‘আমি ঘুষি মারিনি, মহিলা আমাকে গালি দিয়েছিল’, বললেন Zomato কর্মী

‘আমি ঘুষি মারিনি, মহিলা আমাকে গালি দিয়েছিল’, বললেন Zomato কর্মী

ব্যাঙ্গালুরুর: আসল দোষী কে, তার উত্তর এখন সোশাল মিডিয়ায় খুঁজে বেড়াচ্ছেন নেটিজেনরা৷ ব্যাঙ্গালুরুর এক বিউটি ব্লগার সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিযোগ করেছিলেন, Zomato থেকে খাবার ডেলিভারি দিতে আসা এক ব্যক্তি তার মুখে ঘুষি মেরেছে৷ আর তাতেই নাক ফেটেছে ওই বিউটি ব্লগারের৷ তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে দেখা যাচ্ছে, তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে৷ সেখানে তিনি দাবি করেছিলেন, দেরিতে খাবার সরবরাহ করার বিষয়ে ওই ডেলিভারি বয়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়৷ আর ঠিক সেইসময় হঠাৎই ওই ব্যক্তি ঘুষি মারে মহিলাকে৷ এরপরেই Zomato কর্তৃপক্ষ সেই ডেলিভারি বয়কে বরখাস্ত করে৷ পুলিশ তাঁকে গ্রেফতার করে৷

এরপরেই ওই ডেলিভারি বয়কে সাংবাদিকরা প্রশ্ন করেন, সেদিনের ঘটনা জানতে চান৷ তখনই ওই ডেলিভারি বয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, মহিলা তাঁকে প্রথমে চপ্পল দিয়ে মারেন৷ পরে কথা কাটাকাটি হলে মহিলা তাকে চড় মারতে উদ্যত হন৷ সেই সময় ডেলিভারি বয় বাধা দিতে গেলে মহিলার নিজের আংটিতেই তাঁর নাকে কেটে যায়৷ এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় সোশাল মিডিয়ায়৷ নেটিজেনদের একাংশ বলতে শুরু করেন, দুই তরফেই কথাই কথা শোনা  উচিত, তারপর তাকে চাকরি থেকে বরখাস্ত বা গ্রেফতারির মতো সিদ্ধান্ত নেওয়া যেতে পারত৷ একতরফা সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি বলেও সোশাল মিডিয়ায় হ্যাশট্যাগ হতে
থাকে৷

বিউটি ব্লগার হিতাশা চন্দ্রানীর আগে জানান, ১০ মার্চ তিনি বেলা ৩টে ২০এর দিকে Zomato অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার দিয়েছিলেন৷ তবে এক ঘণ্টা পরেও অর্ডার করা খাবার না পেয়ে তিনি তা বাতিল করতে কাস্টমার কেয়ার এক্সজিকিউটিভের সঙ্গে যোগাযোগ করছিলেন৷ তখনই ওই ব্যক্তি আসেন৷ তিনি দাবি করেন, তিনি যখন কাস্টমার কেয়ার এক্সজিকিউটিভের সঙ্গে কথা বলছিলেন, তখন তাকে অপেক্ষা করতে বলা হয়৷ তখন ওই ডেলিভারি বয় তাকে অশ্রাব্য ভাষায় কথা বলেন৷ তার প্রতিবাদ করলে ওই ডেলিভারি বয় তাকে ঘুষি মারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − four =