‘এমন দুর্নীতি দেশে হয়নি’, লালু, সুখরামকেও ছাপিয়ে গিয়েছে, পার্থ-কাণ্ড বিস্ফোরক সৌগত

‘এমন দুর্নীতি দেশে হয়নি’, লালু, সুখরামকেও ছাপিয়ে গিয়েছে, পার্থ-কাণ্ড বিস্ফোরক সৌগত

কলকাতা:  এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কার্যত টাকার পাহাড় উদ্ধার করে ইডি। এমন দুর্নীতি এর আগে দেশে দেখা যায়নি৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড এ নিয়ে বারবার তোপ দেগেছে বিরোধীরা। কিন্তু, দলকে বিড়ম্বনায় ফেলে এবার একই সুর শোনা গেল তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের মুখে। একটি প্রথমসারির টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ রাজ্যে নগদ টাকা উদ্ধারের ঘটনাকে লালুপ্রসাদ যাদব বা সুখরাম শর্মার সঙ্গেও তুলনা করেন সৌগত।

আরও পড়ুন- আদালতে ববিতা মামলার ছায়া!‘পুজোর আগেই চাকরি দিন’, SSC-র উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়

যদিও এর আগেও তাঁর নানা মন্তব্যে অস্বস্তিতে পড়েছে দল। আরও একবার তেমনই পরিস্থিতি তৈরি করলেন তিনি৷ বৃহস্পতিবার সৌগত রায় বলেন, ‘‘সারা ভারতে এহেন দুর্নীতি কমই হয়েছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ অনেক দিন জেল খেটেছেন। কিন্তু লালুর কাছ থেকেও এত টাকা উদ্ধার হয়নি। এর আগে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুখরাম। তাঁর কাছ থেকেও বড়জোর দু-তিন-চার কোটি উদ্ধার হতে দেখা গিয়েছিল। এতটা কোথাও কখনও দেখা যায়নি।’’

তাঁর এই মন্তব্য নিয়ে যদিও দলের কোনও নেতাই প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না। রাজ্য স্তরের এক নেতার কথায়, ‘‘উনি নিজে অস্বস্তিতে আছেন, সেটা বুঝতে পারছি। কিন্তু তার জন্য দলের অস্বস্তি বাড়ানোটা ঠিক নয়। তবে উনি দলের প্রবীণ নেতা। আমি এ নিয়ে কিছু বলতে পারব না। যা বলার দলনেত্রীই বলবেন।’’ বর্ষীয়ান সাংসদের এহেন মন্তব্য শোনার পর নেত্রী দলের অন্দরে কিছু বলেছেন কি না, তা অবশ্য জানা যায়নি। তবে নিজের মন্তব্যে অনঢ় রয়েছেন সৌগত৷