নিম্নগামী দেশের কোভিড গ্রাফ, পরিসংখ্যানে আজ বড় স্বস্তি

নিম্নগামী দেশের কোভিড গ্রাফ, পরিসংখ্যানে আজ বড় স্বস্তি

নয়াদিল্লি: দেশের দৈনিক সংক্রমণ এবং সংক্রমণের হার আগের তুলনায় কমলেও এখনও প্রায় লাগামছাড়া দৈনিক মৃত্যু। তবে আজ অনেকটাই কমে এসেছে এই সংখ্যা। তবে দৈনিক সংক্রমণের হার আজ কিছুটা কমেছে তুলনায়। গতকালের পর আজ দৈনিক আক্রান্তের ফের সংখ্যা ৭০ হাজারের নীচে। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি একটু একটু করে হয়তো ভাল জায়গায় ফিরছে কিন্তু কাঁটা সেই মৃত্যুই। ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে, কারণ তার সাব ভ্যারিয়েন্ট অনেক দেশে ছেয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবার চলতি টিকাও তা ঠেকাতে পারবে না বলেই অনুমান।

আরও পড়ুন- সংক্রমণ-মৃত্যু কমে স্বস্তি রাজ্যে, বঙ্গে বেড়েছে সুস্থতা

শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ০৭৭ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৬৫৭ জনের, যা আগের তুলনায় অনেকটাই কম। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে হয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ১৩৭ জন। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে ৬ লক্ষ ৯৭ হাজার ৮০২ জন কোভিড আক্রান্ত রয়েছেন। দেশে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ০৭ হাজার ১৭৭ জনের। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ১৩ লক্ষ ৩১ হাজার ১৫৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৫০ হাজার ৪০৭ জন। পাশাপাশি দেশের পটিজিভিটি রেট নেমে এসেছে ৩.৮৯ শতাংশে। এদিকে এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭১ কোটি ৭৯ লক্ষ ৫১ হাজার ৪৩২ ডোজ, গত ২৪ ঘণ্টায় হয়েছে ৪৮ লক্ষ ১৮ হাজার ৮৬৭ ডোজ।

এদিকে সাধারণ জনতা এখনই বুস্টার ডোজ পাবেন না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। কেন্দ্রের বক্তব্য, করোনা সংক্রমণের হার ক্রমশ কমছে রাজ্যে রাজ্যে। তাই এখনও বিজ্ঞানসম্মত ভাবে পরিষ্কার নয় যে সকলের বুস্টার ডোজ প্রয়োজন। বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিজ্ঞানীরা। তবে যদিও তা কখনও দেওয়া হয় তবে তা ধাপে ধাপেই দেওয়া হবে বলে জানান হয়েছে। এছাড়াও দাবি করা হয়েছে যে, এই মুহূর্তে দেশে প্রথম ডোজ নিয়ে ফেলেছেন ৯৬ শতাংশ মানুষ, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =