কলকাতা: উত্তর প্রদেশ মডেল পশ্চিমবাংলায় চলে না, বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি যে রণকৌশল নিয়েছিল তা সম্পূর্ণ ভুল ছিল। হাইভোল্টেজ বৈঠকের স্বীকার করলেন বিজেপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিব প্রকাশ। এদিন বিজেপির হেস্টিংস কার্যালয় দু’দফার সাংগঠনিক বৈঠক করে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানেই কার্যত এই কথা স্বীকার করে নেন কেন্দ্রীয় নেতা।
আরও পড়ুন- সরকারি কর্মীদের জন্য সুখবর, মহার্ঘ ভাতার পর এবার বাড়ছে বেতন
যে সাংগঠনিক বৈঠক ছিল সেখানে সামিল ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে দলের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, কেন্দ্রীয় নেতা শিবা প্রকাশ সহ একাধিক শীর্ষ নেতারা। সেখানেই বাংলার বিধানসভা নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হয়। দু’দফার সাংগঠনিক বৈঠক প্রথমে ছিল ডায়মন্ড হারবার, মথুরাপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা নেতৃত্ব এবং মন্ডল সভাপতিরা, দ্বিতীয় বৈঠক এ ছিল কলকাতা এবং দুই ২৪ পরগনার শহরতলীর নেতৃত্বরা। এই বৈঠকের কার্যত স্বীকার করে নেওয়া হয় যে বাংলার নির্বাচনে বিজেপির রণকৌশল নিয়েছিল তা একদম ভুল ছিল। ইউপি মডেল এখানে চলে না তাই সেই নিয়ে প্রচার করা একদম ঠিক হয়নি। কার্যত জেলা নেতৃত্ব এবং মন্ডল সভাপতিদের ওপরই হারের দায় চাপিয়ে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এখানেই শিব প্রকাশ বলেন, বাংলায় সে উত্তরপ্রদেশ মডেল কাজ করবেনা সেটা কেউ মানতে চায়নি প্রথমে, কিন্তু এখন তার ফলাফল কী হয়েছে সেটা সকলেই বুঝে গেছে। তিনি বলেছেন যে বাংলা জিততে হলে বাংলার উপযোগী কৌশল তৈরি করতে হবে যেটা একুশের নির্বাচনে করা হয়নি।
আরও পড়ুন- ‘যাঁরা বিষ খেয়েছেন, তাঁরা বিজেপির ক্যাডার’, বিস্ফোরক মন্তব্য ব্রাত্যের
বাংলার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি শিবির ২০০ আসনের টার্গেট করেছিল। কিন্তু তিন অঙ্ক তো দূর, ৮০ আসনের গণ্ডি টপকাতে পারেনি তারা। যদিও নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই বিজেপির অন্দরে অস্বস্তি সৃষ্টি হয়েছে। কারণ বাংলায় বিজেপির কৌশল যে প্রথম থেকেই ঠিক ছিল না তা ক্রমশ প্রকাশ্য এসেছে। আর এখন এই বৈঠক এবং কেন্দ্রীয় নেতাদের ভুল স্বীকার করে নেওয়া মোটামুটি সবকিছু পরিষ্কার করে দিচ্ছে।