শুভেন্দুর নিরাপত্তা প্রত্যাহার কেন? DG-র কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

শুভেন্দুর নিরাপত্তা প্রত্যাহার কেন? DG-র কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

 

কলকাতা:  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের DG-র কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট৷ রাজ্যের রিপোর্ট তলব করলেন বিচারপতি শিবকান্ত প্রসাদ। রাজ্যে কারা কারা নিরাপত্তা পান, কী কারণে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা দিয়েছিল রাজ্য সরকার এবং কেনই বা তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হল, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে৷ আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- ফের ধাক্কা উচ্চ প্রাথমিকে, কারা মামলা করছে? চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, রাজ্য পুলিশের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী৷ এই মর্মে হাইকোর্টে একটি মামলাও করেন তিনি৷ যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল৷ সাংসদ কাকলী ঘোষ দস্তিদার বলেন, একদিকে পশ্চিমবঙ্গ পুলিশের অক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা৷ অন্যদিকে, রাজ্য পুলিশেরই নিরাপত্তা চাইছেন শুভেন্দু অধিকারী৷ স্বরাষ্ট্র মন্ত্রকের জেড ক্যাটাগরিতে তিনি সন্তুষ্ট নন৷ সেকারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুরক্ষার দাবি করেছেন৷ প্রসঙ্গত, দিন কয়েক আগেই রাজ্যপুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ টুইটেও করেছিলেন তিনি৷ 

আরও পড়ুন- কোষাগারের টাকায় টিকা কিনেছে রাজ্য, সেকথা জানেন? নাম করে দিলীপকে তোপ মমতার

গত ১৮ মে শুভেন্দু অধিকারীর উপর থেকে রাজ্য সরকারের নিরাপত্তা প্রত্যাহার করে নেয়৷ যদিও কেন্দ্রীয় সরকারের জেড ক্যাটাগরির সুরক্ষা পান তিনি৷ কিন্তু রাজ্য সরকার নিরাপত্তা প্রত্যাহার করতেই প্রশ্ন উঠেছে৷ কেন এই নিরাপত্তা সরানো হল? এর জেরে কি তাঁর জীবনের ঝুঁকি বাড়েনি কি? জানতে চান তিনি৷ শুভেন্দু জানান, পাইলট কার, রুট লাইনিং ও সভাস্থলে নজরদারির জন্য রাজ্য পুলিশের সহযোগিতা চাই তাঁর৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =