সৌমেন্দুর গাড়ি ভাঙচুর, আক্রান্ত চালক! ‘তৃণমূল গুন্ডাদের কাজ’, ক্ষুব্ধ শুভেন্দু ভ্রাতা

সৌমেন্দুর গাড়ি ভাঙচুর, আক্রান্ত চালক! ‘তৃণমূল গুন্ডাদের কাজ’, ক্ষুব্ধ শুভেন্দু ভ্রাতা

কাঁথি: ভোট লুটের অভিযোগ বিজেপির বিরুদ্ধে করে আসছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর ঘাসফুল শিবিরের বিরুদ্ধে ভোটের অভিযোগ তুললেন এবং দাবি করলেন তার জেরেই তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে মারধর করা হয়েছে তাঁর সঙ্গে থাকা আরো একজনকে। সৌমেন্দুর গাড়ির কাচ থেকে শুরু করে বনেট সব ভেঙে তুবড়ে দেওয়া হয়েছে। 

সৌমেন্দু জানাচ্ছেন, এলাকার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাম গোবিন্দ দাসের নেতৃত্বে এই হামলা হয়েছে। এই এলাকার বেশ কয়েকটি বুথে তার গুন্ডাবাহিনী লোক দিয়ে ভোট করাচ্ছিল বলে অভিযোগ তুলেছেন তিনি। তবে তিনি এসে পড়ায় সেই কাজে অসুবিধা হয়েছে এবং তার ফলেই তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করছেন সৌমেন্দু। একই সঙ্গে বিজেপির কয়েকজন কার্যকর্তাকে ব্যাপক মারধর করা হয়েছে এবং তাঁর গাড়ির চালককেও আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সৌমেন্দুর গাড়ির চালক জানাচ্ছেন, ঢিল ছুঁড়ে আক্রমণ করা হয়েছে যার জন্য তার হাতে কেটে গেছে এবং চোখের পাশে গুরুতর ভাবে আঘাত লেগেছে। 

গোটা ঘটনার প্রেক্ষিতে সৌমেন্দু অধিকারীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যতক্ষণ না গ্রেফতার হবে ততক্ষণ তিনি এলাকা থেকে যাবেন না। তিনি দাবি করেছেন ব্লক সভাপতির নেতৃত্বে অন্তত ৫০ জন সমাজবিরোধী এই ঘটনা ঘটিয়েছে। প্রত্যক্ষভাবে তিনি অভিযোগের আঙুল তুলছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 19 =