কলকাতা: করোনা সংক্রমণ রুখতে প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ৷ নবান্নের বৈঠক থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, আগামী ১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই ১৫ দিন সাবধানে থাকতে হবে৷ জীবন ও জীবিকার দিকে তাকিয়ে বিধিনিষেধ জারি করা হয়েছে৷ সংক্রমণ বাড়লে আরও কড়া বিধিনিষেধ জারি হতে পারে৷ সেই সঙ্গে ভুয়ো খবর নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন তিনি৷
আরও পড়ুন- মামলার রায় স্থগিত, গঙ্গাসাগর মেলা নিয়ে জল্পনা বহাল
এদিন মুখ্যমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমকে অনুরোধ করব সন্ত্রাস যাতে না ছড়ায়, সেদিকে নজর রাখবেন৷ একটা খবর তৈরি করতে গিয়ে এমন কিছু করবেন না যাতে সেটা মিথ্যে নিউজ হয়ে যায়৷ তিনি বলেন, ‘‘সম্প্রতি একটি খবর দেখে আমার কোভিড হয়ছে কিনা জানতে বাড়িতে অন্তত ৫০০ ফোন এসেছে৷ হলে তো জানতেই পারবে৷ এটাতো লুকনোর কোনও ব্যাপার নয়৷ সারা পৃথিবী আক্রান্ত৷ সারা দেশ আক্রান্ত৷ আমার আর মুখ্য সচিবের নাকি কোভিড হয়ে গিয়েছে৷ এই ধরনের খবর করা উচিত নয়৷’’ যদিও ওই সংবাদমাধ্যম পরে ভুল স্বীকার করে নিয়েছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷
সেই সঙ্গে তিনি আরও বলেন, অনেকেই দেখছি কথা শুনছেন না৷ মাস্ক পরছেন না৷ কোভিড বিধি সঠিক ভাবে মেনে চলতে হবে৷ মাস্ক পড়ুন, ছেলেরা মাথায় টুপি পড়ুন, সকলে হাতে হ্যান্ড গ্লাভস পরুন৷ আন্তরাজ্য সীমান্তে আরটিপিসিআর বাধ্যতামূলক৷ মোট ৪০৩টি কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে৷ কোভিডের জন্য ২৯৪টি হাসপাতাল চিহ্নিত করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী জানান, গত সাত দিনে ৪৫ হাজার ৪১৭ জন আক্রান্ত হয়েছেন৷ ৩ দিন জ্বর থাকছে৷ ৭ দিন আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র৷