যশ বিধ্বস্ত পাথরপ্রতিমা-গোসাবায় কেন্দ্রীয় প্রতিনিধি দল, বুধে পেশ রিপোর্ট

যশ বিধ্বস্ত পাথরপ্রতিমা-গোসাবায় কেন্দ্রীয় প্রতিনিধি দল, বুধে পেশ রিপোর্ট

কলকাতা: যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গতকালই রাজ্যে এসে পৌঁছেছে ৭ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ দক্ষিণ চব্বিশ পরগণা ও পূর্ব মেদিনীপুরের পরিস্থিতিতে সরেজমিনে খতিয়ে দেখে বুধবার রিপোর্ট দেবেন তাঁরা৷ সোমবার কেন্দ্রীয় প্রতিনিধি দল পৌঁছয় পাথরপ্রতিমায়৷ এই দলে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব৷ 

সোমবার সকালে হাওড়ার ডুমুরজোলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে কপ্টারে চড়ে রওনা দেয় কেন্দ্রীয় প্রতিনিধির একটি দল৷ আকাশ পথে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন তাঁরা৷ দক্ষিণ ২৪ পরগণায় পাথরপ্রতিমা থেকে গোসাবা পৌঁছে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা৷ অপর একটি দল সড়ক পথে পৌঁছয় বাসন্তী-বকখালি৷ সেখান থেকে লঞ্চে করে গোসাবার যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা৷ স্থানীয় আধিকারিকদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টাও করেন তাঁরা৷ আম্পানের চেয়ে যশে ক্ষতির পার্থক্যটা কোথায় তা বোঝার চেষ্টা করছেন৷ 

এর আগে আম্পান পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছিলেন কেন্দ্রের প্রতিনিধি দলের সদস্যরা৷ এদিন ব্লক স্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে গোটা পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন৷ কতটা জল উঠেছিল, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতটা বাঁধ ভেঙেছে, কী ভাবে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে সে সকল বিশদে খোঁজ নেন৷ কৃষি এবং মৎস্য ক্ষেত্রে কী কী ক্ষতি হয়েছে সে বিষয়েও বিস্তারিত ভাবে কথা বলেন স্থানীয় আধিকারিকদের সঙ্গে৷ পুনর্বাসনের কাজ কী ভাবে চলছে তাও জানতে চান৷ সবটা শোনার পর নিজেদের মধ্যেও শলাপরামর্শ করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের আধিকারিকরা৷

পাশাপাশি যশ পরবর্তী পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের একটি বই কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ছবি সহ সমস্ত তথ্য সেখানে মজুত রয়েছে৷ এদিন মধ্যাহ্নভোজের পর কলকাতায় ফিরে আসবে প্রতিনিধি দল৷ বুধবার দিল্লি ফিরে যাওয়ার আগে নবান্নে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকও করবেন তাঁরা৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + nine =