Aajbikel

কয়লাকাণ্ডে এবার মন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব ED-র

 | 
malay

কলকাতা: কয়লা পাচার কাণ্ডে এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ ১৪ সেপ্টেম্বর তাঁকে দিল্লিতে ইডি-র সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে৷ এমনটাই এএনআই সূত্রে খবর৷  

আরও পড়ুন- নবনিযুক্ত ডিজিকে তলব করল হাইকোর্ট! এই মাসেই হাজিরার নির্দেশ


ইডি আধিকারিকদের দাবি, কয়লাকাণ্ডের তদন্তে নেমে একাধিক সাক্ষীর বয়ানে মন্ত্রী মলয় ঘটকের নাম উঠে এসেছে৷ এর মধ্যে বিকাশ মিশ্রর বয়ানও রয়েছে৷ আসানসোল-দূর্গাপুর ও সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের বয়ানে আর্থিক লেনদেনের কথাও উঠে এসেছে৷ যার ভিত্তিতেই আইনমন্ত্রীকে তলব করা হয়েছে৷ তাঁর কাছ থেকে মূলত জানতে চাওয়া হবে, দিনের পর পর কয়লা মাফিরারা অবৈধ ভাবে কয়লা উত্তোলন ও পাচার করেছে৷ জনপ্রতিনিধি হিসাবে তাঁর কাছে কোনও খবর ছিল কিনা৷ একাধিক সাক্ষী ও ব্যবসায়ীরা যে বয়ান দিয়েছেন সে সম্পর্কেও তাঁর কাছ থেকে জানতে চাওয়া হবে৷ 

আরও পড়ুন- কেঁচো খুড়তে কেউটে! একজন নন, যাদবপুরের অধ্যাপকের লালসার শিকার বহু ছাত্রী

উল্লেখ্য, এর আগে কয়লা পাচার কাণ্ডে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক আইপিএস অফিসারকে দিল্লিতে ইডি’র সদর দফরে তলব করা হয়েছিল৷ এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লির দফতরে হাজির হতে বলা হল৷ আসানসোল, দূর্গাপুর এবং পার্শ্ববর্তী এলাকায় খনি থেকে অবৈধ ভাবে যে কয়লা বার করা হত, সেখানকার জনপ্রতিনিধি হিসাবে তাঁর কী বক্তব্য, তা জানতে চাওয়া হবে৷ তবে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি মলয় ঘটক৷   
 

Around The Web

Trending News

You May like