‘দিদি আবোল-তাবোল বকছেন, বিনাশকালে বুদ্ধি নাশ’, তীব্র আক্রমণ নমোর

‘দিদি আবোল-তাবোল বকছেন, বিনাশকালে বুদ্ধি নাশ’, তীব্র আক্রমণ নমোর

বারাসত:  বঙ্গ দখলের লড়াইয়ে প্রতিটি রাজনৈতিক দলই মাটি কামড়ে লড়াই চালিয়ে যাচ্ছে৷ তবে সবথেকে বেশি ফাইট নিশ্চিত ভাবেই তৃণমূল ও বিজেপি’র মধ্যে৷ একে অপরকে এক চুল জমিও ছাড়তে নারাজ তারা৷ তাই পাল্লা দিয়েই আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে চলেছেন মোদী-মমতা৷ আজ বারাসতের সভা থেকে দিদিকে বাংলায় আক্রমণ শানালেন নমো৷   

আরও পড়ুন- অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোট করাচ্ছে বিজেপি, বিস্ফোরক মমতা

এদিন মোদী বলেন, ‘‘দিদি আবোল-তাবোল বকছেন৷ দিদি আর ওঁনার দলের আজকাল যা অবস্থা, তাতে বলা যায় বিপদ কালে বুদ্ধিনাশ৷’’ তিনি আরও বলেন, বুদ্ধিনাশ হয়েছে বলেই দিদি মোদীর সঙ্গে সঙ্গে বাংলার তফশিলি জাতি, উপজাতি, ওবিসি ভাইবোনদের বিরুদ্ধে একপ্রকার খোলাখুলি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন৷ বাংলার ভোটারদের বদনাম করার অভিযানে নেমে পড়েছেন৷ দিদি আপনাদের সততার উপর আক্রমণ করছেন৷ দিদি বলছেন, আপনারা ৫০০ টাকা নিয়ে সভায় আসছেন৷ সত্যিই কি তাই? টাকা পাওয়ার লোভে এসেছেন কি? আপনাদের কি কেউ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে? প্রশ্ন ছুড়ে দেন নমো৷ তিনি আরও বলেন, এই সব কথা বলে দিদি আপনাদের অপমান করছেন৷ দিদি বাংলার মানুষকে বিকিয়ে যাওয়া বলছেন৷ 

আরও পড়ুন- আমাদের পায়ের নিচেই চাকরি করতে হবে! পুলিশকে বেনজির হুঁশিয়ারি দিলীপের

তাঁর তোপ, দিদির তোলাবাজদের নিয়ে কোনও সমস্যা নেই৷ কিন্তু দিদি বাংলার দলিতদের আজকাল ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন৷ প্রথমে আপনাদের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে বললেন, আপনারা ৫০০ টাকায় বিক্রি হয়ে যান৷ আর এখন দিদির কাছের লোকজন দলিতদের জন্য যে ভাষা প্রয়োগ করছেন তা অত্যন্ত নিন্দনীয়৷ কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যের নাগরিকদের জন্য, দেশের নাগরিকদের জন্য এমন কথা ভাবতেও পারে না, বলতেও পারে না৷ দিদি নিজের দশ বছরের শাসনে গরিবদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হারের হতাশায় নিজের দলের এজেন্টকেই এখন গালি দিচ্ছেন দিদি, খোঁচা নমোর

হারের হতাশায় নিজের দলের এজেন্টকেই এখন গালি দিচ্ছেন দিদি, খোঁচা নমোর

কৃষ্ণনগর:  পুতুলের দেশে মুকুলের হয়ে প্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রচারে ঝড় তুলে বললেন, এবার এমন তুফান আসবে যে তৃণমূল সরকার আর তার গুণ্ডাদের উড়িয়ে নিয়ে যাবে৷ প্রতি মুহূর্তে বিজেপি’র জয়ের প্রতি বিশ্বাস আরও বেড়ে যাচ্ছে৷ আর এই কারণেই দিদির ঘুম উড়ে গিয়েছে, ওঁনার রাগ আকাশ ছুঁয়েছে৷ জনতা জানার্দনের সামনে কারও অহংকার টিকতে পারে না৷ দিদি নির্বাচন কমিশনকে গালি দিচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে গালি দিচ্ছে, ইভিএমকে গালি দিচ্ছে৷ পরিস্থিত এখন এমন পার্যায়ে পৌঁছে যে দিদি এখন নিজের দলের পোলিং এজেন্টদেরও গালি দিতে শুরু করেছেন৷ 

আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি, কমিশনকে বক্তব্যের ব্যাখ্যা মমতার

প্রসঙ্গ, নন্দীগ্রামে বিজেপি’র ভয়ে তৃণমূল এজেন্টের বাড়িতে লুকিয়ে থাকার ঘটনার পর বিভিন্ন সভা থেকে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেই ভয়ে আসতে না চাইলে তাঁরে থাপ্পর মারার কথাও বলেছিলেন তিনি৷ এদিন সেই প্রসঙ্গেই খোঁচা দেন নমোষ তিনি আরও বলেন, দিদির সঙ্গীরা এখন তফশিলিদের গালি দিচ্ছে৷ দিদি এতটাই হতাশ হয়ে গিয়েছে যে বাংলার ভোটারদের বদনাম করছে৷ ভোটে পরাজয় নিশ্চিত দেখে দিদি নিজের পুরনো খেলা শুরু করে দিয়েছে৷ বাংলায় হিংসা ছাড়ানোর চেষ্টা করছে দিদি আর তার তৃণমূল কংগ্রেস৷ তাঁর কথায়, বাংলার মানুষ আপনার কাছে আর সংবেদনশীলতার আশা করে না৷ লোকতন্ত্রের উৎসবেও আপনি মা-বোনেদের চোখের জলের কারণ হয়ে উঠছেন৷ আপনার দুর্নীতি বাংলার এই হাল করেছে৷ কেন্দ্রীয় বাহিনী প্রতিটি রাজ্যে নিরপেক্ষ ভাবে ভোট করায়৷ সমস্যা কেন্দ্রীয় বাহিনীর নয়, আপনার হিসাত্মক রাজনীতির৷ ছাপ্পা ভোট দিতে না পারায় আপনি ক্ষিপ্ত হয়ে উঠেছেন৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বাংলার মানুষকে ছুড়ে ফেলবেন মন্ত্রী? কাউকে যেতে হলে আপনি যাবেন, হুঁশিয়ারি মোদীর

বাংলার মানুষকে ছুড়ে ফেলবেন মন্ত্রী? কাউকে যেতে হলে আপনি যাবেন, হুঁশিয়ারি মোদীর

শিলিগুড়ি:  ভোটের প্রচারে বেরিয়ে প্রকাশ্যে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মন্ত্রী গৌতম দেব৷ সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়৷ আজ রাজ্যে ভোট প্রচারে ওই ভিডিয়োর কথা উল্লেখ করেই তাঁকে বিঁধলেন নমো৷ ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব ঠাকুরনগরের এক আশ্রমিককে হুমকি দিয়েছেন বলে অভিযোগ।

আরও পড়ুন- ছাপ্পা ভোট দিতে পারছে না বলেই দিদি রেগে যাচ্ছেন, খোঁচা মোদীর

এদিন মোদী বলেন, আমি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো দেখলাম। যেখানে দিদির খুব কাছের একজন মানুষ, বাংলার বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী মানুষকে হুমকি দিচ্ছেন৷ উনি বলছেন, যাঁরা বিজেপি’কে ভোট দেবেন, তাঁদের উৎখাত করা হবে৷ মোদী বলেন, আপনারা কি এই ভাষা, এই হুমকি মেনে নেবেন? গণতন্ত্রে এই ধরনের হুমকির কোনও জায়গা আছে কি? প্রধানমন্ত্রী হওয়ার পরেও ভারতের কোনও সন্তানকে কি আমি বলতে পারি আপনাকে বাইরে ছুড়ে ফেলে দেব? একথা বলার অধিকার কি আমার আছে? এখানে গণতন্ত্র আছে, আইন আছে৷ কিন্তু দিদির মন্ত্রী ক্যামেরার সামনে একথা বলছেন৷ সবটাই ক্যামেরায় বন্দি রয়েছে৷ 

