বারাসত: বঙ্গ দখলের লড়াইয়ে প্রতিটি রাজনৈতিক দলই মাটি কামড়ে লড়াই চালিয়ে যাচ্ছে৷ তবে সবথেকে বেশি ফাইট নিশ্চিত ভাবেই তৃণমূল ও বিজেপি’র মধ্যে৷ একে অপরকে এক চুল জমিও ছাড়তে নারাজ তারা৷ তাই পাল্লা দিয়েই আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে চলেছেন মোদী-মমতা৷ আজ বারাসতের সভা থেকে দিদিকে বাংলায় আক্রমণ শানালেন নমো৷
আরও পড়ুন- অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোট করাচ্ছে বিজেপি, বিস্ফোরক মমতা
এদিন মোদী বলেন, ‘‘দিদি আবোল-তাবোল বকছেন৷ দিদি আর ওঁনার দলের আজকাল যা অবস্থা, তাতে বলা যায় বিপদ কালে বুদ্ধিনাশ৷’’ তিনি আরও বলেন, বুদ্ধিনাশ হয়েছে বলেই দিদি মোদীর সঙ্গে সঙ্গে বাংলার তফশিলি জাতি, উপজাতি, ওবিসি ভাইবোনদের বিরুদ্ধে একপ্রকার খোলাখুলি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন৷ বাংলার ভোটারদের বদনাম করার অভিযানে নেমে পড়েছেন৷ দিদি আপনাদের সততার উপর আক্রমণ করছেন৷ দিদি বলছেন, আপনারা ৫০০ টাকা নিয়ে সভায় আসছেন৷ সত্যিই কি তাই? টাকা পাওয়ার লোভে এসেছেন কি? আপনাদের কি কেউ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে? প্রশ্ন ছুড়ে দেন নমো৷ তিনি আরও বলেন, এই সব কথা বলে দিদি আপনাদের অপমান করছেন৷ দিদি বাংলার মানুষকে বিকিয়ে যাওয়া বলছেন৷
আরও পড়ুন- আমাদের পায়ের নিচেই চাকরি করতে হবে! পুলিশকে বেনজির হুঁশিয়ারি দিলীপের
তাঁর তোপ, দিদির তোলাবাজদের নিয়ে কোনও সমস্যা নেই৷ কিন্তু দিদি বাংলার দলিতদের আজকাল ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন৷ প্রথমে আপনাদের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে বললেন, আপনারা ৫০০ টাকায় বিক্রি হয়ে যান৷ আর এখন দিদির কাছের লোকজন দলিতদের জন্য যে ভাষা প্রয়োগ করছেন তা অত্যন্ত নিন্দনীয়৷ কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যের নাগরিকদের জন্য, দেশের নাগরিকদের জন্য এমন কথা ভাবতেও পারে না, বলতেও পারে না৷ দিদি নিজের দশ বছরের শাসনে গরিবদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন৷