কলকাতা: ভবানীপুরের কর্মীসভায় আজ বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ সেপ্টেম্বর সেখানে উপনির্বাচন, তার আগে সংগঠন মজবুত করতে আজ কড়া দাওয়াই দিলেন মমতা। এদিকে ইডি এবং অভিষেক প্রসঙ্গে কথা বলে তুলোধনা করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। কেন্দ্রের বিরুদ্ধে কার্যত ষড়যন্ত্রের অভিযোগ করলেন মমতা, আবার উঠে এল নারদা প্রসঙ্গ।
আরও পড়ুন- দুর্গাপুজোর অনুদানের বিরোধিতা, ‘হিন্দুত্ব বিরোধী’ বলে বিজেপিকে তোপ ঘাসফুলের
এদিন তিনি বলেন, ”তৃণমূল কংগ্রেস লড়াই করছে তাই জব্দ আর স্তব্ধ করে দেওয়ার জন্য এজেন্সি দেখিয়ে ভয় দেখাতে চেষ্টা করছে বিজেপি। কংগ্রেসকে এরা এজেন্সি দেখিয়ে জব্দ করেছে, মুলায়ম সিংকে এরা এজেন্সি দেখিয়ে জব্দ করেছে। কারণ রাজনৈতিকভাবে এরা লড়তে পারে না।” এই ভাষাতেই বিজেপিকে চরম আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি উঠে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ কারণ সম্প্রতি তাকে দিল্লিতে তলব করেছিল ইডি এবং নয় ঘণ্টা জেরা করা হয়েছিল। তবে দুদিনের মধ্যেই আবার তাকে তলব করা হয়েছে। এই প্রেক্ষিতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”অভিষেকের ওপর যদি বেআইনি কেস থাকে, তাহলে আইনত পদক্ষেপ হোক তাতে কোনো আপত্তি নেই। কিন্তু তার বিরুদ্ধে কোন কেস নেই, কোন এভিডেন্স নেই, তোমাকে প্রমাণ করতে হবে তুমি চোর!” মমতা আরো বলেন, কোনও অভিসন্ধি না থাকলে ৯ ঘণ্টা জেরা করার পর আবার তাকে তলব করা হয়েছে, কেন হবে? কলকাতা থেকে এই মামলা কেন দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হলেও সেই প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, নারদা মামলায় যে আসল চোর, যে হাত পেতে টাকা নিচ্ছে তার নাম নেই! এই দল দেশে কী ভাবে কাজ করছে সেটা সবাই জানে।
আরও পড়ুন- ভেলোরে চিকিৎসার খরচে ফর্টিসে গজ-তুলো! বেসরকারি হাসপাতালগুলিকে শিক্ষা নেওয়ার আর্জি
কয়লাপাচারকাণ্ডে দিন দুই আগেই দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ যদিও ইডি সূত্রের খবর, এদিন নোটিস পাঠিয়ে অভিষেকের কাছে বেশ কিছু নথিও চাওয়া হয়েছে। সেগুলি ইডির কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে। তবে সূত্রের খবর, অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, একদিনের নোটিসে হাজিরা সম্ভব নয়, ইমেল করে প্রয়োজনীয় নথি পাঠিয়ে দেবেন তিনি।