‘আমাকে প্রাণে মারার চক্রান্ত করছে বিজেপি’, আক্রান্ত সুজাতা, উত্তপ্ত আরামবাগ

‘আমাকে প্রাণে মারার চক্রান্ত করছে বিজেপি’, আক্রান্ত সুজাতা, উত্তপ্ত আরামবাগ

ec042fb12155f2d914736f0553afe335

আরামবাগ: চরম উত্তেজনা ছড়িয়েছে হুগলির আরামবাগে। সেখানে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের নিরাপত্তারক্ষীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেছেন তৃণমূল প্রার্থী সুজাতা। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

তৃতীয় দফার ভোট ঘিরে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত দক্ষিণবঙ্গের তিন জেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উত্তেজনাও। এবার ধুন্ধুমারকাণ্ড হুগলিতে। হুগলি জেলার আরামবাগ বিধানসভা কেন্দ্রের আরান্ডির ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ২৬৩ নম্বর বুথে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের নিরাপত্তারক্ষীর মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সুজাতা মণ্ডল নিজেও আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। তৃণমূল প্রার্থীর অভিযোগ, “সকাল থেকে খবর পাচ্ছিলাম আরান্ডির ২৬৩ নম্বর বুথ এলাকায় যে সংখ্যালঘু ভোটাররা আছেন তাদের ভয় দেখিয়ে ভোট দিতে দেওয়া হচ্ছে না। তারা বহুবার বাড়ি থেকে ভোট দিতে এসেও ভোট না দিয়েই ফিরে গিয়েছেন। আমি সেখানে যাই পরিস্থিতি দেখতে। কিন্তু সেখানে আমাদের মারধর করা হয়। আমার নিরাপত্তারক্ষীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমাকেও প্রচন্ডভাবে মেরেছে। বাঁশ, লাঠি, অধরা ইট দিয়ে এলোপাথারি মেরে মাথা ফুলিয়ে দিয়েছে। আমাকে প্রাণে মারার চক্রান্ত করছে বিজেপি। আমার সামনেই বলছে, এই শালীকে মেরে দে। পশ্চিমবঙ্গের ভোট হয়ে যাবে।”

তৃণমূল প্রার্থী সুজাতার আরও অভিযোগ, “কেন্দ্রীয় বাহিনী বিজেপির ভোট করাচ্ছে। ভোটারদের বুথের বাইরে থেকেই বলে দিচ্ছে পদ্ম ছাপে ভোট দিতে। আমি একা মহিলা আর ওদিকে বিজেপি ও কেন্দ্রীয় বাহিনী। সব চক্রান্ত করছে।” ইতিমধ্যেই, রাস্তায় নেমে এই ঘটনায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ-এর স্ত্রী। এর আগেও তিনি কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *