ভুয়ো ভ্যাকসিনকাণ্ড: দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জেরা করার অনুমতি পেল ED

ভুয়ো ভ্যাকসিনকাণ্ড: দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জেরা করার অনুমতি পেল ED

কলকাতা:  ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জেরার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য গত বৃহস্পতিবার ইডি-র অফিসাররা ব্যাঙ্কশাল কোর্টে আবেদন জানিয়েছিলেন৷ সেই আবেদন মঞ্জুর করা হল৷

আরও পড়ুন- BJP ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন চন্দনা? ‘দ্বিতীয় বিয়ে’র গুঞ্জনের মাঝেই দলবদলের জল্পনা তুঙ্গে

আপাতত জেল হেফাজতে রয়েছেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মূল পাণ্ডা দেবাঞ্জন দেব৷ তবে এদিন ইডি স্পেশাল কোর্ট জানিয়েছে,  দেবাঞ্জনের জেল হেফাজত হলেই ইডি-আধিকারিকরা জেলে গিয়ে তাঁকে জেরা করতে পারবেন।  পাশাপাশি প্রেসিডেন্সি জেল সুপারকেও নির্দেশ দেওয়া হয়েছে, দেবাঞ্জনকে যে দিনই কলকাতা পুলিশের হেফাজত থেকে জেলে নিয়ে আসা হবে, সেদিনই ইডি অফিসারদের সেই খবর জানাতে হবে৷ এবং অবিলম্বে দেলে গিয়ে ইডি অফিসাররা দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করবেন৷ 

আরও পড়ুন- শান্তিপুরবাসীর সুবিধার্থে ঘরের সামনেই এবার তারাপীঠের তারা মা

সূত্রের খবর, ইতিমধ্যেই একাধিক তথ্য ইডি-র হাতে এসেছে৷ ভুয়ো ভ্যাকসিন প্রতারণা মামলায় ইডি অফিসাররা একাধিক জায়গায় তল্লাশি জালিয়েছেন৷ সেখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে৷ এই ঘটনার সঙ্গে কোনও প্রভাবশালী ব্যক্তির যোগ থাকতে পারে বলেও ইডি-র অনুমান৷ কারণ একাধিক জায়গা থেকে সেই ইঙ্গিতপূর্ণ বয়ান তাঁদের হাতে এসেছে৷ সেই সমস্ত তথ্য ও বয়ান সামনে রেখেই দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি-অফিসাররা৷ এবং মঙ্গলবার আদালতের কাছ থেকে সেই অনুমতিও তাঁরা পেয়ে গেলেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 13 =