মর্মান্তিক! এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় খড়্গপুরে নিহত ৩ রেলকর্মী

মর্মান্তিক! এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় খড়্গপুরে নিহত ৩ রেলকর্মী

04c2888a649a41f0c9946f893438233d

খড়গপুর: লাইন দেখভালের কাজ করছিলেন তিনজন। তখনই হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ গামী বিশেষ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন রেলকর্মীর! মর্মান্তিক এই ঘটনা ঘটে গিয়েছে এদিন সকালে। যে সময় এই ঘটনা ঘটে তখন ওখানে চারজন রেলকর্মী কাজ করছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের বাকি একজন হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রেলের ডুয়া এবং বালিচক স্টেশনের মধ্যে এই ঘটনা ঘটেছে।

রেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, যে সময় দুর্ঘটনা ঘটে তারপরে প্রায় ২৫ মিনিট দাঁড়িয়ে ছিল ওই এক্সপ্রেস ট্রেন। পরবর্তী ক্ষেত্রে সকল আহতদের নিকটবর্তী রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে এইভাবে কর্মরত অবস্থায় কি করে এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা মারলো এই ব্যাপারে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। 

সিগনালে কোন গলদ রয়েছে কিনা তার উপযুক্ত তদন্ত করা হবে এবং ভুল ভ্রান্তি থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ওদের তরফে। যে তিনজন রেলকর্মীর মৃত্যু হয়েছে তাদের নাম বাপি নায়েক, মানিক মন্ডল এবং নৃপেন পাল। এদের মধ্যে মানিকের বাড়ি রাধামোহনপুরে এবং বাকি দুজনের খড়্গপুরে। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেছেন, ‘‘৩ জন গ্যাংম্যানের মৃত্যুর ঘটনা ঘটেছে। খুব দুঃখজনক ঘটনা। তদন্ত হবে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *