নিউটাউনে পুলিশের শ্যুট আউট, খতম দুই দুষ্কৃতী

নিউটাউনে পুলিশের শ্যুট আউট, খতম দুই দুষ্কৃতী

কলকাতা:  নিউটাউনে পুলিশের এনকাউন্টার খতম দুই দুষ্কৃতী৷ নিউটাউনের একটি আবাসনের মধ্যে লুকিয়েছিল ওই দুষ্কৃতীরা৷ এসটিএফ সূত্রে খবর পেয়েই ওই আবাসনে পৌঁছয় পুলিশ৷ এর পরেই শুরু হয় গুলির লড়াই৷ পুলিশকে লক্ষ্য করে আবাসনের ভিতর থেকে একের পর এক গুলি ছুড়তে থাকে দুষ্কৃতীরা৷ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হন এক অফিসার৷ পুলিশ ও এসটিএফ-এর পাল্টা গুলিতে মৃত্যু হয় ২ দুষ্কৃতীর৷ গোটা আবাসন চত্বর ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী৷ 

আরও পড়ুন- রাজনৈতিক বিপর্যয় চলছে, নোট বন্দির মতো ‘বুলি বন্ধ’ করা হচ্ছে, কটাক্ষ মমতার

বুধবার দুপুর ৩টে নাগাদ সাপুরজি-পালনজি আবাসনে বি ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান চালায় যৌথ বাহিনী। পুলিশ কর্মীরা আবাসনের ওই ফ্ল্যাট ঘিরে ফেলতেই শুরু হয় গুলির লড়াই৷ জানা গিয়েছে পঞ্জাব থেকে ওই দুষ্কৃতীরা এখানে এসে গা ঢাকা দিয়েছিল৷ তারা বিভিন্ন রকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত৷ এসটিএফ সূত্রে খবর পেয়ে আজ পুলিশ তাদের গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় দুষ্কৃতীরা৷ আহত হন এক পুলিশ অফিসার৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশের পাল্টা গুলিতে প্রাণ হারায় দুই দুষ্কৃতী৷ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার৷ অন্যান্য অফিসাররাও এসে পৌঁছেছেন৷ রয়েছে এসটিএফ-এর অফিসাররাও৷ 

মূলত আগ্নেয়ান্ত্র চোরাচালানে অভিযুক্ত এই দুষ্কৃতীরা। আগ্নেয়াস্ত্র চোরাচালানের ডিল ফাইনাল করতেই তারা এ রাজ্যে এসেছিল বলে সূত্রের খবর। পুলিশের একটি সূত্রের দাবি, বিহার থেকে বীরভূম হয়ে এ রাজ্যে আগ্নেয়ান্ত্র পাচার হচ্ছিল। কয়েক দিন আগে এই চক্রের কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করেই এই দুই দুষ্কৃতীর খবর জানতে পায় পুলিশ। জানা যায়, নিউটাউনের বহুতলেই ঘাঁটি গেড়েছে পাঞ্জাব-হরিয়ানার এই কুখ্যাত দুষ্কৃতীরা। গত দু’দিন ধরে তাদের খোঁজ চলছিল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eleven =