কলকাতা: আজ বিসর্জন৷ আকাশে-বাতাসে বিষাদের সুর। ছেলেমেয়েদের নিয়ে কৈলাস ফিরছেন মা৷ এদিনও আকাশের মুখ ভার৷ দশমীর সকালে বৃষ্টি নামল কলকাতার নানা প্রান্ত। বৃষ্টি হল হাওড়া ও হুগলির বেশ কিছু অংশেও৷ দিন ভর বিক্ষিপ্তি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন- পুজোর আনন্দে ভাসছে গোটা বাংলা, ধর্না মঞ্চে লড়াই চলছে চাকরিপ্রার্থীদের
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দশমী কাটতেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে। দশমীর সকাল থেকেই আকাশ পরিষ্কার। তবে একই মাঝে কালো মেঘের আনাগোনা।
ষষ্ঠী থেকে কলকাতার নানা প্রান্তে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়েই ছাতা মাথায় আনন্দের জোয়ারে ভেসেছে উৎসব মুখর মানুষ।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দশমীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>