মোদী বলেন, এখানে প্রকাশ্যে গুণ্ডাগিরি করা হচ্ছে৷ দিদির ১০ বছর রাজত্বের এটাই আসল সত্যি৷ সুর চড়িয়ে তিনি বলেন, বাংলার মানুষকে দিদি আপনি কী মনে করেছেন? বাংলার মানুষ আজ বিজেপি’কে ভোট দিচ্ছে বলে তৃণমূলের লোক তাঁদের বাইরে ছুঁড়ে ফেলে দেবে? এত সহস? বাংলার মানুষ এখানেই থাকবে৷ যদি কাউকে যেতেই হয়, তাহলে সরকার থেকে আপনাকে যেতে হবে৷ কারণ আপনি বাংলার মানুষের ভাগ্যবিধাতা নন৷ বাংলার মানুষ আপনার সম্পত্তি নয়৷ সে কারণেই বাংলার মানুষ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে৷ তাই এবার আপনাকে যেতে হবে৷ আপনাকে বার করেই বাংলার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ছাপ্পা ভোট দিতে পারছে না বলেই দিদি রেগে যাচ্ছেন, খোঁচা মোদীর

ছাপ্পা ভোট দিতে পারছে না বলেই দিদি রেগে যাচ্ছেন, খোঁচা মোদীর

শিলিগুড়ি:  বঙ্গে ভোটের উত্তাপ বাড়িয়ে শিলিগুড়ির জনসভা থেকে চাঁচাছোলা ভাষায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেন, তৃণমূলের গুণ্ডারা ছাপ্পা ভোট করতে পারছেন না বলেই দিদি রেগে গিয়েছেন৷ গত ১০ বছরে ওঁনার কাজের  হিসেব নিকেশ উনি আপনাদের দেননি৷ ভোটের আগে সেই হিসেব দেওয়া উচিত ছিল ওঁনার৷ কিন্তু তা না করে উনি যেখানে গিয়েছেন শুধু আমাকে গালি দিয়েছেন৷ 

আরও পড়ুন- রিটায়ার্ড লোক ইলেকশন পরিচালনা করছে! বিবেক দুবে, Who Are You: মমতা

মোদী আরও বলেন, প্রতি মুহূর্তের কাজের হিসাবে দেওয়া উচিত ছিল ওঁনার৷ ভাইপোর কীর্তিকলাপের হিসাব দেওয়া উচিত ছিল৷ ওঁনার গুণ্ডাদের কার্মকাণ্ডের হিসাব দেওয়া উচিত ছিল৷ কিন্তু সেই হিসাব উনি দেননি৷ কোনও জবাব দেননি৷ খালি গালি দিয়েছেন৷ প্রতিটি জনসভায় গিয়ে এখন ওঁনার ছাপ্পা ভোট গ্যাংকে ট্রেনিং দিতে শুরু করেছেন৷ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ১০ বছর ক্ষমতায় থাকার পর শেখাচ্ছেন কী ভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে হবে, কী ভাবে তাঁদের মারতে হবে, কীভাবে হামলা করতে হবে৷ দেশের বাহাদূর নিরাপত্তাবাহিনী সন্ত্রাসবাদী, মাওবাদীদেরই ভয় পায় না, তাহলে আপনার পোষা গুণ্ডাদের দেখে, আপনার হুমকি শুনে ভয় পাবি কি? খোঁচা দেন মোদী। তাঁর কথায়, কেউ যদি ভালো কিছু দিতে না পারে, তাহলে খালি বাহানা খোঁজে৷ ১০ বছর আপনারা দিদিকে ক্ষমতায় রেখেছেন৷ কিন্তু দিদি আপনাদের বদলে কিছুই দেননি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CISF-এর গুলিতে মৃত্যু নিয়ে কড়া বার্তা মোদীর, দুষলেন মমতাকে

CISF-এর গুলিতে মৃত্যু নিয়ে কড়া বার্তা মোদীর, দুষলেন মমতাকে

শিলিগুড়ি:  চতুর্থ দফা ভোট ঘিরে তুঙ্গে উত্তেজনার পারদ৷ এরই মধ্যে শিলিগুড়িতে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কোচবিহারে সিআরপিএফ-এর গুলিতে পাঁচজনের মৃত্যু নিয়েও কড়া বার্তা দিলেন তিনি৷ একহাত নিলেন মমতাকে৷ কার্যত এদিনের পরিস্থিতির জন্য তৃণমূল সুপ্রিমোকেই দায়ী করলেন তিনি৷ 

আরও পড়ুন- শাহের ‘নির্দেশে’ গুলি চলেছে! মৃত্যু প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ মমতার

