বোলপুর: তৃতীয় দফার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলছে গোটা রাজ্য জুড়ে। এরইমধ্যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করে সংগঠন আরো মজবুত করার চেষ্টা করেছেন। অন্যদিকে রাজ্য সফরে এসে বিজেপির সংগঠন মজবুত করতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতির অনুব্রত মণ্ডলও কম যান না। জনসভা করে রীতিমতো বিজেপিকে হুঙ্কার দিলেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, খেলা হবে, তৃণমূল কংগ্রেস খেলবে, কিন্তু বিজেপি খেলার মাঠের বাইরে থাকবে! তাঁর বক্তব্য, বিজেপি খেলতে জানে না।
এদিন অনুব্রত বলেন, মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাইরে থেকে এসে লোক অপমান করছে। এর প্রতিশোধ বাংলার মানুষ নেবে। আগামী দিনে ভোট দানের মাধ্যমে সেই প্রতিশোধ নেবে বাংলার মানুষ বলে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল। প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে তিনি মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বেগম বলছেন, কেউ অন্যভাবে কটুক্তি করছেন, যা মনে আসে তাই বলে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ বাংলার মানুষ করবে। এর পাশাপাশি তিনি মন্তব্য করেন, বিজেপি শুধুমাত্র হিন্দু এবং মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে পারে। আর কিছু তারা করতে পারে না। তবে এর জবাব আগামী ২২ এপ্রিল ভোট দানের মাধ্যমে দিয়ে দেবে বাংলার সাধারণ মানুষ।
একইসঙ্গে বিজেপি যে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে তার প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ করে তিনি বলেন, সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে এদিকে গুজরাট, ত্রিপুরাকে সোনার বানাতে পারেনি। সেখানে কেন সোনার রাজ্য করতে পারল না বিজেপি সেই প্রশ্ন দিন ছুড়ে দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।