খাস কলকাতায় পদযাত্রা করবেন খোদ প্রধানমন্ত্রী! তবে কি মমতার দেখানো পথেই হাঁটছেন নমো?

খাস কলকাতায় পদযাত্রা করবেন খোদ প্রধানমন্ত্রী! তবে কি মমতার দেখানো পথেই হাঁটছেন নমো?

cd02a802cdd27a7a54f1a4d6a7b87e35

কলকাতা: একুশের ভোটে নিশ্চিত ভাবেই বিজেপি’র পাখির চোখ বাংলা৷ প্রায় প্রতিদিনই রাজ্যে ভোট প্রচারে পালা করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আসছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তবে শুধু বাংলা নয়, নজরে রয়েছে বাকি চার রাজ্যও৷ আর পাঁচ রাজ্যে নিশ্চিতভাবেই প্রচারে ঝড় তুলেছেন নমো৷ ৩ দিনে ৪ রাজ্যে মোট ১০টি সভা করবেন তিনি৷ তবে বিশেষভাবে তাঁর নদরে রয়েছে কলকাতা৷  

আরও পড়ুন-  মর্মান্তিক! এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় খড়্গপুরে নিহত ৩ রেলকর্মী

ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত ২৩টি সভা করেছেন প্রধানমন্ত্রী৷ মোদীর উপস্থিতি নিশ্চিতভাবেই আলাদা বার্তা বহন করে৷ তাই তিনি নিজেই মানুষের কাছে পৌঁছে যেতে চাইছেন৷ আর সেই উদ্দেশেই ২৩ এপ্রিল কলকাতায় পদযাত্রা করবেন তিনি৷ কলকাতা বন্দর বা চৌরঙ্গি কেন্দ্রে তিনি এভাবেই প্রচার সারবেন৷ এমনকী ভোটের দিনগুলোতে রাজ্যেই থাকবেন নমো৷ উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রায় এক ডজন সভা করবেন তিনি৷ আপাতত তেমনই পরিকল্পনা রয়েছে৷ 

উল্লেখ্য বিষয় হল, সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমরা অনের বেশি পদযাত্রা করতে দেখি৷ কিন্তু সে ভাবে পদযাত্রা করতে দেখা যায় না কেন্দ্রীয় নেতৃত্বকে৷ তাঁরা অধিক জোড় দেন জনসভাতেই৷ তবে কি এবার বাংলার মন পেয়ে মমতার দেখানো পথেই হাঁটতে চাইছেন নরেন্দ্র মোদী? 

পাশাপাশি ৬ এপ্রিল কোচবিহার ও মধ্য হাওড়ায় সভা করবেন প্রধানমন্ত্রী৷ ১১ এপ্রিল কল্যানী ও বর্ধমানে রয়েছে তাঁর জনসভা৷ ১৪ এপ্রিল সম্ভবত বারাসত ও কৃষ্ণনগরে তাঁর সভার আয়োজন করা হবে৷ ১৭ এপ্রিল সভা হওয়ার কথা গঙ্গারামপুরে৷ ২০ এপ্রিল মুর্শিদাবাদ বা জলঙ্গিতে নমো সভা করতে পারেন বলে খবর৷ ২২ এপ্রিল সম্ভাব্য সভা রয়েছে আসানসোল ও মালদায়৷ 

আরও পড়ুন- নজরে মতুয়া ভোট! ফের নাগরিকত্বের টোপ বিজেপি প্রার্থী রাহুল সিনহার, বিঁধল তৃণমূল

তাৎপর্যপূর্ণ ভাবে এর পরের দিনই অর্থাৎ ২৩ এপ্রিল খাস কলকাতার বুকে পদযাত্রা করবেন নরেন্দ্র মোদী৷ সাধারণত কলকাতায় জনসভাই করে থাকেন তিনি৷ কিন্তু এবার কলকাতার জন্য বিশেষ ভাবে পদযাত্রা করতে চলেছেন প্রধানমন্ত্রী৷ যা বঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে নিশ্চিতভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *