শান্তিপুরবাসীর সুবিধার্থে ঘরের সামনেই এবার তারাপীঠের তারা মা

শান্তিপুরবাসীর সুবিধার্থে ঘরের সামনেই এবার তারাপীঠের তারা মা

 

শান্তিপুর: আজ কৌশিকী অমাবস্যা৷ এই কৌশিকী অমাবস্যায় তারা মায়ের আরাধনায় হাজার হাজার ভক্তদের ভিড় হয় বীরভূম জেলার তারাপীঠের মন্দিরে। যদিও করোনার প্রকোপের জেরে ভক্তদের জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায়, এবছর তারাপীঠ মন্দির চত্বরে জমায়েত করতে পারবেন না ভক্তরা। তবুও এই কৌশিকী অমাবস্যাকে ঘিরে তারা মায়ের আরাধনায় পূজা পাঠ চলছে বাংলার বিভিন্ন প্রান্তে।

একইভাবে তারাপীঠের আদলে তৈরি কালী মায়ের মূর্তি পূজিত হতে চলেছে তারাপুর মহাশ্মশানে। তার আগেই শান্তিপুর কুমোরটুলি থেকে তারাপীঠের আদলে তৈরি কালী মায়ের মূর্তি তারাপুর মহাশ্মশানে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হলেন পূজা উদ্যোক্তারা। অনেক শান্তিপুরবাসী এখনও পর্যন্ত তারাপীঠে গিয়ে তারা মায়ের মূর্তি দর্শন করতে পারিনি। কিন্তু শান্তিপুর কুমোরটুলি থেকে তারাপীঠের তারা মায়ের আদলে মূর্তি তৈরি হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা৷ তাঁদের কথায়, ঘরের সামনে তারাপীঠের তারা মাকে দেখতে পাওয়া নিঃসন্দেহে আমাদের বড় সৌভাগ্যের৷

কুমোরটুলির মৃৎশিল্পীরা জানান, এই ধরনের মূর্তি এর আগে কখনও আমরা তৈরি করিনি। যদিও বায় না পাওয়ার পরেই মায়ের মূর্তি তৈরির জন্য উৎসাহ জেগেছে শিল্পীদের মনে। পাশাপাশি খু্বই দক্ষতার সঙ্গে এই তারাপীঠের তারা মায়ের আদলে মূর্তি তৈরি করা হয়েছে। স্বভাবতই, কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে সেখানে মানুষের ভিড় চোখে পড়ার মতো৷ স্বভাবতউ উঠছে, করোনা বিধি এবং সুরক্ষার প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *