অন্যের হয়ে বি.টেক প্রবেশিকা! নিউটাউন থেকে ধরা পড়ল ভুয়ো পরীক্ষার্থী

অন্যের হয়ে বি.টেক প্রবেশিকা! নিউটাউন থেকে ধরা পড়ল ভুয়ো পরীক্ষার্থী

কলকাতা: ভুয়ো আইএএস, আইপিএস, সিবিআই অফিসার, সিআইডি কর্তার পর এবার সেই তালিকায় জুড়ল ভুয়ো পরীক্ষার্থীর নাম৷ অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ রবিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিউটাউন ক্যাম্পাস থেকে শুভম ঘোষাল নামে এক যুবককে গ্রেফতার করল টোকনোসিটি থানার পুলিশ৷ ওই যুবকের বাড়ি বাঁকুড়ায়৷

আরও পডুন- ‘ঋজুদা’ স্রষ্ঠা সাহিত্যিক বুদ্ধদেব গুহ প্রয়াত, সাহিত্যজগতে নক্ষত্রপতন 

পলিটেকনিক করার পর যাঁরা সরাসরি বিটেকে’র দ্বিতীয় বর্ষে ভর্তি হতে চান রবিবার আলিয়া বিশ্ববিদ্যায়ের নিউটাউন ক্যাম্পাসে তাঁদের প্রবেশিকা পরীক্ষা ছিল৷ পুলিশ সূত্রে খবর, এই প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থী হিসাবে নাম ছিল হুগলির আরামবাগের শীতলপুরের বাসিন্দা মির্জা মোহম্মদ মেহবুরের৷ কিন্তু পরীক্ষাল হলে নথি যাচাইয়ের সময় সন্দেহ হয় পরীক্ষকদের৷ এর পরেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন শিক্ষকরা৷ চাপে পড়ে বেড়িয়ে আসে আসল তথ্য৷ স্বীকার করে নেন, মির্জা মোহম্মদের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন শুভম৷ অ্যাডমিট কার্ডে মির্জার ছবির বদলে তাঁর ছবি বসিয়ে তৈরি করা হয়েছিল নকল অ্যাডমিট কার্ড৷ অপরাধ স্বীকার করে শুভম জানান, আসল পরীক্ষার্থীর কাছ থেকে টাকার বিনিময়ে প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন তিনি৷  

আরও পড়ুন- করোনা আবহে টিউশন ফি মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয়

রবিবারই শুভমকে বারাসত আদালতে তোলা হয়৷ তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক৷  তবে এমন নাজানি আরও কত ভুয়ো পরীক্ষার্থী রয়েছে, তা ভেবে চোখ কপালে উঠেছে পুলিশ কর্তাদের৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *