‘ছেলেরা স্বল্প পোশাক পড়লে মেয়েরাও বিচলিত হয়’, শার্টলেট ইমরানের ছবি পোস্ট করে খোঁচা তসলিমার

‘ছেলেরা স্বল্প পোশাক পড়লে মেয়েরাও বিচলিত হয়’, শার্টলেট ইমরানের ছবি পোস্ট করে খোঁচা তসলিমার

f38d8935b68f34250e29275c71fb5c99

কলকাতা:  পাকিস্তানে বেড়ে চলা ধর্ষণের ঘটনায় মেয়েদের পোশাককে দায়ী করে চলতি বছরের গোড়ায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি৷ সম্প্রতি ফের একই বুলি আওড়ে ঘরে-বাইরে বিতর্ক জড়িয়েছেন পাক প্রধানমন্ত্রী৷ এবার ইমরান খানকে নিশানা করলেন বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন৷    

আরও পড়ুন- ‘পুরষরা রোবট নয়, মেয়েদের স্বল্প পোশাক দেখে প্রভাবিত হতেই পারে’, ফের বিতর্কে ইমরান

এদিন সোশ্যল মিডিয়ায় ইমরান খানের শার্ট খোলা একটি ছবি পোস্ট করেন তসলিমা৷ সেই সঙ্গে ছোট্ট মেসেজে তাঁর কড়া টিপ্পনি, ‘‘পুরুষরা যদি স্বল্প বসন পরে, তাহলে নারীরাও প্রভাবিত হন৷ যদি তাঁরা রোবট না হয়ে থাকেন তো৷’’ উল্লেখ্য, একই সুরে বেড়ে চলা ধর্ষণের ঘটনায় নারী পোশাককে দায়ী করে ইমরান বলেছিলেন, ‘কোনও মেয়ে যদি স্বল্প পোশাকে ঘুরে বেড়ায়, তাহলে একজন পুরুষের উপর তার প্রভাব পড়বেই৷ যদি না তিনি রোবট হন৷ এটা সাধরণ বোধের বিষয়৷’’ 

নিজের টুইটের সঙ্গে ইমরান খানের কম বয়সের একটি খালি গায়ের ছবি টুইটারে পোস্ট করেছেন তসলিমা৷ এই ছবি ও পোস্টের মাধ্যমে তিনি সমাজের দৃষ্টিভঙ্গীর দিকে আঙুল তুলেছেন৷ সঙ্গে এটাও বুঝিয়ে দিয়েছেন, যৌন চাহিদা এক তরফা হয় না৷ এই পোস্টের মাধ্যমেই ইমরানের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তিনি৷ তাঁর কথাতেই তাঁকে প্যাঁচে ফেলেছেন তসলিমা৷ যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোড় চর্চা৷ 

আরও পড়ুন- বন্ধ ঘরে হাউ হাই করে কাঁদছি, এবার আমায় মুক্তি দাও, আর্জি কাঞ্চনের

পাক প্রধানমন্ত্রীর এই বিতর্কিত সাক্ষাৎকার সরাসরি সম্প্রচার করা হয়েছিল৷ ওই সাক্ষাৎকারে ইমরান খানকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানে ক্রমাগত ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে কী পদক্ষেপ করছে পাক সরকার৷ জবাবে তিনি বলেন, ‘‘কামনা বাসনা সংবরণ করতেই পর্দা প্রথা৷ কিন্তু কামনা সংবরণের ইচ্ছাশক্তি সকলের মধ্যে নেই৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *