Aajbikel

গরুপাচার-কাণ্ডে নিজাম প্যালেসে CBI দফতরে দেব, চলছে জিজ্ঞাসাবাদ

 | 
দেব

কলকাতা:  গরুপাচার-কাণ্ডে সিবিআই তলবে সাড়া দিয়ে  নিজাম প্যালেসে পৌঁছলেন সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।  মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তবে মনে করা হয়েছিল, বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সম্ভবত সশরীরে হাজিরা দেবেন না দেব। পরিবর্তে তাঁর আইনজীবীরা সিবিআই অফিসারদের সঙ্গে দেখা করতে যেতে পারেন৷ তবে তেমনটা ঘটল না৷ আজ নির্ধারিত সময়ে সশরীরেই নিজাম প্যালেসে হাজির হলেন অভিনেতা সাংসদ। ইতিমধ্যেই ইডি অফিসাররা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- উধাও গাড়ি, চাকরির নামে প্রতারণা! তারকা বিধায়ক সোহমের অভিযোগে গ্রেফতার আপ্ত সহায়ক

বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পক্ষ থেকে দেবকে একটি নোটিস পাঠানো হয়৷ ওই নোটিসে বলা হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। সেই নোটিস মেনেই এতদিন হাজিরা দেন দেব৷ সূত্রের খবর,  গরু পাচারকাণ্ডের তদন্তকারী অফিসাররা আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখেই এদিন দেবকে জিজ্ঞাসাবাদ করবেন৷  মাস ছয় আগে প্রথম গরু পাচারকাণ্ডের তদন্তে অভিনেতা-সাংসদ দেবের নাম উঠে আসে৷ সাক্ষীদের সেই বয়ানকে সামনে রেখেই এতদিন ধরে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চালাচ্ছিলেন অফিসাররা৷ 


গরু পাচারকাণ্ডের অন্যতম পাণ্ডা এনামূল হকের ডায়েরি থেকেও বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ ওই ডায়েরি জমা দেওয়া হয়েছিল আসানসোল আদালতেও৷ এছাড়াও এনামূলের একধিক কর্মী, যাঁরা টাকার লেনদেন করত তাঁদের বয়ানেও উঠে আসে দেবের নাম৷ সিবিআই সূত্রে খবর, কোনও একজন নয়, একাধিক সাক্ষীর বয়ানে দেবের নাম উঠে এসেছে৷ 

গরুপাচার মামলায় রাজ্য পুলিশের বেশ কয়েক জন কর্তা ও নিচু তলার কিছু ইনস্পেক্টরকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ও ইডি। রাজ্যের এক মন্ত্রী এবং আইনজীবীকেও তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্যে।  গরু পাচারের লভ্যাংশের টাকার ক্ষেত্রে কিছু প্রভাবশালী ব্যক্তির যোগ স্পষ্ট হয়েছে বলে জানতে পেরেছে সিবিআই৷ 

Around The Web

Trending News

You May like