Aajbikel

শহরজুড়ে প্রতারণার জাল, জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশি অভিযানে গ্রেফতার ১৬

 | 
জামতারা

কলকাতা:  কলকাতায় একের পর এক প্রতারণার ঘটনায় অভিযুক্ত জামাতারা গ্যাং-এর বিরুদ্ধে বড়সড সাফল্য৷ জামাতারা গ্যাং-এর ১৬ জন সদস্যকে গ্রেফতার করল গোয়েন্দা পুলিশ৷ ধৃতরা সকলেই ঝাড়খণ্ডের জামতাড়া, গিরিডি ও ধানবাদের বাসিন্দা। এরা ব্যাংক লুট, এটিএম জালিয়াতি, প্রতারণার করে টাকা হাতিয়ে নেওয়ার মতো অপরাধের সঙ্গে যুক্ত। কলকাতার আশেপাশে ঘাঁটি গেড়ে চলত তাদের অপারেশন৷  

আরও পড়ুন- কয়লাকাণ্ডে এবার মন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব ED-র


ধৃতদের কাছ থেকে জাল এটিএম কার্ড, মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করেছে পু্লিশ৷ কোন কোন প্রতারণার সঙ্গে তারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে৷ জানা গিয়েছে, পরশুদিন ব্যাঙ্ক কর্মীর পরিচয়ে দক্ষিণ কলকাতার বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধ চণ্ডীদাস মল্লিকের ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে নেয় জামতারা গ্যাং৷ ওই বৃদ্ধ জানান, ব্যাঙ্ক কর্মীর পরিচয় দিয়ে তারা বলেন, অ্যাকাউন্টের তথ্য না দিলে এটিএম কার্ড ব্লক করা হবে৷ এই কথা শুনে তিনি তথ্য দিয়ে দেন৷ এর পরেই অ্যাকাউন্ট থেকে ৫১ হাজার টাকা টুলে নেওয়া হয়৷ 

আরও পড়ুন- নবনিযুক্ত ডিজিকে তলব করল হাইকোর্ট! এই মাসেই হাজিরার নির্দেশ


চণ্ডীদাসবাবু আরও জানান, এর পর টাকা ফেরত দেওয়ার কথা বলে ফের ফোন আসে ও অন্যান্য তথ্য জানতে চাওয়া হয়৷ টাকা ফেরত পাওয়ার আশায় সেই তথ্যও তিনি দিয়ে দেন৷ এর পরে ফের তাঁর অ্যকাউন্ট থেকে ৭০ হাজার টাকা তুলে নেওয়া হয়৷ পুলিশ জানায়, তথ্য জেনে পুরোন কাদাতেই প্রতারণা চালাচ্ছিল এই জামতারা গ্যাং৷ অপারেশন চালিয়ে দু’দিনের মধ্যেই তাদের পর্দা ফাঁস করল গোয়ান্দা বিভাগ৷ 
 

Around The Web

Trending News

You May like