ক্ষুব্ধ মমতার অভিযোগ পেয়ে আশ্বাস দিলেন রাজ্যপাল, টুইট করলেন নিজেই

ক্ষুব্ধ মমতার অভিযোগ পেয়ে আশ্বাস দিলেন রাজ্যপাল, টুইট করলেন নিজেই

কলকাতা: নন্দীগ্রামে ভোট পরিদর্শনে বেরিয়ে ছাপ্পা ভোটের গুরুতর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিজেপির দিকে বলেছেন যে বহিরাগত গুন্ডা এনে এখানে ভোটারদের ভয় দেখানো হচ্ছে এবং এটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে। কেন্দ্রীয় বাহিনী বহিরাগতদের আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন মমতা। সেই প্রেক্ষিতে সরাসরি রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করে অভিযোগ জানান তিনি। সেই প্রেক্ষিতে তাঁকে পাল্টা আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। 

এদিন টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্যার কথা তাঁকে ফোন করে বলেছেন সে ব্যাপারে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে খবর পৌঁছে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের তরফে আইন-শৃঙ্খলা রক্ষার সম্পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে। রাজ্যপাল আরও জানিয়েছেন, তিনি সম্পূর্ণ আশাবাদী যে সকলে সঠিক চেতনা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করবেন যাতে গণতন্ত্র সমৃদ্ধ হয়। 

 

বুথ পরিদর্শন করতে করতে বিস্ফোরক অভিযোগ করেন নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী। মমতার বক্তব্য, ৮০ শতাংশ ছাপ্পা ভোট হয়েছে! এদিকে, নন্দীগ্রামে হিন্দিভাষী রয়েছে এবং বহিরাগতরা ভোট করাতে দিচ্ছে না! এই প্রেক্ষিতে মমতা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে অভিযোগ জানিয়েছেন, বারবার বলা সত্বেও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নেয়নি, তাই এবার তিনি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। একইসঙ্গে, রাজ্যপাল জগদীপ ধনকড়কে অভিযোগ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করে তিনি অভিযোগ জানিয়েছিলেন। উল্লেখ্য, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে মমতা মন্তব্য করেছিলেন, বহিরাগতদের আশ্রয় দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী! বারবার বলা সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং একাধিকবার নির্বাচন কমিশনকে বলার পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ইতিমধ্যেই তিনি ৬৩ টি অভিযোগ পেয়েছেন। এই প্রেক্ষিতে তাঁর বিস্ফোরক অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে এমনটা করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eleven =