হুঙ্কার দিয়ে মোদী বলেন, তৃণমূল, দিদি আর তাঁর গুণ্ডাদের পরিষ্কার বলতে চাই, তাদের এই স্বেচ্ছাচার বাংলার আর চলতে দেব না৷ নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন কোচবিহারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক৷ সেই সঙ্গে মমতাকে আক্রমণ শানিয়ে মোদী বলেন, এই হিংসা, মানুষকে কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণ করার কৌশল, নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়ার কৌশল, আপনাকে বাঁচাতে পারবে না৷ হিংসা ছড়িয়ে আপনার ১০ বছরের কুকর্ম থেকে বাঁচতে পারবেন না৷ বাংলায় আসল পরিবর্তন আসবে৷ যে ভয়, অত্যাচার, অন্যায়ের নীচে মানুষকে এতদিন দাবিয়ে রেখেছিলেন, সেই মানুষ এখন বলছে আসল পরিবর্তন চাই৷  তিনি বলেন, বাংলার বিজেপি সরকার গছন করলে, সেই সরকারে শুনানি হবে, ন্যায় হবে৷ মানুষ তাঁর অধিকার পাবে৷ প্রটিটি ক্ষেত্রে বিকাশ হবে৷ বাংলার বিজেপি সরকার এমন পরিবেশ তৈরি করবে যেখানে পুলিশ ন্যায়ের সঙ্গে কাজ করবে৷ প্রশাসন মানুষের কাছে জবাব দিহি করতে বাধ্য থাকবে৷ সরকার নিজের দায়িত্ব পালন করবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উচ্চারণে ভুল হয়, ভালোবেসে বাংলা বলার চেষ্টা করি, তাতেও রেগে যাচ্ছেন দিদি, খোঁচা মোদীর

উচ্চারণে ভুল হয়, ভালোবেসে বাংলা বলার চেষ্টা করি, তাতেও রেগে যাচ্ছেন দিদি, খোঁচা মোদীর

হাওড়া: প্রধানমন্ত্রী বাংলা উচ্চারণ নিয়ে বারবার ব্যঙ্গ করেছেন তৃণমূল নেত্রী৷ বক্রোক্তি করেছেন তৃণমূলের বাকি নেতারাও৷ আজ হাওড়া থেকে মোক্ষম জবাব দিলেন নমো৷  

আরও পড়ুন- খেলা হবে, তৃণমূল খেলবে, বিজেপি মাঠের বাইরে থাকবে! হুঙ্কার ‘কেষ্ট’র

তাঁর কথায়, হারের হতাশায় আজকাল আমার উপর গালির বৃষ্টি শুরু করেছেন দিদি৷ বাংলার মানুষ দিদির এই আচরণ দেখে দুঃখিত৷ দেশ-দুনিয়ায় এ নিয়ে চর্চা চলছে৷ বাংলার এ কোনও ছবি দিদি প্রস্তুত করছেন৷ শুধু তাই নয়, আজকাল আমার উচ্চারণ নিয়েও দিদির সমস্যা হতে শুরু করেছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসাবে দেশের সকল সাংসদ, মুখ্যমন্ত্রীদের তাঁদের জন্মদিনে আমি চিঠি পাঠাই৷ আগে ইংরেজিতেই সবাইকে চিঠি পাঠানো হত৷ কিন্তু আমি প্রধানমন্ত্রী হওয়ার পর সকল মুখ্যমন্ত্রীকে তাঁর মাতৃভাষাতেই চিঠি পাঠাই৷ আমি এই পরম্পরা শুরু করেছি৷ কিন্তু তার মানে এটা নয় যে সকল ভাষা সম্পর্কে আমার দক্ষতা রয়েছে৷ তবে প্রতিটি ভাষাকে আমি সম্মান করি৷ আমি যখন দিদিকে বাংলাতে জন্মদিনের শুভেচ্ছা জানাই, তখন উনি আমাকে গুজরাতিতে জবাব দেন৷ আমার সত্যিই খুব ভালো লেগেছিল৷ এটাই ভারতের বিশেষত্ব৷ এত ভাষা আর কোনও দেশে নেই৷ তাই যেখানে যাই সেখানে স্থানীয় ভাষায় দুই একটি কথা বলার চেষ্টা করি৷ শুধু বাংলাই নয়, তামিলনাড়ু, কেরলে গিয়েও সেখানকার ভাষায় দু’একটা কথা বলি৷ উচ্চারণে কিছু ভুল হয় জানি৷ কিন্তু মন থেকে বলার চেষ্টা করি৷ কারণ বাংলার প্রতি আমার ভালোবাসা আছে। 

আরও পড়ুন- ‘যে গরু দুধ দেয়, তার লাথিও খেতে হয়’, মমতার কথা তুলেই খোঁচা মোদী

তিনি আরও বলেন, আমি তো হিন্দি বললেও অনেক ভুল হয়৷ আমার বাংলা উচ্চারণেও অনেক ভুল হয়৷ সেটা আমি জানি৷ তা সত্বেও বাংলা উচ্চারণ করি৷ কারণ আমি বাংলাকে সম্মান করি৷ এটাতে তো দিদির উৎসাহ দেওয়া উচিত৷ কিন্তু উনি আমার এই চেষ্টা দেখেও রেগে যাচ্ছেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘যে গরু দুধ দেয়, তার লাথিও খেতে হয়’, মমতার কথা তুলেই খোঁচা মোদীর

‘যে গরু দুধ দেয়, তার লাথিও খেতে হয়’, মমতার কথা তুলেই খোঁচা মোদীর

হাওড়া:  ভোটের উত্তাপ বাড়িয়ে হাওড়ার জনসভা থেকে ফের আক্রমণের ঝাঁঝ বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কড়া ভাষায় বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ 

আরও পড়ুন-  সেদিন বিজেপির হয়ে গর্জে উঠেছিলেন বুথে, আজ আক্রান্ত তৃণমূলের সুজাতা

তিনি বলেন, দিদি বাংলার মানুষের কথা ভাবেন না৷ উনি শুধু ভোট বোঝেন৷ দিদি আপনাদের উপর টাকা নিয়ে জনসভায় আসার অভিযোগ করছেন৷ আপনারা কি টাকা নিয়ে এখানে এসেছেন? নাকি এর জন্য পরে টাকা পাবেন? দিদি আপনাদের অপমান করেছে৷ শুধু তাই নয়৷ দিদি তো আপনাদের উপর টাকা নিয়ে ভোট দেওয়ার অভিযোগও তুলেছেন৷ পোলিং বুথে গিয়ে পদ্ম চিহ্নে ভোট দিয়ে দিদিকে এর সাজা দেবেন৷ আর এমন সাজা দেবেন যাতে আর কোনও দিন অপমান করার সাহস না পায়৷ 

আরও পড়ুন- ফের তুমুল বিক্ষোভের মুখে সুজাতা, গাড়িতে ঘেরাও, চলল ইট বৃষ্টি

তোপ দেগে নমো আরও বলেন, দিদির মধ্যে এতটাই অহংকার যে, বাংলার ভোটার ভাই-বোনদের নিজের সম্পত্তি ভাবতে শুরু করেছেন৷ দিদি বাংলার মানুষের জন্য একবার বলেছিলেন, ‘‘যে গরু দুধ দেয়, তার লাথিও খেতে হয়৷ দিদি মনে আছে তো?’’ দিদি আর ওঁর গুণ্ডারা বাংলার মানুষকে ত্রস্ত করে তুলেছে৷ সম্পূর্ণ নিংড়ে নিয়েছে৷ দিদির উপর বাংলার মানুষ ভরসা করেছি৷ মোদী বলেন, আপনি বাংলার মানুষের বিশ্বাস ভেঙে দিয়েছেন৷ বাংলার ভাবুক মানুষের মন ভেঙে দিয়েছেন৷ কিন্তু আপনিও মনে রাখবেন পাপের ধন প্রায়শ্চিতে যায়৷ কয়লা ধুলে ময়লা যায় না৷ 
তাঁর কথায়, হারের ভয়ে আমার উপর গালির বৃষ্টি শুরু করেছেন দিদি৷ বাংলার মানুষ দিদির এই আচরণ দেখে দুঃখিত৷ দেশ দুনিয়ায় এ নিয়ে চর্চা চলছে৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নন্দীগ্রামে বুথে বসে যে খেলাটা খেলেছেন, তাতেই স্পষ্ট আপনি হেরে গিয়েছেন, খোঁচা মোদীর

নন্দীগ্রামে বুথে বসে যে খেলাটা খেলেছেন, তাতেই স্পষ্ট আপনি হেরে গিয়েছেন, খোঁচা মোদীর

কোচবিহার:  ভোটের দিনগুলিতে বঙ্গেই থাকবেন তিনি৷ আগেই এ কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই মতোই আজ তৃতীয় দফার ভোটে কোচবিহারে জনসভা করলেন নমো৷ চিরাচরিত ভঙ্গীতেই আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসকে৷ 

আরও পড়ুন-  ‘আমাকে প্রাণে মারার চক্রান্ত করছে বিজেপি’, আক্রান্ত সুজাতা, উত্তপ্ত আরামবাগ

আত্মবিশ্বাসের সুরেই মোদী বলেন, ২ মে’র পর বাংলায় বিজেপি সরকার গঠিত হলেই এখানে বিকাশ হবে৷ প্রথম দুই পর্বের ভোটেই দিদির বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে৷ বিপুল সংখ্যাক মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে বিজেপি’কে ভোট দিয়েছে৷ আজও ভোটের ভালো খবর আসছে৷ বাংলায় বিজেপি’র ঢেউ উঠেছে৷ 

তোপ দেগে তিনি বলেন, আজকাল দিদি হামেশাই একটি প্রশ্ন করছেন, বিজেপি কি ভগবান? কী ভাবে ওরা জানল যে প্রথম দুই পর্বে বিজেপি বিপুল ভোটে জিতবে? মোদী বলেন, দিদি আমরা তো সাধারণ মানুষ৷ কিন্তু ভোটে কে হারছে, কে জিতছে, এটা জানার জন্য ভগবানকে কষ্ট দিতে হয় না৷ জনতা জনার্দনই ভগবানের রূপ৷ তাঁদের দেখেই বোঝা যায় হাওয়া কোন দিকে বইছে৷ এছাড়াও আপনার রাগ, বিরক্ত, আপনার ব্যবহার, আপনার বাণী শুনে একটা বাচ্চাও বলতে পারবে, তৃণমূল হারছে৷ 

আরও পড়ুন- ভোটে অনিয়ম, প্রক্সি ভোটের অভিযোগ! ভোট কর্মীদের সঙ্গে তুমুল বচসা তনুশ্রীর

মোর হুঙ্কার দিদি আপনি ভোটে হেরে গিয়েছেন৷ আপনি ময়দান ছেড়ে দিয়েছেন৷ রোজ আপনাকে বলতে হচ্ছে আপনি নন্দীগ্রামে জিতছেন৷ ভোটের দিন নন্দীগ্রামে আপনি পোলিং বুথে যে খেলাটা খেলেছেন, যে কথা বলেছেন, সেদিনই পুরো দেশ জেনে গিয়েছিল আপনি হেরে গিয়েছেন৷ এর জন্য ভগবানকে প্রশ্ন করতে হয় না৷ তাছাড়া আপনার পার্টি যেদিন ঘোষণা করেছিল দিদি এবার বারাণসী থেকে লোকসভা নির্বাচনে লড়বেন, যে কোনও বোঝদার লোকই বুঝে যাবেন বাংলার তৃণমূলের দিন শেষ৷ রাজনীতি করার জন্য দিদিকে বাংলার বাইরে যেতে হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘দিদি এবার পরাজয় স্বীকার করে নিন’, চরম কটাক্ষ মোদীর

‘দিদি এবার পরাজয় স্বীকার করে নিন’, চরম কটাক্ষ মোদীর

তারকেশ্বর: রাজ্যে ফের প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ হুগলীর তারকেশ্বর থেকে একহাত নিসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বললেন, ভোট আর গণতন্ত্র কোনও খেলা নয়৷ এবার পরাজয় মেনে নিন৷ বাংলার মানুষ আসল পরিবর্তন চাইছে ৷ ফের পরিবর্তনের জন্য প্রস্তুত বাংলা৷ ২ মে কী ফল হবে তার ঝলক আমরা ২ দিন আগে নন্দীগ্রামে দেখেছি৷  আমি নিশ্চিত প্রতি দফা ভোটের সঙ্গে দিদি আরও অস্থির হয়ে উঠবেন৷ সেই সঙ্গে আমার উপর গালিগালাজের পরিমাণও বাড়িয়ে দেবেন৷

আরও পড়ুন- সারদাকাণ্ডে এবার কুণাল ঘোষ ও শতাব্দী রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

