কাবুল: আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালিবান দাবি করেছিল যে তারা আগের থেকে একদম বদলে গিয়েছে। যদিও বাস্তবে তার বদলে যাওয়া রূপ দেখা যায়নি বরং কুড়ি বছর আগে তালিবান যা ছিল এখনও তাই রয়েছে, তার প্রমাণ মিলেছে। ক্ষমতা দখলের পর প্রথম সাংবাদিক বৈঠকে তারা দাবি করেছিল মহিলাদের অধিকারের কথা তারা ভাবছে এবং আফগান মহিলারা সরকারেও যুক্ত হতে পারেন আবার নিজেদের মতো কাজ করতে পারেন। যদিও আগেই একাধিক বিধিনিষেধ লাগু করা হয়েছিল তবে তালিবান দাবি করেছিল তারা মহিলাদের সুরক্ষার দিকেই নজর দিয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে সেই সব বক্তব্যের তিন সপ্তাহ হতে না হতেই সুর বদলালো তালিবান। এখন তাদের বক্তব্য যে মহিলাদের শুধু জন্ম দেওয়া কাজ! এমনই জানিয়েছে তালিবানের নয়া মুখপাত্র সৈয়দ জাখরুল্লা হাসিমি।
আরও পড়ুন- পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে? বিস্ফোরক কুণাল
এক আফগান সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় হাসিমি মন্তব্য করে, মন্ত্রিত্ব করা নয়, মহিলাদের আসল কাজ সন্তানের জন্ম দেওয়া। এমন কোন দায়িত্ব তাদের তাদের চাপিয়ে দেওয়া যায় না যেটা তারা বলতে পারবেন না, তাই মহিলাদের মন্ত্রিত্ব করা কাজ নয়। ওই মুখপাত্রের বক্তব্য যে এই কারণেই নতুন আফগান সরকার কোন মহিলাকে মন্ত্রী করেনি। এর পাশাপাশি আরও বিস্ফোরক মন্তব্য করে হাসিমি। সে বলে, গত কুড়ি বছরে আমেরিকার মধ্যে যে আফগান সরকার ছিল এবং তাতে যে মহিলারা কাজে নিযুক্ত ছিল তাদের নিয়ে পতিতাবৃত্তি চালু করেছিল আমেরিকা!
আরও পড়ুন- ভুয়ো ভ্যাকসিনকাণ্ড: দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জেরা করার অনুমতি পেল ED
সম্প্রতি আবার কাবুলের রাস্তায় একাধিক প্রতিবাদ মিছিল দেখা গিয়েছে তালিবান এবং পাকিস্তানের বিরুদ্ধে যাতে অংশ নিয়েছে অধিকাংশ আফগান মহিলা। এই ইস্যুতে মুখ খুলে তালিবান মুখপাত্র জানায় যে, যে সব মহিলারা এই বিক্ষোভে শামিল হয়েছে তারা আফগান সংস্কৃতির প্রতিনিধি নয়। সুতরাং বোঝাই যাচ্ছে, কয়েকদিন আগে যে তালিবান মহিলাদের সুরক্ষা এবং অধিকারের কথা বলছিল এখন তারাই একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে।