ট্রেন চলছে, স্টপেজ নেই, প্রতিবাদে স্টেশন মাস্টারকে ঘেরাও আন্দোলনে গ্রামবাসীরা

ট্রেন চলছে, স্টপেজ নেই, প্রতিবাদে স্টেশন মাস্টারকে ঘেরাও আন্দোলনে গ্রামবাসীরা

হরিশ্চন্দ্রপুর: করোনা পরিস্থিতির সময় থেকেই বিগত দেড় বছর ধরে কুমেদপুর স্টেশন থেকে সমস্ত ট্রেন তুলে নেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেও এরপর আর কোনও ট্রেনের স্টপেজ দেওয়া হয়নি কুমেদপুর স্টেশনে। এই নিয়ে এলাকার বাসিন্দারা বারে বারে রেল কর্তৃপক্ষকে ট্রেনের স্টপেজ দেওয়ার ব্যাপারে দাবি জানিয়ে আসছিল। বেশ কয়েকবার ডেপুটেশন দেওয়া হয় এলাকার সদলিচক অঞ্চল উন্নয়ন বিকাশ কমিটির তরফ থেকে। কিন্তু কোনওরকম আশ্বাস না পেয়ে অবশেষে এলাকার বাসিন্দারা শুক্রবার থেকে কুমেদপুর স্টেশন ম্যানেজারের ঘরের সামনে ধর্নায় বসলেন। বিগত দিনের এক্সপ্রেস ট্রেনের স্টপেজ না মেলা পর্যন্ত এই ধরণা কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। যদিও এব্যাপারে কোনওরকম মন্তব্য করতে নারাজ কুমেদপুর স্টেশন ম্যানেজার।

আরও পড়ুন- হাইভোল্টেজ ভবানীপুরে বিজয় মিছিলে ‘না’ কমিশনের

আন্দোলনের নেতৃত্বে থাকা সদলিচক অঞ্চল উন্নয়ন বিকাশ কমিটির সম্পাদক রফিকুল আলম জানান, হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক এলাকার বিস্তীর্ণ গ্রামের মানুষ এই রেল স্টেশন এর উপর যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করে। এলাকার মানুষদের চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে মালদা কাঠিয়ার শিলিগুড়ি যেতে একমাত্র ভরসা কুমেদপুর রেলওয়ে জংশন। কিন্তু করোনা পরিস্থিতির পর প্রায় দু বছর অতিক্রম হতে চলেছে এখনও পর্যন্ত আমরা আগের থেকে এক্সপ্রেস ও মেইল ট্রেনগুলি স্টপেজ পেলাম না। তাই ট্রেনের দাবিতে আজ আমরা অনির্দিষ্টকালের জন্য ধরনা আন্দোলন শুরু করলাম। আমাদের দাবি না পূরণ হলে এই আন্দোলন চলবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রেল আধিকারিক জানান, স্টেশনে রেল স্টপেজ এর ব্যাপারে ইতিমধ্যেই উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷ আশা করছি খুব তাড়াতাড়ি এক্সপ্রেস ট্রেন স্টপেজ পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *