অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোট করাচ্ছে বিজেপি, বিস্ফোরক মমতা

অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোট করাচ্ছে বিজেপি, বিস্ফোরক মমতা

 

দমদম:  একুশের ভোটে আর বাকি মাত্র চার দফা৷ জোড় কদমে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার৷ এদিন দমদমের সভা থেকে আরও একবার বিজেপি’কে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একহাত নিলেন নির্বাচন কমিশনকে৷ 

আরও পড়ুন- আমাদের পায়ের নিচেই চাকরি করতে হবে! পুলিশকে বেনজির হুঁশিয়ারি দিলীপের

এদিন কমিশনকে বাঁকা সুরেই বলেন, দয়া করে শুধু বিজেপি’র নয়, সকলের কথা শুনুন৷ নিরপেক্ষ হলে নিরপেক্ষ আচরণ করুন৷ শীতলকুচির ঘটনা নিয়েও মেজাজ হারান মমতা৷ তিনি বলেন, চারজনকে গুলি করে মারার পর কী বিচার হয়েছে? আর ওই এসপি-কে আমরা নিয়োগ করিনি৷ করেছে বিজেপি৷ ভোট ঘোষণা হওয়ার পর থেকে যত পুলিশ নিয়োগ করা হয়েছে, সবটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে বিজেপি করেছে৷ তাঁর বিস্ফোরক দাবি, এখানে অষোঘিত ৩৫৬ ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করা হচ্ছে৷ মুখে না বললেও ওঁরা কাজে এটাই করছে৷ আমরা ওঁদের চ্যালেঞ্জ করতে প্রস্তুত৷ মোদীকে নিশানা করে মমতা বলেন, ‘‘সাংবিধানিকভাবে আপনি ভুল৷ এবং সাংবিধিনিকভাবে আমার বক্তব্য সম্পূর্ণটাই সত্যি৷’’ তিনি আরও বলেন, ডিজি বদলের আগে একবারও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা হয়নি৷ তার পরেই এডিজিকে বদলি করে দেওয়া হল৷ শুধু তাই নয়, ডিএম এবং এসপি’কেও বদলি করা হয়েছে৷ বদল করে দেওয়া হয়েছে আমার নিরাপত্তারক্ষীদেরও৷ তাঁদের কি আমাকেও খুন করার পরিকল্পনা রয়েছে? 

আরও পজ়ুন-শীতলকুচিকাণ্ড গড়াল হাইকোর্ট পর্যন্ত, দায়ের জোড়া জনস্বার্থ মামলা

মমতা বলেন, বিজেপি রাজনৈতিক ভাবে লড়তে পারে না৷ আমি বলেছিলেন নরেন্দ্র মোদীকে এখানে এসে যে কোনও টিভি চ্যানেলে বসতে৷ বলেছিলাম, আসুন দু’জনে দুটো টিভি চ্যানেলে বসব৷ আমি আপনাকে কয়েকটা কথা প্রশ্ন করব৷ আপনি আমারে যা ইচ্ছে জিজ্ঞাসা করবেন৷ কিন্তু উনি তা করেননি৷ প্রসঙ্গত, আজ বারাসতে জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এবং মোদীর জন্যই বারাসতের সভা বাতিল করতে হয়েছে তাঁকে৷ মমতা বলেন, ভারতবর্ষে সব ক্ষমতা উনি একাই ভোগ করবেন? উনি ক্ষমতার অপব্যবহার করছেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তৃণমূল প্রার্থীদের টাকার টোপ দিচ্ছে বিজেপি, গদ্দার কিনছে, বিস্ফোরক মমতা

তৃণমূল প্রার্থীদের টাকার টোপ দিচ্ছে বিজেপি, গদ্দার কিনছে, বিস্ফোরক মমতা

কলকাতা: টাকা দিয়ে গদ্দারদের কিনেছে বিজেপি৷ ভোটের খরচের নামে তৃণমূল প্রার্থীদেরও টাকার টোপ দিচ্ছে৷  ডোমজুড়ের সভায় বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- ভোট প্রচারে রাজ্যে আসতে পারেন রাহুল, নজরে থাকবে মালদহ-মুর্শিদাবাদ

এদিন বোমা ফাটিয়ে মমতা বলেন, এক লক্ষ লোক নিয়ে সব হোটেল বুক করে রেখেছে৷ সব বিমানবন্দরে গিয়ে দেখুন পরপর বিমান দাঁড়িয়ে রয়েছে৷ হেলিকপ্টারের পর হেলিকপ্টার দাঁড়িয়ে আছে৷ সব হোটেলে টাকা বোঝাই করে রেখেছে৷ সকলকে টাকা দিয়ে কিনে নিচ্ছে৷ তবে মানুষকে ওঁরা কিনতে পারেনি৷  তিনি আরও বলেন,  ‘‘অনেক রাজনৈতিক নেতাকে টাকা দিয়ে কিনে নিয়েছে৷ সব টাকায় বিক্রি হয়েছে৷ কটা নাম বলব৷ অনেক গদ্দার, মীরজাফর বিক্রি হয়েছে টাকায়৷’’

তাঁর অভিযোগ, বিজেপি’র লোক টাকার টোপ দিয়ে তৃণমূল প্রার্থীদের বলছে প্রচারে নামবি না৷ বদলে ২৫ কোটি টাকা নে৷ তৃণমূল নেত্রী বলেন, ‘‘আবার শুনছি কোনও কোনও তৃণমূল প্রার্থীকে বলছে তোমার নির্বাচনে টাকা লাগবে? লাগলে নাও, পরে শোধ দিয়ে দিয়ো৷ এর মানে পরে আমাদের সঙ্গে যোগ দিও৷ এত সোজা? এ গুড়ে বালি৷ মীরজাফর একটা-দুটো হয়, সবাই হয় না৷’’ তাঁর কথায়, বাংলায় সেই সংস্কৃতিটাও নেই৷ তাঁর হুঙ্কার, বাংলায় লড়ে নেব বিজেপি৷ বুকের পাটা আছে লড়বার? এখন রোজ কেন কলকাতায় আসছ? কোভিডের সময় তো আসোনি৷  কোভিডের সময় ভয়ে এক বছর লুকিয়েছিল প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী৷ ঝড়ে লোক মরে গিয়েছে আসেনি৷ অসমে, দিল্লিতে দাঙ্গার লোর মারা গিয়েছে যায়নি৷ আসলে বিজেপি ছদ্মবেশী শয়তান৷ 

আরও পড়ুন- অনেক কারসাজি করেছ, জানলে আগেই তাড়াতাম, রাজীবকে ঝাঁঝাল আক্রমণ মমতার

এদিন ডোমজুড়ের সভা থেকেও রাজীব বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন তিনি৷ কড়া ভাষায় তাঁর বিরুদ্ধে আক্রমণ শানান৷ এই কেন্দ্রে একজন গদ্দার, মীরজাফরকে প্রার্থী করার জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

প্রথম দফাতেই বিজেপি’র দফারফা, হাতি, খুন্তি, বটি হাতে ভোট দিতে যান, হুঙ্কার মমতার

প্রথম দফাতেই বিজেপি’র দফারফা, হাতি, খুন্তি, বটি হাতে ভোট দিতে যান, হুঙ্কার মমতার

নারায়ণগড়: একদিকে চলছে প্রথম দফার ভোট৷ অন্যদিকে নারায়ণগড়ের সভা থেকে মঞ্চ কাঁপালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রথম দফাতেই বিজেপি’র দফরফা হচ্ছে বলে তোপ দাগলেন তিনি৷ 

আরও পড়ুন-  সৌমেন্দুর গাড়ি ভাঙচুর, আক্রান্ত চালক! ‘তৃণমূল গুন্ডাদের কাজ’, ক্ষুব্ধ শুভেন্দু ভ্রাতা

 

এদিন তিনি বলেন, সিপিএমের হার্মাদরা আজ বিজেপি’র ওস্তাদ হয়েছে৷ সেই সঙ্গে জুটেছে আমাদের দুই গদ্দার বাপ-বেটা৷ তাঁরাই এখন গদ্দারের জ্যাঠা হয়ে উঠেছে৷ গতকাল রাতে উত্তরপ্রদেশ থেকে বন্দুক নিয়ে গুণ্ডাদের আনা হচ্ছিল৷ কিন্তু মা-বোনেরা তাদের রুখে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ তিনি আরও বলেন, গদ্দারের এক জ্যাঠা, মীরজাফরের ধারক-বাহক টাকা বিলি করছিল৷ মেয়েরা আবার হাতেনাতে তাঁদের ধরেছে৷ 

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও একহাত নেনে তিনি৷ মমতা বলেন, দিল্লি থেকে এসে অমিত শাহ ভোট পরিচালনা করছেন৷ নির্বাচন কমিশনকে সম্মান করেও বলতে হচ্ছে, আমারা নিরপেক্ষ ভোট চাই৷ অমিত শাহ আপনি নির্বাচন কমিশন চালান না৷ হোদল কুৎকুৎ নেতা৷ যাঁর হাতে রক্ত লেগে রয়েছে৷ গুজরাত, দিল্লি, উত্তরপ্রদেশে মানুষ খুন করেছে৷ বলছে ধামাকা হোগা৷ ক্যায়া ধামাকা হোগা? আপকো দিল্লি সেভি যানা হোগা৷ 

আরও পড়ুন- সুশান্ত ঘোষের গাড়িতে হামলা-জুতো, আক্রান্ত সংবাদমাধ্যম! কড় পদক্ষেপ কমিশনের

মমতা বলেন, সকাল থেকে খেজুরি, পটাশপুর এগরা আর কাঁথি দক্ষিণে মানুষকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে৷ হাতা, খুন্তি ,বটি নিয়ে ভোট দিতে যান৷ ওঁরা বিহার-উত্তরপ্রদেশ থেকে গুণ্ডা ভাড়া করে নিয়ে আসছে৷ আর  সংবাদমাধ্যমের মালিকদের কিনে নিয়ে ভুল খবর ছড়াচ্ছে৷ বলা হচ্ছে তৃণমূল হারছে, বিজেপি জিতছে৷ সব অশান্তি নাকি তৃণমূল করছে৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওভার কনফিডেন্সের জায়গা নেই, বহিরাগত গুণ্ডা আনছে বিজেপি, হুঁশিয়ারি মমতার

ওভার কনফিডেন্সের জায়গা নেই, বহিরাগত গুণ্ডা আনছে বিজেপি, হুঁশিয়ারি মমতার

দাসপুর: রাজ্যে ভোট সূচনার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে৷ তার আগে রাজ্যজুড়ে উঠেছে প্রচারের তুফান৷ মাটি কামড়ে প্রচার চালিয়ে যাচ্ছে সবকটি রাজনৈতিক দল৷ শুক্রবার মেদিনীপুরের দাসপুরের জনসভা থেকে ফের বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি’কে মিথ্যেবাদী শয়তানের দল বলে আখ্যা দিলেন তিনি৷ 

আরও পড়ুন- কংগ্রেসের আপত্তি উড়িয়ে মমতার হয়ে প্রচারের ব্যাটন ধরতে আসছেন মারাঠা ‘স্ট্রংম্যান’

তোপ দেগে তৃণমূল নেত্রী বলেন, দিলীপ ঘোষ এখান থেকে জিতে পালিয়ে গিয়েছে৷ কিছু দিয়েছে আপনাদের? কিন্তু তৃণমূল কাজ করে গিয়েছে, আগামীদিনেও কাজ করবে৷ তথ্য পরিসংখ্যান তুলে ধরে মমতা বলেন, গত ৬০ বছরে মাত্র ২৫ হাজার কিলোমিটার রাস্তা হয়েছিল বাংলায়৷ কিন্তু তৃণমূল জমানায় ৮ বছরে ৯৫ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে৷ আগামী দিনে আরও ৪৬ হাজার কিলোমিটার রাস্তা করা হবে৷ ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ের পাশাপাশি গ্রামের রাস্তাও পাকা করা হবে৷ তাঁর কথায়, ‘‘সব কিছুর পরেও এখানে ওভার কনফিডেন্সের কোনও জায়গা নেই৷ বিজেপি’র মতো শয়তান দল সারা ভারতবর্ষে নেই৷ পৃথিবীতে নেই৷ ওঁরা বাইরে থেকে গুণ্ডা আনছেন৷ তাই মেশিন ছেড়ে কেউ যাবেন না৷ বিরিয়ানি দিলেও খাবেন না৷ ওখানে বিষ বা ড্রাগ মিশিয়ে দেবে৷ ওঁদের বিরিয়ানি খেলেই আপনি ঘুমিয়ে পড়বেন আর ওঁরা মেশিন নিয়ে পালাবে৷’’ 

অধিকারী পরিবারের নাম না নিয়ে ফের কটাক্ষ করে বলেন, কাঁথিতে সব মীরজাফরের দল রয়েছে৷ ওখানে কাঁথি ওয়ান এবং কাঁথি টু’তে ৩০ জন উত্তরপ্রদেশের গুণ্ডাকে বন্দুক সহ হাতেনাতে ধরা হয়েছে৷ রাত ১১টার সময় কাঁথি বাসস্ট্যান্ড থেকে তাঁদের ধরা হয়েছে৷ এর থেকেই প্রমাণিত বিজেপি বাইরে থেকে ভাড়া করে গুণ্ডা আনছে রাজ্যে৷      

