‘আমি ষড়যন্ত্রের বলি হয়েছি, তাই আবার নির্বাচনে দাঁড়াতে হল’, তোপ মমতার

‘আমি ষড়যন্ত্রের বলি হয়েছি, তাই আবার নির্বাচনে দাঁড়াতে হল’, তোপ মমতার

কলকাতা:  চেতলায় কর্মিসভার বৈঠক থেকে আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন তৃণমূল নেত্রী৷ তিনি বলেন, বিজেপির সম্বন্ধে কিছু বলতে গেলে ভাষা খুঁজে পাই না। একটা কদর্য ভাষা বলতে হয়৷ কিন্তু মাইকের সামনে কদর্য ভাষা বলতে পারি না৷ এটা আমাদের ভদ্রতা, আমাদের সভ্যতা৷ আর এঁদের ষড়যন্ত্রের জন্যেই নির্বাচনে আমাকে আবার দাঁড়াতে হল৷ তবে আমি খুশি হয়েছি ভবানীপুরে নিজের ঘরে ফিরে আসতে পেরে৷ 

আরও পড়ুন- ‘দিল্লিতে কাকে চুমু খেতে হবে?’ ‘ভগবানের জ্যেষ্ঠ পুত্র’কে হুঁশিয়ারি মমতার!

মমতা আরও বলেন, ভবানীপুরের মানুষ নিশ্চিত ভাবেই মনে প্রাণে চেয়েছিলেন আমি এখানেই থাকি৷ তাই মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় ফেরত আসতে পেরে কৃতজ্ঞ৷ সেই সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়কেও কৃতজ্ঞতা জানান মমতা৷ তিনি বলেন, ভেবেছিলাম শোভনদা এখানকারই ছেলে৷ নিজের এলাকায় লড়াই করুক৷ আমি দেবার আসন শোভনদা’কে দিয়ে আর শোভন দা’র আসন দেবাকে দিয়ে নিজে ষড়যন্ত্রের বলি হয়েছি৷ 

আরও পড়ুন- নির্বাচন ঘোষণা হতেই নোটিশ! অভিষেক তলবে ষড়যন্ত্র দেখছেন মমতা

সেই সঙ্গে অভিষেকরে ইডি-র তলব প্রসঙ্গে সুর চড়িয়ে মমতা বলেন, ভয়ে দিল্লিতে মামলা নিয়ে গেলেন কেন? কলকাতাতেও তো আপনাদের দফতর আছে৷ দিল্লিতে কাকে চুমু খেতে হবে? এখানে ডাকুন৷ কলকাতার মামলা কোন অসৎ রাজনৈতিক উদ্দেশে দিল্লিতে নিয়ে গেলেন? এখানে যাঁকে ডাকবে, সেই যাবে৷ আমাদের লোকেরা আপনাদের কাছে সাক্ষী দিতে যাবে৷ ১০ ঘণ্টা ধরে জেরা করবেন৷ আর আপনাদের লোকেদের আমাদের এজেন্সি ডাকলে তা এড়িয়ে যাবে। তথ্য থাকা সত্ত্বেও, খুনের মামলা থাকা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে এফআইআর-ও করা যাবে না৷ কেন? ভগবানের জেষ্ঠ্য পুত্র? আইন সবার জন্য সমান৷ হাই কোর্ট যদি বলে ভগবানের জেষ্ঠ্যপুত্র যেখানে যাবে, সেখানেই তাঁকে জেরা করা যাবে, তাহলে আমাদেরও সেই সুযোগ পাওয়া উচিত৷  এরা দুর্যোধন, দুঃশাসনের চেয়েও ভয়ঙ্কর৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − fifteen =

‘দিল্লিতে কাকে চুমু খেতে হবে?’ ‘ভগবানের জ্যেষ্ঠ পুত্র’কে হুঁশিয়ারি মমতার!

‘দিল্লিতে কাকে চুমু খেতে হবে?’ ‘ভগবানের জ্যেষ্ঠ পুত্র’কে হুঁশিয়ারি মমতার!

কলকাতা: উপনির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত৷ ৩০ সেপ্টেম্বর ভোট হবে ভবানীপুরে৷ তার আগে চেতলায় প্রথম কর্মিসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কমিশনের নির্দেশ, কোভিড পরিস্থিতিতে কোনও মিছিল করা যাবে না৷ বিধি মেনেই ভোটের প্রচার চলবে৷ এদিন প্রথম প্রচার সভা থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন মমতা৷  তুলোধোনা করলেন কেন্দ্রকে৷ সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র দিল্লি তলব নিয়েও সুর চড়ালেন তিনি। নাম না করে বিঁধলেন শুভেন্দুকে।  

আরও পড়ুন- ভেলোরে চিকিৎসার খরচে ফর্টিসে গজ-তুলো! বেসরকারি হাসপাতালগুলিকে শিক্ষা নেওয়ার আর্জি

এদিন তোপ দেগে মমতা বলেন, কোভিশিল্ড আমেরিকা, ব্রিটেনে ছাড়পত্র পেলেও, বিশ্বের প্রতিটি দেশে তা স্বীকৃত নয়৷ কোভ্যাক্সি এখনও বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি৷ তাই ভারতীয়রা বিদেশে যেতে পারছেন না৷ অথচ প্রধানমন্ত্রী আমেরিকা যাচ্ছেন৷ এর জবাব দেবেন প্রধানমন্ত্রী? ভারতের সেই গর্জন কোথায় গেল? আজ ভারতকে মর্যাদা ক্ষুন্ন হচ্ছে৷ এই কথা গুলো বলতে গেলেই সকলের বাড়িতে হয় সিবিআই নতয়ো ইডি পাঠিয়ে দেবে। 

আরও পড়ুন- দুর্গাপুজোর অনুদানের বিরোধিতা, ‘হিন্দুত্ব বিরোধী’ বলে বিজেপিকে তোপ ঘাসফুলের

সুর চড়িয়ে মমতা আরও বলেন, ভয়ে দিল্লিতে মামলা নিয়ে গেলেন কেন? কলকাতাতেও তো আপনাদের দফতর আছে৷ দিল্লিতে কাকে চুমু খেতে হবে? এখানে ডাকুন৷ কলকাতার মামলা কোন অসৎ রাজনৈতিক উদ্দেশে দিল্লিতে নিয়ে গেলেন? এখানে যাঁকে ডাকবে, সেই যাবে৷ আমাদের লোকেরা আপনাদের কাছে সাক্ষী দিতে যাবে৷ ১০ ঘণ্টা ধরে জেরা করবেন৷ আর আপনাদের লোকেদের আমাদের এজেন্সি ডাকলে তা এড়িয়ে যাবে। তথ্য থাকা সত্ত্বেও, খুনের মামলা থাকা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে এফআইআর-ও করা যাবে না৷ কেন? ভগবানের জেষ্ঠ্য পুত্র? আইন সবার জন্য সমান৷ হাই কোর্ট যদি বলে ভগবানের জেষ্ঠ্যপুত্র যেখানে যাবে, সেখানেই তাঁকে জেরা করা যাবে, তাহলে আমাদেরও সেই সুযোগ পাওয়া উচিত৷  এরা দুর্যোধন, দুঃশাসনের চেয়েও ভয়ঙ্কর৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 18 =