খেলার মাঠের উদাহরণ টেনেই এদিন নমো বলেন, ক্রিকেটের ময়দানে যদি কোনও খেলোয়ার বারবার আম্পায়ারের উপর প্রশ্ন তোলেন, তাহলে বুঝতে হবে তাঁর খেলাতেই কোনও গলতি আছে৷ তেমনই নির্বাচনের ময়দানে যদি কেউ ইভিএম-কে দোষারোপ করে, নির্বাচন কমিশনকে গালিগালাজ করে, তাহলে বুঝতে হবে তার খেলাও শেষ৷ কটাক্ষ করে মোদী বলেন, ‘পরাজয় আপনার সামনে দাঁড়িয়ে, এবার সেটা স্বীকার করে নিন৷’’ নমো আরও বলেন, ‘‘দিদি ভোট কোনও খেলা নয়৷ গণতন্ত্র কোনও খেলা নয়৷ গণতন্ত্র হল মানুষের সেবার পথ৷ মানুষের উন্নতির পথ৷ আপনি মানুষের সেবা করতে ভুলে গিয়েছেন৷ সে জন্যই বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন৷ ’’

আরও পড়ুন- খাস কলকাতায় পদযাত্রা করবেন খোদ প্রধানমন্ত্রী! তবে কি মমতার দেখানো পথেই হাঁটছেন নমো?

তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে অপমান করেছেন৷ মোদী বলেন দিদি বলেছেন, বিজেপি’র ব়্যালিতে পয়সা দিয়ে মানুষ আনা হয়৷ বাংলার কোনও মানুষ কি বিক্রি হতে পারে? কেউ তাঁদের কিনতে পারে না৷ বাংলার মানুষের আত্মসম্মান রয়েছে৷ এ কথা বলে আমার নয় বাংলার মানুষকে অপমান করেছেন৷ আপনি আমাকে অপমান করতেই পারেন৷ কিন্তু বাংলার মা-ভাই-বোনেদের অপমান করবেন না৷ কারণ এরাই ১০ বছর আগে আপনাকে ক্ষমতায় এনেছিল৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গোটা বাংলা যা চায় আজ নন্দীগ্রাম সেটাই করছে, মমতাকে খোঁচা আত্মবিশ্বাসী মোদীর

গোটা বাংলা যা চায় আজ নন্দীগ্রাম সেটাই করছে, মমতাকে খোঁচা আত্মবিশ্বাসী মোদীর

সুন্দরবন:  দ্বিতীয় দফা ভোটের মাঝেই বঙ্গে ফের ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুন্দরবনের জনসভা থেকে বিজেপি’র জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর ঝড়ে পড়ল তাঁর গলায়। 

তিনি বলেন, প্রথম দফায় শান্তিপূর্ণ আর রেকর্ড ভোট পড়েছে৷ মানুষ বিজেপিকে ব্যাপক সমর্থন জানিয়েছে৷ কয়েক সপ্তাহ আগেও বাংলার মানুষ বলেছিল বিজেপি এবার ২০০-র বেশি আসন পাবে৷ কিন্তু প্রথম দফাতেই দারুণ ভাবে শুরু করেছে বিজেপি৷ যা দেখে বলাই যায়, বাংলায় ২০০-র অনেক বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি৷ দ্বিতীয় দফাতেও বিপুল সংখ্যক মানুষ ভোট দিচ্ছেন৷ চারিদিকে শুধুই বিজেপি’র ঝড়৷ 

আরও পড়ুন- জয় শ্রীরামের ভয়! ৭০ শতাংশ ভোট পড়ার পর ঘুরতে বেড়িয়েছেন প্রার্থী, খোঁচা শুভেন্দুর

