নয়াদিল্লি: নতুন গাড়ি কিনেছেন? ভাবছেন লার্নার ড্রাইভিং লাইসেন্স পেলে ভালো হত৷ কিংবা ড্রাইভিং লাইসেন্স করাতে চান৷ ভাবছেন হয়তো কী ভাবে তা পাওয়া যাবে৷ তাহলে বলে রাখা ভালো, এবার থেকে ড্রাইভিং লাইসেন্স, ভেহিক্যাল রেজিস্ট্রেশন এবং লার্নার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আর রোড ট্রান্সপোর্ট অফিস (আরটিও)-এ ছুটতে হবে না৷ বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে পারবেন৷ মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট হাইওয়েজ (MORTH)-এর তরফে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷
আরও পড়ুন- ‘আমি ঘুষি মারিনি, মহিলা আমাকে গালি দিয়েছিল’, বললেন Zomato কর্মী
MORTH-এর তরফে আরও বলা হয়েছে, এবার থেকে ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাধ্যতামূলক ভাবে অনলাইনেই করতে হবে৷ শুধু আধার অথেন্টিকেশনের সাহায্যেই কনট্যাক্টলেস সার্ভিসগুলির সুবিধা নিতে পারবেন গ্রাহকরা৷ এর ফলে লাইসেন্স পাওয়া আগের থেকে অনেক বেশি সহজ হবে বলেও মন্ত্রকের তরফে বলা হয়েছে৷ লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে ঝঞ্ঝাট পোহাতে হবে না গ্রাহকদেরও৷ MORTH-এর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে হাজারেরও বেশি রোড ট্রান্সপোর্ট অফিস কম্পিউটারাইজড করে দেওয়া হচ্ছে৷ অনলাইনে ইস্যু করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স সারা দেশেই বৈধ হবে।
আরও পড়ুন- এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটে লড়বেন কমল হাসান, প্রার্থী তালিকা ঘোষণা
MORTH-এর ওয়েবসাইটে আরও বলা হয়েছে, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের হাতে যানবাহনের রেজিস্ট্রেশনের জন্য VAHAN সফ্টওয়্যারটি আনা হয়েছে৷ পাশাপাশিই SARATHI নামক আরও একটি সফ্টওয়্যার ডেভেলপমেন্টের দায়িত্বও দেওয়া হয় ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের উপর৷ যেখানে ড্রাইভিং লাইসেন্স ও এই সম্পর্কিত যাবতীয় তথ্য সঙ্কলন, গাড়ি রেজিস্ট্রেশন, তথা রাজ্য ও জাতীয় রেজিস্টার অনুযায়ী, তার পদ্ধতি সরলীকরণ করা যায় খুব সহজেই।
কী ভাবে আবেদন করতে হবে-
* অনলাইন আবেদনের জন প্রথমে ক্লিক করুন এই লিঙ্কে -https://parivahan.gov.in/parivahan/en/content/driving-licence-0
* এর পর ড্রপডাউন মেনুতে গিয়ে ‘Online Services’ অপশনে যেতে হবে৷ এর পর ক্লিক করুন Driving Licence Related services-এ।
* Select State-এর স্ক্রলডাউন মেনুতে গিয়ে বেছে নিন নিজের রাজ্যকে৷
*এর পর ‘Apply for Learner licence’ বা ‘Apply for Driving Licence’ বা ‘Apply for DL Renewal’ – এই তিনটি অপশন আসবে৷ এর মধ্যে আপনার প্রয়োজনেরটা সিলেক্ট করুন৷
আরও পড়ুন- ৫ বছরেও মেলেনি ‘রাজকন্যা’, অগত্যা বউ পেতে পুলিশের দরজায় পাত্র!
Learners Licence এর জন্য আবেদন করতে হলে নিম্নবর্তী পর্যায়গুলি পেরতে হবে-
* লার্নার্স লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশনটি প্রথমে ফিল আপ করতে হবে৷
* তার পর ফি পেমেন্ট করুন।
* পে স্টেটাস ভেরিফাই করুন।
* এর পর রিসিপ্ট প্রিন্ট করুন।
* সব শেষে লার্নার্স লাইসেন্স স্লট বুক করুন।