দৈনিক সংক্রমণ কমলেও বঙ্গে কোভিড চিন্তা যাচ্ছে না, দোসর ডেঙ্গি

দৈনিক সংক্রমণ কমলেও বঙ্গে কোভিড চিন্তা যাচ্ছে না, দোসর ডেঙ্গি

কলকাতা: সংক্রমণ ওঠা-নামা করতে করতে ৩০০ ছাড়িয়ে চলে গিয়েছিল। মহালয়ার পর থেকে বঙ্গের সংক্রমণ খুব একটা স্বস্তি দেয়নি। মাঝে কমে আজ আবার অস্বস্তি বাড়ছিল। তবে গতকালের তুলনায় আজ আক্রান্তের সংখ্যা কমেছে। কিন্তু সংক্রমণ যে আরও বাড়তে পারে তার একটা আশঙ্কা আছে, কারণ পুজোর কেনাকাটা যেমন চলছে তেমনই মণ্ডপ ভ্রমণ ইতিমধ্যেই শুরু হয়েছে। আর পুজোর ৪টে দিন যে ভিড় আরও বাড়বে তা বলাই বাহুল্য। করোনার পাশাপাশি বঙ্গে ডেঙ্গিও ব্যাপক প্রভাব বাড়িয়েছে শেষ ক’দিনে। যা অন্য চিন্তার বিষয়।

আরও পড়ুন- ‘এমন দুর্নীতি দেশে হয়নি’, লালু, সুখরামকেও ছাপিয়ে গিয়েছে, পার্থ-কাণ্ড বিস্ফোরক সৌগত

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২৮৪ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ২ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৪ হাজার ২৫৯ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫০৫ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ২৫৯ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৮৯ হাজার ৫৬১ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৭ হাজার ০১৮ টি। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ৪.০৫ শতাংশে। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৮৩ শতাংশ।

এদিকে স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে মশা বাহিত রোগে। মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫৭ জন। এই প্রেক্ষিতেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জেলার বাইরে যাওয়া নিয়ে নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশ, তারা কেউ যদি বাইরে যেতে চান এই সময়ে তাহলে উর্দ্ধতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিতে হবে। সেই অনুমতি ছাড়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা কর্মসূত্রে থাকা শহর ছাড়তে পারবেন না। ব্লক-মহকুমা হাসপাতাল, মেডিক্যাল কলেজের চিকিৎসক, অ্যাডিশনাল সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারদের শহরেই থাকতে হবে বলে স্পষ্টভাবে জানান হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 2 =