নয়াদিল্লি: দেশের করোনা সংক্রমণ আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। গত ২৪ ঘণ্টার দৈনিক সংক্রমণ তুলনামুলক কম যা স্বস্তি বাড়াচ্ছে। আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে রয়েছে আজ। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। সার্বিকভাবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে হলেও অনুমান, আগামী কয়েক সপ্তাহ বেশ ঝুঁকিপূর্ণ। তাই সচেতন হয়েই থাকতে হবে সাধারণ মানুষকে। যদিও আশঙ্কার মাঝেই এই পরিসংখ্যান স্বস্তি বাড়াচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৮৬২ জন। একই সময় ১৯ হাজার ৩৯১ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ৩৭৯ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৩৭ হাজার ৫৯২ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ৮২ হাজার ১০০ জন। এতদিনে মোট প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ৫১ হাজার ৪১৪ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ০৩ হাজার ৬৭৮ জন। ইতিমধ্যে ৯৭ কোটি ১৪ লক্ষ ৩৮ হাজার ৫৫৩ জন করোনা ভ্যাকসিন পেয়ে গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৩০ লক্ষ ২৬ হাজার ৪৮৩ জন।
এদিকে জানা গিয়েছে, দেশের ১০০ কোটি টিকাকরণ সম্পন্ন হতে বাকি রয়েছে মাত্র ৩ কোটি। নির্দিষ্ট জনসংখ্যার ৭৫ শতাংশ ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছে, এবং কমপক্ষে ৩০ শতাংশ দুটি ডোজ পেয়েছে। প্রথমে কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছিল যে ডিসেম্বর মাসের মধ্যেই ১০০ কোটি টিকাকরণ সম্পন্ন করতে পারবে দেশ। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই সময়ের অনেক আগেই এই মাইলফলক ছুঁয়ে ফেলতে পারা যাবে। তাই এদের মধ্যেই কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করে ফেলেছে যে এই মাইলফলক পার করলে কী ভাবে উদযাপন করা হবে। জানা গিয়েছে, ট্রেন, বিমান এবং জাহাজে এই তথ্যের ঘোষণা করা হবে এবং একই সঙ্গে লালকেল্লায় উঠবে জাতীয় পতাকা।