কলকাতা: ২ মে, ২০২১। এই দিনটা বাংলার জন্য ঐতিহাসিক হয়ে গিয়েছে। কারণ গত বছর ঠিক এই দিনে বাংলা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছিল এবং নিশ্চিত হওয়া গিয়েছিল যে শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস তিনবার পরপর সরকার গঠন করল এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাটট্রিক করলেন। বছর ঘুরে আজ আবার সেই দিন। তৃতীয়বার ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হল আজ। তাই বাংলার মানুষকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ১২২ বছরে নতুন রেকর্ড হল না একটুর জন্য!
আজ এই নিয়ে টুইট করেন মমতা এবং বলেন, ”মা-মাটি-মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে আমাদের ওপর তারা এত ভরসা রেখেছে। গত বছর ঠিক আজকের দিনেই তারা বড় জয় নিশ্চিত করেছিল। আমাদের রাজ্যের মানুষ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যে, গণতন্ত্রে মানুষের ক্ষমতার থেকে আর কোনও ক্ষমতা কোথাও বড় বা শক্তিশালী হতে পারে না।”
I am ever grateful to our Ma- Mati-Manush for having shown to the high & mighty, last year on this day, the indomitable courage of Bengal.
(1/3)— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2022
আরও পড়ুন- ঘোষণাই সার, ট্রেনে বেডরোল কোথায়? বিশেষ নিয়ম ভারতীয় রেলে
Our people showed to the world that there is no bigger a power than the power of people in a democracy. Our commitment to true nation building should continue, for there are many more battles to be fought together & won together. (2/3)
— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2022
এখানেই না থেমে তিনি আরও লেখেন, ”আমি আজকের এই দিন মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি এবং আর আমি চাই আজকের দিনটা ‘মা-মাটি-মানুষ দিবস’ হিসেবে পালিত হোক। জয় হিন্দ। জয় বাংলা।”
I dedicate this day to Ma- Mati -Manush and urge that this day be henceforth called Ma -Mati- Manush Divas. Jai Hind, Jai Bangla.(3/3)
— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2022
আরও পড়ুন- ভয়াবহ দুর্ঘটনা, দুবার পাল্টি খেয়ে রেলিং ভেঙে ঝুলছে যাত্রীবাহী বাস
২০২১ বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। বিজেপি ৮০ আসনের গণ্ডি টপকাতে পারে না। কিন্তু নন্দীগ্রামে ভোটে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই ফল নিয়ে বিতর্ক এখনও পর্যন্ত বহাল। কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রথমে তাঁকে জয়ী ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই ঘোষণার দেড় ঘণ্টার মধ্যেই ফল বদলে যায়।