কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা আজও ১০০০-এর নিচে রয়েছে, তবে গতকালের তুলনায় আজ সংক্রমণ কিছুটা কমেছে। যদিও আপাতত দুই জেলা, উত্তর ২৪ পরগনা এবং কলকাতা ছাড়া অন্যান্য জেলা নিয়ে চিন্তা নেই খুব একটা। তবে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট করে দেওয়া হচ্ছে বারবার। এদিকে আবার সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে।
আরও পড়ুন- খরচ কোটিতে! উপনির্বাচনের ব্যয় নিয়ে আদালতে প্রশ্নের মুখে কমিশন
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭৪৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৪ হাজার ৮৮৩ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ১৩ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৭১৬ জনের। রাজ্যের বর্তমান পজিটিভিটি রেট ১.৭৭ শতাংশ। জানা গিয়েছে এদিন, রাজ্যে ৪২ হাজার ১১৩টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। ১৩ জন মৃতদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। ৩ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। বাকি ২ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়। রাজ্যে এখন মোট অ্যাকটিভ কেস ৭ হাজার ৬৮৯। রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ এবং মৃত্যুর হার ১.২০ শতাংশ।
আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচন নিয়ে কমিশনের হলফনামা নিয়ে ভর্ৎসনা হাইকোর্টের
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৩৮২ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৫৪২ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ১৬২ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৬ লক্ষ ৯৪ হাজার ৮০৩ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ ৪৮ হাজার ২৭৩ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪৬ হাজার ৩৬৮ জন। আরও বড় স্বস্তি ‘আর’ ভ্যালু কমে যাওয়ায়। অগাস্টের শেষ এই ভ্যালু ছিল ১.১৭, এখন তা দাঁড়িয়েছে ০.৯২ তে। যদিও মুম্বই, কলকাতা, চেন্নাই ও বেঙ্গালুরুতে এখনও আর ভ্যালু একের বেশি।