আরও পড়ুন- BJP-তে যোগ দিতে চেয়েছিলেন কৌশলী পিকে! আমরা নিইনি, দাবি শাহের

এছাড়াও তিনি জানান, রাজ্যে ফের তৃণমূল সরকার গঠিত হলে দুয়ারে সরকারের মাধ্যমে সব প্রকল্পের পরিষেবা মিলবে৷ বছরে ২ বার দুয়ারে সরকার কর্মসূচি হবে৷ ক্ষমতায় এলে দুয়ারে রেশন কর্মসূচি চালু হবে৷ রাজ্যে অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে৷ সেখানে চাকরি হবে৷ যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপালে তিলক কেটে, গেরুয়া পোশাক পরে, উত্তরপ্রদেশ থেকে গুণ্ডা আসছে, কটাক্ষ মমতার

কপালে তিলক কেটে, গেরুয়া পোশাক পরে, উত্তরপ্রদেশ থেকে গুণ্ডা আসছে, কটাক্ষ মমতার

বিষ্ণুপুর:  কাঁথির জনসভা থেকে আজ মমতার বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে নরেন্দ্র মোদী বলেছিলেন, দিদি কোনও ভারতীয় বহিরাগত নয়৷ আর বিষ্ণুপুরের জনসভা থেকে সেই বহিরাগত ইস্যু তুলেই ফের আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো৷ বললেন বহিরাগত কারা? জবাব দিন নরেন্দ্র মোদী৷ 

আরও পড়ুন-  নন্দীগ্রাম তাঁকে অনেক দিলেও এখানকার মানুষকে অপমান করেছেন দিদি, তোপ নমোর

এদিন মমতা বলেন, এটা বাংলার নির্বাচন, দিল্লির নয়৷ তাই আমাকে চাইলে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিতে হবে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর কুর্সিকে আগে সম্মান করতাম৷ এখনও করি৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো এত বড় মিথ্যেবাদী আমি কোথাও দেখিনি৷ বহিরাগত গুণ্ডা কারা? জবাব দিন প্রধানমন্ত্রী৷ তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, উত্তরপ্রদেশে বিজেপি’র অত্যাচারে আইপিএস অফিসাররা চাকরি ছেড়ে দিচ্ছেন৷ হাজার হাজার মেয়েকে পুড়িয়ে দেওয়া হচ্ছে৷ তাঁদের বাবা-মায়েদের উপর অত্যাচার হয়েছে৷ আর বিষ্ণুপুরে পাঁচতারা হোটেল থেকে খাবার কিনে এনে, এখানে বাড়ি ভাড়া নিয়ে বলছে আমরা তফশিলি বন্ধু৷ 

আরও পড়ুন- ভাইপো উইন্ডোয় সাহায্য আটকে গিয়েছে, ২ মে দিদিকে দরজা দেখাবে বাংলা, তোপ মোদীর

সুর চড়িয়ে তিনি আরও বলেন,  সকলের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে বিজেপি৷ কৃষকরা দিল্লির রাস্তায় এক বছর ধরে পড়ে রয়েছে৷ রাস্তায় পেরেক পুঁতে দিয়েছে যাতে তাঁরা চলতে না পারে৷ বিজেপি’র তিনটে সিন্ডিকেট৷ নরেন্দ্র মোদী, অমিত শাহ আর আদানি৷ সমস্ত চাষের জমি, ফসল লুঠ করে নিয়ে যাবে আদানি৷ শুধু তাঁরাই খাবে, বাকিরা না খেয়ে মরবে৷ মমতা বলেন, ভোটের আগে বহিরাগত গুণ্ডাদের বাংলায় নিয়ে আসা হচ্ছে৷ বাংলার অবাঙালিদের আমরা বহিরাগত বলি না৷ উত্তরপ্রদেশের যে গুণ্ডাগুলোকে এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের বহিরাগত বলি৷ কপালে তিলক কেটে গেরুয়া পোশাক পরে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে৷ বীরসা মুণ্ডার ছবি বলে কার গলায় মালা পড়িয়েছিল? এখানে মূর্তি ভাঙা হয়েছে৷ সে কথা কি বাঁকুড়ার মানুষ ভুলে গিয়েছে? জ্বালানির দাম নিয়েও এদিন খোঁচা দেন তিনি৷ বলেন, ৪০০ টাকার গ্যাস ৯০০ টাকা করেছে৷ ভোট মিটলে ১৫০০ টাকা করে দেবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *