইল স্ক্রিনে সমস্ত তথ্য চলে আসবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 5 =

আপাতত নিয়ন্ত্রণে বাংলার করোনা গ্রাফ, উদ্বেগ বাড়চ্ছে ‘উত্তর’

আপাতত নিয়ন্ত্রণে বাংলার করোনা গ্রাফ, উদ্বেগ বাড়চ্ছে ‘উত্তর’

কলকাতা: দেশের করোনা গ্রাফ কিছুটা হলেও নিম্নমুখী হয়েছে, একইরকমভাবে গ্রাফ নিচে নামছে বাংলার। রাজ্যের সার্বিক পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আসছে বলেই বোঝা যাচ্ছে পরিসংখ্যান দেখে। কারণ রাজ্যের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা আপাতত নিয়ন্ত্রণেই রয়েছে। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। এই একই সময়ে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২ হাজার ১২ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৬৯। মৃতদের মধ্যে ১৭ জন উত্তর ২৪ পরগনার এবং ১৩ জন কলকাতার। তথ্য বলছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এখনও সবথেকে উদ্বেগজনক অবস্থায় রয়েছে উত্তর ২৪ পরগনা। কারণ সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন সর্বাধিক ৪৩৫ জন, এর পরেই রয়েছে কলকাতা। শহরের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭-এ। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুর কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়ে রেখেছে। সব মিলিয়ে রাজ্যের মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা হয়েছে ১৪ লক্ষ ৭১ হাজার ২৩১ জন। এদিকে মোট সুস্থের সংখ্যা ১৪ লক্ষ ৩২ হাজার ৯৬১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৪০ শতাংশ।

আরও পড়ুন: দাপট থাকবে মেঘলা আকাশের, জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি চলবে বাংলায়

অন্যদিকে, টিকাকরণে জোর বাড়াতে নয়া অ্যাপ এনেছে রাজ্য সরকার৷ এই অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে টিকার স্লট৷ এই অ্যাপটির নাম সিভিআর (CVR)৷ রাজ্যের নাগরিকরা এই অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের স্লট বুক করতে পারবেন৷ পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নাম নথিভুক্ত করা যাবে৷ জানা গিয়েছে, এই অ্যাপে ঢোকার পর একটি নম্বর (৮৩৩৫৯৯৯০০০) আসবে৷ ওই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে৷ তাহলেই মোবাইল স্ক্রিনে সমস্ত তথ্য চলে আসবে৷ এদিকে দেশে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ২২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৯৬ লক্ষ ৩৩ হাজার ১০৫। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৫৪২ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৯ হাজার ৫৭৩ জনের।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 1 =

একদিনে বাংলায় ভাইরাস মুক্ত প্রায় ১৬,০০০! স্বস্তির আবহ দেশেও

একদিনে বাংলায় ভাইরাস মুক্ত প্রায় ১৬,০০০! স্বস্তির আবহ দেশেও

কলকাতা: করোনাভাইরাস যুদ্ধে যেন জেতার দিকে অগ্রসর হচ্ছে বাংলা। আক্রান্তের নিরিখে সুস্থতার সংখ্যা কিছুটা কম হলেও বিগত কয়েক দিনের তুলনায় তা অনেকটাই বেড়েছে। জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৫, ৯৩৭ জন। অবশ্যই আতঙ্কের পরিবেশের মাঝে এটি অত্যন্ত স্বস্তির খবর।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন রাজ্যের ১৭,৫০১ জন। তাঁদের মধ্যে ৩,৯৯০ জনই কলকাতার। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৩,৯৬৫ জন। সেখানে আক্রান্ত ৯৯০ জন। দক্ষিণ ২৪ পরগনা রয়েছে চতুর্থ স্থানে। একদিনে আক্রান্ত সেখানে ৯৬২ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৯৮ জনের যাদের মধ্যে ২৩ জনই উত্তর ২৪ পরগনার। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয়ে কলকাতার। একদিনে মৃত্যু হয়েছে সেখানকার ২১ জনের। তবে সুস্থতার হার ৮৫.০৬ শতাংশ। 

এদিকে দেশে  গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন। একই সময় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৭৩২ জন। এই মুহূর্তে দেশের অ্যাকটিভ রোগী মোট ৩৪ লক্ষ ১৩ হাজার ৬৪২। দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪। মৃত্যু হয়েছে মোট ২ লক্ষ ১৮ হাজার ৯৫৯ জনের। মোট ১ কোটি ৬২ লক্ষ ৯ হাজার ৩০০৩জন সুস্থ হয়েছে ভারতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 14 =