তমলুক: মহাত্মা গান্ধীর জন্মদিনেও উঠে এলে বানভাসি প্রসঙ্গ৷ বন্যা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পটাশপুরে বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন বিরোধী দলনেতা৷
আরও পড়ুন- ট্রেন চলছে, স্টপেজ নেই, প্রতিবাদে স্টেশন মাস্টারকে ঘেরাও আন্দোলনে গ্রামবাসীরা
নন্দীগ্রামের বিধায়ক বলেন, “ভবানীপুরে ভোটের জন্য, নিজের মুখ্যমন্ত্রী চেয়ার বাঁচানোর জন্য ৫০ লক্ষ মানুষকে ফাঁসিয়েছেন৷ এত বড় অপরাধ করেছেন, ঈশ্বর কোনওদিন মাফ করবেন না।’’ ফের জোরাল কন্ঠে শুভেন্দু দাবি করেছেন, ‘‘ডিভিভির ছাড়া জলে কোনও বন্যা হয়নি। সমস্ত জায়গায় ক্যামেরা পাঠিয়ে দেখুন, দুর্বল বাঁধগুলো ভেঙে বন্যা হয়েছে। এরজন্য দায়ী মুখ্যমন্ত্রী এবং তার সরকার। এই মৌসুমে যে বাঁধগুলি কাজ হয় সেই কাজগুলো মুখ্যমন্ত্রী করতে দেয়নি। কারণ মুখ্যমন্ত্রীকে লক্ষীভাণ্ডারের জন্য ১৮ থেকে ২০ হাজার কোটি টাকা মাসে খরচ করতে হবে। রাস্তা ও বাঁধগুলো সেকারণেই বেহাল হয়ে রয়েছে৷’’
তিনি আরও কটাক্ষ করে বলেন, “এই মুখ্যমন্ত্রী ভাতা দেওয়ার জন্য ব্যস্ত। শুধু পাঁশকুড়া নয়, ১৫ দিন ধরে ভগবানপুর ও পটাশপুরে মানুষ জলের তলায়। এই সরকার ভোট ব্যাঙ্কের রাজনীতি করে৷” বিগত দিনে হলদিয়া উন্নয়ন পর্ষদের টাকায় মেচেদা খাল, মির্জাপুর খাল সহ একাধিক খাল খনন করেছি৷