আক্রান্ত তলানিতে! একদিনে সুস্থ ১৩১ জন, বঙ্গে স্বস্তি বহাল

কলকাতা: রাজ্যের কোভিড সংক্রমণ আরও তলানিতে এসে ঠেকেছে। শেষ এক সপ্তাহ ধরে নিম্নমুখী হয়েছে বঙ্গের কোভিড গ্রাফ। ১০০ বা ৫০-র নীচে তো বটেই, এখন ৩০-র নীচেও চলে এসেছে আক্রান্তের সংখ্যা। তাই করোনার গ্রাফ নিয়ে আবার আশার আলো। যদিও সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। সংক্রমণ দুম করে বাড়ার এখন সম্ভাবনা থাকেই। এখন আপাতত রাজ্যের সুস্থতার হার ৯৮ শতাংশের ওপরেই।
আরও পড়ুন: ২৬/১১-এর স্মৃতি ফিরবে! পাকিস্তানি নম্বর থেকে পুলিশের কাছে এল হুমকি
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২১ জন। এদিকে, রাজ্যে একদিনে আজ একজনেরও মৃত্যু হয়নি। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ০২০ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫২৭ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১৩১ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৫ হাজার ৮৫১ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৩ হাজার ৮০৮ টি। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ০.৫৫ শতাংশে। যদিও একটা খবর মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে যে, প্রায় ১০ কোটির ওপর ভ্যাকসিন নষ্ট হয়েছে দেশে। এর বড় কারণ, টিকার প্রতি মানুষের অনীহা।
তবে কোভিডের অন্যান্য উপসর্গ মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠছে। ঠিক যেমন 'কোভিড কাশি' নিয়ে এখন চিন্তা বাড়ছে সাধারণের। সাধারণভাবে দেখতে গেলে সর্দি-কাশির মূল উপসর্গের সঙ্গে কোভিডের উপসর্গের তেমন কোনও তফাৎ নেই। অর্থাৎ এক লহমায় বোঝা মুশকিল যে কোনটা কোভিডের কাশি আর কোনটা সাধারণ সর্দির। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যেও সূক্ষ্ম একটা তফাৎ রয়েছে। জানান হয়েছে, সাধারণ কাশি ৬-৭ দিনের মধ্যেই সেরে যায়। কিন্তু কোভিড কাশি দীর্ঘস্থায়ী।