৫ বছরেও মেলেনি ‘রাজকন্যা’, অগত্যা বউ পেতে পুলিশের দরজায় পাত্র!

৫ বছরেও মেলেনি ‘রাজকন্যা’, অগত্যা বউ পেতে পুলিশের দরজায় পাত্র!

লখনউ:  ‘দাদা পায়ে পড়ে রে, মেলা থেকে বউ এনে দে’৷ কিন্তু সত্যই কি মেলায় বউ মেলে? মিললে হয়তো এক কষ্ট পেতে হত না আজিমকে৷ 

আরও পড়ুন-  কুকুরকে মুখে নিয়ে রাতের অন্ধকারে হারিয়ে গেল ব্ল্যাক প্যান্থার! দেখুন সেই ভিডিও

ছয় ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট তিনি৷ বয়স ২৬৷ নাম আজিম৷ উত্তরপ্রদেশের শামলি জেলার কাইরানা শহরে কসমেটিক্সের দোকান তাঁর৷ দোকানে বিক্রিবাটা বেশ ভালই৷ গত পাঁচ বছর ধরে নিজের জন্য পাত্রীর সন্ধানে বহু ঘুরছেন৷ কিন্তু কিছুতেই বউ জুটছে না তাঁর৷ উল্টে বারবারই কপালে জুটেছে প্রত্যাখ্যান৷ 

এই পাঁচ বছরে কম সম্বন্ধ আসেনি৷ বহু পরিবার আগ্রহ নিয়ে বিয়ের কথা বলতে এসেছে তাঁর পরিবারের সঙ্গে৷ কিন্তু সকলেই মুখ ফিরিয়ে নিয়েছে৷ দিনে দিনে কমেছে আশার আলো৷ আসলে আজিমের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তাঁর উচ্চতা৷ আমিজ লম্বায় যে মাত্র ২ ফুটের একটু বেশি৷ তবে বারেবারে প্রত্যাখ্যান সহ্য করতে করতে রীতিমতো বিরক্ত আজিম৷ অগত্যা সমস্যার সমাধান পেতে পুলিশের দ্বারস্থ হলেন তিনি৷ তাঁর জন্য উপযুক্ত সঙ্গীনি খুঁজে দেওয়ার অনুরোধ জানালেন পুলিশকর্তাদের কাছে৷ ‘জনস্বার্থে’ই এই কাজ করার আবদার জানিয়ে বসলেন আজিম৷ 

তাঁর বয়স ২১ হতেই আজিমের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান শুরু করেছিল তাঁর পরিবার৷ তাঁর জামাইবাবু কাসিফ জানান, আজিমকে বিয়ে দেওয়ার বহু চেষ্টা তাঁরা করেছেন৷ কিন্তু তাঁর উচ্চতা মাত্র ২ ফুট হওয়ায় পিছিয়ে গিয়েছে পাত্রীপক্ষ৷ আজিম বলেন, ‘‘আমি রাতে ঘুমাতে পারি না৷ আমি অনেক খুঁজেছি৷ এমন কেউ কি নেই, যে আমার সঙ্গে তাঁর জীবন ভাগ করে নিতে পারবে?’’

আরও পড়ুন- তাজমহলে শিবের পুজো দিয়ে শ্রীঘরে হিন্দু মহাসভার বড় নেতা

এর আগে বিয়েতে মদত করার আর্জি জানিয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছেও গিয়েছিলেন তিনি৷ কিন্তু সুরাহা মেলেনি৷ এর পর আট মাস আগে কাইরানা এসডিএম-এর কাছে সাহায্য প্রার্থনা করেন৷ সব শেষে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দরবারে৷ কিন্তু কোনও সাড়া না পেয়ে অবশেষে থানায় ছুটে যান আজিম৷ জানান নিজের সমস্যার কথা৷ এসএইচ সতপাল সিং বলেন, ‘‘বুধবার নিজের সমস্যা নিয়ে থানায় এসেছিলেন আজিম৷ আমরা বুঝতে পারছি না কী করব৷ দেখা যাক কতটা কী করা যায়৷’’    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =