দমদম: একুশের ভোটে আর বাকি মাত্র চার দফা৷ জোড় কদমে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার৷ এদিন দমদমের সভা থেকে আরও একবার বিজেপি’কে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একহাত নিলেন নির্বাচন কমিশনকে৷
আরও পড়ুন- আমাদের পায়ের নিচেই চাকরি করতে হবে! পুলিশকে বেনজির হুঁশিয়ারি দিলীপের
এদিন কমিশনকে বাঁকা সুরেই বলেন, দয়া করে শুধু বিজেপি’র নয়, সকলের কথা শুনুন৷ নিরপেক্ষ হলে নিরপেক্ষ আচরণ করুন৷ শীতলকুচির ঘটনা নিয়েও মেজাজ হারান মমতা৷ তিনি বলেন, চারজনকে গুলি করে মারার পর কী বিচার হয়েছে? আর ওই এসপি-কে আমরা নিয়োগ করিনি৷ করেছে বিজেপি৷ ভোট ঘোষণা হওয়ার পর থেকে যত পুলিশ নিয়োগ করা হয়েছে, সবটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে বিজেপি করেছে৷ তাঁর বিস্ফোরক দাবি, এখানে অষোঘিত ৩৫৬ ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করা হচ্ছে৷ মুখে না বললেও ওঁরা কাজে এটাই করছে৷ আমরা ওঁদের চ্যালেঞ্জ করতে প্রস্তুত৷ মোদীকে নিশানা করে মমতা বলেন, ‘‘সাংবিধানিকভাবে আপনি ভুল৷ এবং সাংবিধিনিকভাবে আমার বক্তব্য সম্পূর্ণটাই সত্যি৷’’ তিনি আরও বলেন, ডিজি বদলের আগে একবারও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা হয়নি৷ তার পরেই এডিজিকে বদলি করে দেওয়া হল৷ শুধু তাই নয়, ডিএম এবং এসপি’কেও বদলি করা হয়েছে৷ বদল করে দেওয়া হয়েছে আমার নিরাপত্তারক্ষীদেরও৷ তাঁদের কি আমাকেও খুন করার পরিকল্পনা রয়েছে?
আরও পজ়ুন-শীতলকুচিকাণ্ড গড়াল হাইকোর্ট পর্যন্ত, দায়ের জোড়া জনস্বার্থ মামলা
মমতা বলেন, বিজেপি রাজনৈতিক ভাবে লড়তে পারে না৷ আমি বলেছিলেন নরেন্দ্র মোদীকে এখানে এসে যে কোনও টিভি চ্যানেলে বসতে৷ বলেছিলাম, আসুন দু’জনে দুটো টিভি চ্যানেলে বসব৷ আমি আপনাকে কয়েকটা কথা প্রশ্ন করব৷ আপনি আমারে যা ইচ্ছে জিজ্ঞাসা করবেন৷ কিন্তু উনি তা করেননি৷ প্রসঙ্গত, আজ বারাসতে জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এবং মোদীর জন্যই বারাসতের সভা বাতিল করতে হয়েছে তাঁকে৷ মমতা বলেন, ভারতবর্ষে সব ক্ষমতা উনি একাই ভোগ করবেন? উনি ক্ষমতার অপব্যবহার করছেন৷