ভেলোরে চিকিৎসার খরচে ফর্টিসে গজ-তুলো! বেসরকারি হাসপাতালগুলিকে শিক্ষা নেওয়ার আর্জি

ভেলোরে চিকিৎসার খরচে ফর্টিসে গজ-তুলো! বেসরকারি হাসপাতালগুলিকে শিক্ষা নেওয়ার আর্জি

কলকাতা:  রাজ্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ লাগামছাড়া৷ রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে ভেলোর থেকে শিক্ষা নেওয়ার নির্দেশ দিলেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান৷ ভেলোর খ্রিশ্চান মেডিক্যাল কলেজে যে টাকায় রোগী সুস্থ হয়ে যাচ্ছে, সেই টাকায় ফর্টিসে শুধু গজ, তুলো! 

আরও পড়ুন- দুর্গাপুজোর অনুদানের বিরোধিতা, ‘হিন্দুত্ব বিরোধী’ বলে বিজেপিকে তোপ ঘাসফুলের

প্রতি বছর বাংলা থেকে বহু মানুষ ভেলোরে চিকিৎসা করাতে যান৷ কিন্তু কেন? উত্তর লুকানো রয়েছে হাসপাতালের বিলে৷ খ্রিশ্চান মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে গিয়েছিলেন উত্তর চব্বিশ পরগণার বাসিন্দা বিকাশ চন্দ্র মণ্ডল৷ সুস্থ হয়ে ফেরা বিকাশবাবুর চিকিৎসা বিলের ‘নমুনা’ পাঠানো হবে রাজ্যের সমস্ত নামী বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমকে৷ যেখানে ভেলোরে ১৯ দিনে রোগীর বিল হয়েছে মাত্র দেড় লক্ষ টাকা৷ সেখানে বাইক দুর্ঘটনায় আহত বিকাশবাবুর ফর্টিসে ১০ দিনের বিল হয়েছিল ৪ লক্ষ টাকা৷ শুধু তাই নয়, ফর্টিসের তরফে জানানো হয়েছিল, বিকাশবাবুর পা বাদ দিতে হবে৷ এর পরেই বন্ডে সই করে তাঁকে ভেলোরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার৷ আর ভেলোর থেকে তিনি ফেরেন অক্ষত শরীরে, সম্পূর্ণ সুস্থ হয়ে৷ 

আরও পড়ুন- অনাস্থা ভোটে রণক্ষেত্র শান্তিপুর! তৃণমূলের তাড়া খেলেন বিজেপি সাংসদ

কমিশনের পর্যবেক্ষণ, ১০ দিনে ফর্টিসে দেড় লক্ষ টাকা খরচ হয়েছে শুধুমাত্র গজ, তুলো কিনতে৷ অথচ সেই অঙ্কে ভেলোর থেকে চিকিৎসা করিয়ে অক্ষত পায়ে বাড়ি ফিরেছেন রোগী৷ তাই বেসরকারি হাসপাতালগুলিকে কমিশনের নির্দেশ, ভেলোরের খ্রিশ্চান মেডিক্যাল কলেজের এই বিলটি দেখে নিজেদের বিল সংশোধনের চেষ্টা করুন৷ পাশাপাশি ফর্টিসকে অবিলম্বে ওই রোগীর বিল রিভিউ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ নতুন বিল তৈরি করে স্বাস্থ্য কমিশনে জমা দিতে বলা হয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − thirteen =