কুকুরকে মুখে নিয়ে রাতের অন্ধকারে হারিয়ে গেল ব্ল্যাক প্যান্থার! দেখুন সেই ভিডিও

কুকুরকে মুখে নিয়ে রাতের অন্ধকারে হারিয়ে গেল ব্ল্যাক প্যান্থার! দেখুন সেই ভিডিও

 
কর্নাটক: রাতের অন্ধকারে কতই না ঘটনা ঘটে, কেই বা তার খবর রাখে৷ তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে রাস্তার একটি কুকুরকে মুখে করে নিয়ে চলে যাচ্ছে একটি প্যান্থার। টিমটিমে আলোয় ওই কালো প্রাণীটিকে দেখলে অনেকেই শিউরে উঠবেন৷ এ যেন সাক্ষাৎ মৃত্যুর দূত৷

সুধা রমেন নামের এক ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অথবা আইএফএস আধিকারিক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন৷ ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ব্ল্যাক প্যান্থার একটি বাড়ির উঠোনে এগিয়ে আসছে৷ খুব ধীরে পা টিপে টিপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে আসছে প্রাণীটি। যদিও তার লক্ষ্য সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে না৷ তবে একটা কিছু ঘটার আভাস পাওয়া যাচ্ছে স্পষ্ট৷ ভিডিওটি দেখে ঘটনাটি গভীর রাতের বলেই মনে হচ্ছে। ধীর গতিতে এগিয়ে আসতে আসতেই প্যান্থারটি ক্যামেরা থেকে হঠাৎই বেরিয়ে যায়৷ এরপরই একটি কুকুরকে মুখে তুলে নিয়ে ফের ওই রাস্তা দিয়েই অন্ধকারে মিলিয়ে গেল কালো প্যান্থারটি৷ আর তার মুখের কুকুরটি চিৎকার করে চলেছে৷ যদি আর্তনাদ শোনার মতো চারপাশে কেউ ছিল না৷

 

ঘটনাটি কোন এলাকার, তা অবশ্য জানা যায়নি। ভিডিও পোস্ট করে ওই আইএফএস কর্তা লিখেছেন, কালো হলেও এই কালো প্যান্থারটি চিতা বাঘের সমান। কুকুরের মাংসই যে এ ধরনের প্রাণীদের পছন্দের খাবার, তাও জানাতে ভোলেননি ওই কর্তা। অতি সম্প্রতি কর্নাটকের কাবিনি ফরেস্টে ব্ল্যাক প্যান্থারের হাঁটাচলার ছবি সাড়া ফেলে দিয়েছিল। এবার ওই প্যান্থারটিরই এক ভয়ঙ্কর  ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখেই শিউরে উঠছেন অনেকে৷ তবে কেউ কেউ লিখেছেন, তাঁদের এলাকায় কুকুরের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। তা থেকে মুক্তি পেতে এ ধরনের ব্ল্যাক প্যান্থার ভাড়া নিতে চান। কেউ আবার ওই সারমেয়টির জন্য দু:খপ্রকাশ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =