রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা

কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সম্পর্কে সব জল্পনার অবসান ঘটল৷ পরীক্ষার দিনটি পিছিয়ে গেলেও, এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে বলে জানা গেল৷

বুধবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে, এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে। তবে এই পরীক্ষার জন্য ১১ জুলাই তারিখটি নির্ধারিত থাকলেও, তা পিছিয়ে গিয়ে ১৭ জুলাই নেওয়া হবে। এ বছর এই জয়েন্ট এন্ট্রান্সই রাজ্যে অফলাইনে প্রথম পরীক্ষা। এই পরীক্ষা বাড়িতে বসে দিতে হবে না, পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের এতে অংশ নিতে হবে৷ বোর্ড সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার্থীদের বাড়ির কাছেই যেসব শিক্ষাকেন্দ্র রয়েছে, সেগুলিতেই পরীক্ষার সিট পড়বে। বোর্ডের তরফে  সেরকমই ব্যবস্থাপনা করা হবে।

পরীক্ষার জন্য মোট ২৭৪টি কেন্দ্র নির্বাচিত হবে। জয়েন্টের রেজাল্ট ১৪ অগস্টের মধ্যে বেরিয়ে যাবে বলে জানা গিয়েছে। আর ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, শুধু জয়েন্ট এন্ট্রান্সই নয়, এবছর আরও ১১টি পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে প্রেসিডেন্সির ইউজির পরীক্ষা ৭ এবং ৮ অগস্ট ও ১৪ অগস্ট হবে পিজির পরীক্ষা।

এই প্রসঙ্গে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল৷ বোর্ডের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরামর্শ করেই এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই পরীক্ষাটি বাতিল করা কোনওভাবেই সম্ভব নয়। কারণ এটি একটি প্রবেশিকা পরীক্ষা।

এই পরীক্ষার পাশ করে পড়ুয়ারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি জাতীয় কোর্সে ভর্তি হন৷ উল্লেখ্য, করোনার দ্বিতীয় ইনিংসের জেরে এ বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যায়৷ এরপর থেকেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বাতিল হওয়া নিয়ে জল্পনা শুরু হয়৷ স্বাভাবিক ভাবেই এই পরীক্ষাটি নিয়ে অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হয়৷ কিন্তু অবশেষ সব জল্পনার অবসান হল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 7 =