BJP ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন চন্দনা? ‘দ্বিতীয় বিয়ে’র গুঞ্জনের মাঝেই দলবদলের জল্পনা তুঙ্গে

BJP ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন চন্দনা? ‘দ্বিতীয় বিয়ে’র গুঞ্জনের মাঝেই দলবদলের জল্পনা তুঙ্গে

 

কলকাতা:  বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির দ্বিতীয় বিয়ে নিয়ে সরগরম রাজনীতি৷ একদিকে দ্বিতীয় বিয়ের খবরকে যখন বিরোধীদের ষড়যন্ত্র বলে দাবি করেছেন চন্দনা, তখন জোড়গলায় বিয়ের কথা কবুল করেছেন তাঁর গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডু৷ দ্বিতীয় বিয়ে নিয়ে টানাপোড়েনের মাঝেই জোড় গুঞ্জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি৷ 

আরও পড়ুন- শান্তিপুরবাসীর সুবিধার্থে ঘরের সামনেই এবার তারাপীঠের তারা মা

বিজেপি প্রার্থী হওয়ার পর থেকেই চর্চার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিলেন শালতোড়ার চন্দনা৷ দরিদ্র পরিবার থেকে উঠে আসা চন্দনাকে নিয়ে আগ্রহের খামতি ছিল না৷ অন্যদিকে টিকিট পেয়েই বিজেপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি৷ তাঁর হয়ে প্রচারে এসেছিলেন বিজেপি’র তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী৷ সেই চন্দনারই এবার তৃণমূল যোগের জল্পনা তুঙ্গে৷ প্রসঙ্গত, তাঁর ‘দ্বিতীয় স্বামী’ কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে৷ তিনি হুমকি দিচ্ছেন বলেও থানায় অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণ৷ সূত্রের খবর, তিনি নাকি ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করে দিয়েছেন৷ আর সেই সূত্র ধরেই চন্দনার তৃণমূলে যোগের জল্পনা তৈরি হয়েছে৷ যদিও এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন শালতোড়ার বিজেপি বিধায়ক৷ 

আরও পড়ুন- ‘চটি চাটা মিডিয়া’, সংবাদ মাধ্যমকে কটাক্ষ শুভেন্দুর

ভোটের আগে বিজেপি’র হয়ে মাটি আঁকড়ে কাজ করেছিলেন চন্দনা৷ দরিদ্র পরিবার থেকে উঠে আসা চন্দনার লড়াইকে কুর্নিশ জানিয়েছিল গোটা রাজ্যের মানুষ৷ বিপুল ভোটে জয়ীও হয়েছিলেন তিনি৷ এক চিলতে ঘর থেকে বিধায়ক হয়ে ওঠার তাঁর লড়াই বহু মানুষকে অনুপ্রাণিত করেছিল৷ কিন্তু বিধায়ক হওয়ার মাস খানেকের মধ্যেই যেন তাল কাটল৷ স্বামী সন্তান ছেড়ে গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে ঘর বাঁধার খবরে নয়া মোড় নিল তাঁর জীবন৷ তিনি দ্বিতীয় বিয়ের কথা অস্বীকার করলেও, ‘স্বামী’ কৃষ্ণ নাছোড়৷ তাঁর কথায়, ‘আমরা এক সঙ্গে পথ চলার শপথ নিয়েছি৷ চন্দনা খুব ভালো মেয়ে৷ ওঁকে ভুল বোঝানো হচ্ছে৷’ এদিকে, স্বামীর পরকীয়ার জল গঙ্গাঘাটি থানায় টেনে নিয়ে গিয়েছেন তাঁর প্রথম স্ত্রী রুম্পা কুণ্ডু৷ তাতেও তার পরোয়া নেই৷ উপরন্তু তাঁর দাবি, দলকে শিক্ষা দিতেই এই কাজ করেছেন তিনি৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 17 =