অধিকারী গড়ে অভিষেক, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে পাশে থাকার আশ্বাস

অধিকারী গড়ে অভিষেক, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে পাশে থাকার আশ্বাস

তাজপুর: ঘূর্ণিঝড়ের দাপটে লন্ডভন্ড পূর্ব মেদিনীপুর৷ যশ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পূর্ব মেদিনীপুরে পৌঁছন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সঙ্গে রয়েছেন মৎস্যমন্ত্রী অখিল গিরি৷ এদিন রামনগরে নামে তাঁর কপ্টার৷ সেখান থেকে অভিষেক পৌঁছন তাজপুরে৷ 

আরও পড়ুন- ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? মুকুল জায়ার খোঁজ নিতে এবার ফোন স্বয়ং প্রধানমন্ত্রীর

এদিন তাজপুরের ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন অভিষেক৷ সেখানকার সাইক্লোন সেন্টারেও গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ দুর্গতদের অভাব অভিযোগ শোনেন তিনি৷ অভিষেক আসার আগে থেকেই এখানে সাগরপাড় বাঁধানোর বরাত নেওয়া কন্ট্রাকটারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিল স্থানীয় মানুষ৷ ‘বাঁধ চাই, বাঁচতে চাই’ প্ল্যকার্ড হাতেও এদিন তাঁদের দেখা যায়৷ অভিষেক তাঁদের আশ্বস্ত করেন৷ কী ভাবে ত্রাণ বণ্টন করা হবে সে বিষয়ে গ্রামবাসীদের সবিস্তারে জানান তিনি৷ পাশাপাশি তাঁরা ঠিক মতো খাওয়া দাওয়া করছেন কিনা, সেই খোঁজও নেন৷ গ্রামবাসীরা জানান, যেটুকু খাবার আসছে তাঁরা খাচ্ছেন৷ কিন্তু আগে স্থায়ী সমাধান চাই৷  

প্রসঙ্গত, আজ থেকেই শুরু হয়ে গিয়েছে দুয়ারে ত্রাণ প্রকল্প৷ তৃণমূল সাংসদ বলেন, পঞ্চায়েত স্তরে এবং ব্লক স্তরে ড্রপ বক্স থাকবে৷ সেখানে আবেদন করতে হবে৷ লিখিত ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জমা করতে হবে৷ ১৮ তারিখ পর্যন্ত আগমী ১৫ দিন ক্যাম্প চলবে৷ ফসল, ঘরবাড়ি, পশু থেকে মৎস্যজীবীদের যা যা ক্ষতি হয়েছে সে সম্পর্কে লিখিত ভাবে জানাতে হবে৷ ১৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত আবেদন খতিয়ে দেখা হবে৷ এর পর প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে ১ জুলাই থেকে ৯ জুলাই-এর মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যকাউন্টে ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া হবে৷ তবে তাঁর আগে সকলকে সুস্থ থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি৷ বাচ্চাদের দিকে বিশেষ নজর দেওয়ার কথাও বলেন অভিষেক৷ তাঁর আশ্বাস, প্রশাসনিক স্তরে তো বটেই, দলগত ভাবেও তাঁর মানুষের পাশে আছেন৷ 

এর পর সমুদ্র বাঁধও খতিয়ে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নতুন করে তৈরি করা বাঁধ কী ভাবে ভেঙে গেল, তা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি৷ প্রসঙ্গত, মাত্র ৪ মাস আগেই তৈরি হয়েছিল কংক্রিটের এই গার্ডওয়াল৷ যা যশ ও ভরা কোটালের ধাক্কায় সমুদ্র তটের সঙ্গে মিশে গিয়েছে৷ কী ভাবে এই পরিণতি হল, তা নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা বলেন তিনি৷   নদী বাঁধ তৈরিতে দুর্নীতি হয়ে বলেও উল্লেখ করেন অভিষেক৷ শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ না করেই অভিষেক বলেন, ‘নদীবাঁধ তৈরিতে দুর্নীতি হয়েছে৷ দুর্নীতি করে এখন অন্য় দলে আশ্রয় নিয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =