Aajbikel

উধাও গাড়ি, চাকরির নামে প্রতারণা! তারকা বিধায়ক সোহমের অভিযোগে গ্রেফতার আপ্ত সহায়ক

 | 
soham

কলকাতা: খোদ বিধায়কের নাম ভাঙিয়ে প্রতারণা৷ বিধায়কের অভিযোগেই গ্রেফতার হলেন তাঁর আপ্তসহায়ক৷ প্রতারণার অভিযোগে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে গিয়ে 'হেনস্থা'! বিস্ফোরক শুভেন্দু

সজল হুগলির কোন্নগরের বাসিন্দা৷ তাঁর বিরুদ্ধে প্রচতারণার অভিযোগ দায়ের করেন খোদ সোহম৷  তারকা-বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সোমবার চণ্ডীপুরের একটি ভাড়াবাড়ি থেকে সজলকে গ্রেফতার করা হয়৷ আজ মঙ্গলবার তাঁকে তমলুক মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর৷

সোহম জানান, বছর খানেক আগে সজলকে আপ্ত সহায়ক হিসেবে  নিয়োগ করেছিলেন তিনি৷ সেই সময় তাঁকে একটি প্রাইভেট গাড়ি ব্যবহার করার জন্য দিয়েছিলেন৷  কিন্তু অভিযোগ, সেই গাড়ি এখনও ‘উধাও’। সোহম আরও জানান, সজলের কাছে বার বার গাড়িটি ফেরত চাওয়ার পরেও তিনি তা ফেরত দেননি৷ সোহমের সন্দেহ, সম্ভবত  গাড়িটি বিক্রি করে দিয়েছেন সজল৷ এই সন্দেহের ভিত্তিতেই থানায় অভিযোগ করেন বিধায়ক।

শুধু তাই নয়, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করেও চণ্ডীপুর এবং সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ টাকা তোলার অভিযোগ উঠেছে সজলের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, নিজেকে প্রভাবশালী পরিচয় দিতেন সজল৷ চাকরির দেওয়ার নামে বহু মানুষের সঙ্গে প্রতারণা করছেন তিনি। এই ঘটনায় দীর্ঘ দিন ধরেই সজলের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বাঁধছিল। সূত্রের খবর, এই সব অভিযোগ বিধায়কের কানে উঠতেই পদক্ষেপ করেন তিনি৷ 

পুলিশ জানিয়েছে, সোহমের অভিযোগের ভিত্তিতেই  এই মামলার তদন্ত শুরু করা হয়েছে। এই প্রতারণা চক্রে আর কেউ জড়িত ছিল কিনা, তাও তদন্ত করে দেখছে পুলিশ৷ 

Around The Web

Trending News

You May like