কলকাতা: রাজ্যের নবনিযুক্ত ডিজি আইপিএস মনোজ মালব্যকে তলব করলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। আগামী ২১ সেপ্টেম্বর আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। জানা গিয়েছে, দুটি ভুয়ো অর্থলগ্নি সংস্থার মামলা প্রসঙ্গে তাঁকে তলব করেছে আদালত। এর আগেও এই দুটি মামলায় সংস্থার প্রতিনিধিদের আদালতে হাজির করার জন্য ডিজিকে নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সেই নির্দেশ এখনো বাস্তবায়িত হয়নি। পাশাপাশি, আজ রাজ্যের তরফে কোন সরকারি কৌঁসুলিও উপস্থিত ছিলেন না শুনানিতে। তারপরেই এই নির্দেশ দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
আরও পড়ুন- কর্মজীবন নিয়ে হতাশা, বদলির জের! আত্মঘাতী সরকারি হাসপাতালের চিকিৎসক
গত ৩১ অগাস্ট রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি বীরেন্দ্রর চাকরির মেয়াদ শেষ হয়েছিল। রাজ্যের পরবর্তী ডিজি কে হবেন তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোন নাম না পাঠানোয় অনিশ্চয়তা তৈরি হয়েছিল প্রাথমিক ভাবে। কিন্তু অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই মত নতুন ডিজি হয়েছেন আইপিএস মনোজ মালব্য। এই পদের জন্য ছ’জনের নাম প্রস্তাব আকারে পাঠানো হয়েছিল। তালিকায় নাম ছিল মনোজ মালব্য সহ সুমনবালা সাহু, নীরজ নয়ন পাণ্ডে, অধীর শর্মা, গঙ্গেশ্বর সিং এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক বিবেক সহায়ের। তবে তাঁদের মধ্যে মনোজ মালব্য কার্যনির্বাহী ডিজি হন। এদিকে, রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত মহানির্দেশক হয়েছেন অমিত মালব্য। বর্তমানে তিনি রাজ্য পুলিশের ডিজি (অপারেশনস) পদের দায়িত্বে রয়েছেন। উল্লেখ্য, ১৯৮৬ সালের আইপিএস ব্যাচের মনোজ মালব্য রাজ্যের ডিজি, আইপিজি (অর্গানাইজেশন) ছিলেন।