সরকারি কর্মীদের জন্য সুখবর, মহার্ঘ ভাতার পর এবার বাড়ছে বেতন

সরকারি কর্মীদের জন্য সুখবর, মহার্ঘ ভাতার পর এবার বাড়ছে বেতন

নযাদিল্লি:  এক মাসও পূর্ণ হয়নি বৃদ্ধি পেয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ৷ এরই মধ্যে ফের সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য৷ করোনা অতিমারির জেরে যে সকল কর্মীরা চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স দাবি করতে পারেননি, এবার তাঁরা সেটা দাবি করতে পারবে৷ শুধু তাই নয়, এর জন্য কোনও রকম নথি দেখানো হবে না তাঁদের৷ কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় খুশির হাওয়া কর্মী মহলে৷ 

আরও পড়ুন- ইন্টারভিউয়ের মাধ্যমে রেলে চাকরির সুযোগ

উল্লেখ্য, সন্তানদের শিক্ষার জন্য প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের কর্মীরা নির্দিষ্ট অঙ্কের টাকা পেয়ে থাকেন৷ প্রতি মাসে এডুকেশন অ্যালয়েন্স বাবদ ২,২৫০ টাকা পেয়ে থাকেন তাঁরা৷ কিন্তু করোনা আবহে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে স্কুল কলেজ৷ যার দেরে এতদিন এই অ্যালাউন্সও দাবি করতে পারেননি কেন্দ্রীয় সরকারের কর্মীরা৷ তবে এবার আর চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স পেতে বাধা রইল না৷ ছেলে মেয়ের পড়াশোনা খাতে যে খরচ হয়েছে তা এসএমএস করে বা মেইল করে দাবি করা যাবে৷ সঙ্গে স্কুলের বেতনের রসিদ ও রেজাল্টের ফটোকপি জমা দিতে হবে৷ উল্লেখ্য, গত মাসেই ডিপার্টমেন্ট অফ পার্সোনেল এবং ট্রেইনিং বা ডিওপিটি’র তরফে এই বিষয়ে একটি অফিস অফ মেমোরেন্ডাম জারি করা হয়েছিল৷ 

আরও পড়ুন- ব্যাঙ্কে বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের কর্মীরা দুটি সন্তানের জন্য চিলড্রেন অ্যালাওয়েন্স পেয়ে থাকেন৷ সর্বোচ্চ ৪ হাজার ৫০০ টাকা পাওয়া যেতে পারে৷ যাঁরা এখনও এই টাকা পাননি তাঁরা অবিলম্বে আবেদন করতে পারবেন৷ তবে উল্লেখ্য, সিইএ প্রযোজ্য হবে ২০২০ মার্চ থেকে ২০২১ মার্চ এর জন্য৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 19 =