এদিন শোভারানীর মৃত্য নিয়েও তৃণমূলকে বেঁধেন মোদী৷ তিনি বলেন, এত অপরাধের পরেও, হুমকি আর গালাগালি দেওয়া দিদি এখন বলছেন কুল কুল৷ তৃণমূল কুল নয় বাংলার মানুষের জন্য শূল৷ গত কয়েকদিনে দিদির সিদ্ধান্ত বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় ওপিনিয়ন পোল এবং এগজিট পোল হয়ে গিয়েছে৷ দিদির প্রতিটি পদক্ষেপ থেকেই সেটা স্পষ্ট৷ ভবানীপুর ছেড়ে দিদি নন্দীগ্রামে পৌঁছে গিয়েছেন৷ নন্দীগ্রামে গিয়ে বুজেছেন কতটা ভুল করেছেন৷ গোটা বাংলা যে কাজ করবে, আজ নন্দীগ্রাম সেটাই করছে৷ তাঁর কথায়, প্রথম দফা ভোটের পর উনি আরও পাগল হয়ে উঠেছেন৷ অন্য নেতাদের কাছ থেকেও সাহায্য চাইছেন৷ বহিরাগত নেতাদের কাছে সমর্থন চাইছেন৷ তবে আমাকে গালাগালি করছেন করুন, দেশের সংবিধানকে অপমান করবেন না৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ভাইপো উইন্ডোয় সাহায্য আটকে গিয়েছে, ২ মে দিদিকে দরজা দেখাবে বাংলা, তোপ মোদীর

ভাইপো উইন্ডোয় সাহায্য আটকে গিয়েছে, ২ মে দিদিকে দরজা দেখাবে বাংলা, তোপ মোদীর

কাঁথি:  বঙ্গ রাজনীতির আঙিনায় ফের মোদী ঝড়৷ কাঁথির জনসভা থেকে ফের পরিবর্তনের হুঙ্কার দিলেন তিনি৷ দিলেন ভাইপো খোঁচা৷ 

আরও পড়ুন-  ভোটের মুখে দিনহাটায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, কাঠগড়ায় তৃণমূল

এদিন মোদী বলেন, বাংলার যুব সমাজের উপর আগামী ২৫ বছরের বাংলা গঠনের দায়িত্ব৷ রাজ্যে আসল পরিবর্তন প্রয়োজন৷ বাংলার প্রতিটি কোনা থেকে, প্রতিটি ঘর থেকে একটাই ধ্বনি শোনা যাচ্ছে, ২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে৷ তোপ দেগে মোদী আরও বলেন, ‘‘দিদি আজকাল মেদিনীপুরে এসে বাহানা করছে৷ কিন্তু দিদি সেই সকল মা-বোনেদের, ওই পরিবারগুলিকে জবাব দিতে পারেননি, যাঁদের প্রথমে আম্পান ধ্বংস করেছে আর পরে তৃণমূলের তোলাবাজরা লুঠ করেছে৷ কেন্দ্রীয় সরকার যে সাহায্য পাঠিয়েছিল, তা ভাইপো উইন্ডোতে আটকে গিয়েছে৷ আজ বাংলার মানুষ প্রশ্ন করছে, আম্পানের ত্রাণ কে লুঠ করেছে? গরিবের চাল কে লুঠ করেছে? আম্পানে বিপর্যস্ত লোকেরা আজও কেন ভাঙা ছাদের নীচে বাস করতে বাধ্য হচ্ছেন৷ 

আরও পড়ুন- হোলি-দোল উৎসবে রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ কেন্দ্রের

খোঁচা দিয়ে নমো বলেন, প্রয়োজনের সময় দিদির দেখা মেলেনা৷ নির্বাচনের আগে সরকার দুয়ারে দুয়ারে৷ এটাই তাঁর খেলা৷ প্রতিটি বাচ্চাও তাঁর খেলা বুঝে গিয়েছে৷ এর ফল ২ মে বাংলা লোকেরা আপনাকে দেখাবে৷ তৃণমূলের পাপের ঘরা ভর্তি হয়ে গিয়েছে৷ ইভিএমে বাংলার মা বোনেরা আপনার কুশাসনের অপসারণ করতে প্রস্তুত৷ তিনি বলেন, আমাদের মা-বোনেরা তৃণমূলকে সাজা দেওয়ার জন্য বেরিয়ে আসবে৷ আজ এত মানুষের ভিড় হয়েছে যে মাঠ ছোট হয়ে গিয়েছে৷ দিদি আপনি তো কিছু শোনেন না৷ দেখতে পারলে দেখে নিন৷ তৃণমূলের খেলা শেষ হয়ে বিকাশ শুরু হবে৷ বাংলার বিকাশ বিজেপি’র সংকল্প৷ বাংলার উজ্জ্বলস ভবিষ্যতের জন্য মনপ্রাণ দিয়ে আমরা কাজ করব৷ কারণ বাংলা চায়, শিক্ষা, শিল্প, কর্ম সংস্থান, নারী সম্মান, কৃষক সম্মান৷ বাংলা চায় বিজেপি সরকার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *