দুয়ারে রেশন: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্চ করে প্রধান বিচারপতির এজলাসে ডিলাররা

দুয়ারে রেশন: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্চ করে প্রধান বিচারপতির এজলাসে ডিলাররা

 

কলকাতা:  রাজ্য সরকারের পাইলট প্রজেক্ট ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন ডিলাররা৷ কিন্তু বুধবার তাঁদের দাবি খারিজ করে দেয় আদালত৷ সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজশ বিন্দালের দৃষ্টি আকর্ষণ করলেন ডিলাররা৷ যদিও বিচারপতি রাজেশ বিন্দল জানান, এই মামলা শোনার এক্তিয়ার তাঁর নেই। এই মামলা হবে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। তাই ডিলাররা যেন তাঁর দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুন- বিদ্যুৎ বিলের বিরোধিতা কেন? কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি মমতাকে

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই নির্দেশ পাওয়ার পরেই আবেদনকারীরা তাঁর এজলাস থেকে বেরিয়ে যান। বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে এই মামলা মেনশন হবার সম্ভাবনা রয়েছে। বিচারপতি দ্রুত শুনানি গ্রহণ না করলে পুনরায় তাঁরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসে আবেদন জানাবেন বলে জানা গিয়েছে৷ গতকালের রায়ের ওপর স্থগিতাদেশের আর্জি নিয়ে ফের আদালতে গিয়েছেন ডিলাররা। তাঁদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। তবে জরুরি ভিত্তিতে আজই এই মামলার শুনানির প্রয়োজন রয়েছে বলে মনে করে না হাইকোর্ট৷  

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাইলট প্রজেক্ট ‘দুয়ারে রেশন’ প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের বেশ কয়েকজন ডিলার। বুধবার ডিলারদের সেই আবেদন খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা৷ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ইস্তেহারে বলা হয়েছিল, ক্ষমতায় এলে আর কাউকে রেশন দোকানে গিয়ে লাইন দিতে হবে না৷ মানুষের দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে৷ সেই মতো ক্ষমতায় আসার পরেই দুয়ারে রেশন প্রকল্প চালু করার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এরই মধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়৷ তবে রেশন ডিলারদের মামলা খারিজ করায় গতকাল থেকেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে দুয়ারে রেশন প্রকল্পের ট্রায়াল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + seven =