১২২ বছরে নতুন রেকর্ড হল না একটুর জন্য!

১২২ বছরে নতুন রেকর্ড হল না একটুর জন্য!

কলকাতা: তীব্র গরম। এক পশলা বৃষ্টির জন্য চাতকের মতো চেয়েছিল কলকাতাবাসী। কিন্তু মার্চের পর এপ্রিল শেষ হতে চললেও বৃষ্টির দেখা মিলছিল না। হাওয়া অফিস মনে করছিল, আর একদিন কেটে গেলেই অর্থাৎ এপ্রিল মাসটা শেষ হয়ে গেলেই ১২২ বছরে একটা নতুন রেকর্ড তৈরি হয়ে যাবে। কিন্তু তা হল না। শুক্রবারের সামান্য দু’ফোটা বৃষ্টি তা হতে দিল না। কলকাতায় মাত্র ০.২ মিলিমিটার বৃষ্টি হল, যা ১২২ বছরের রেকর্ড ভাঙতে দিল না।

আরও পড়ুন- ঘোষণাই সার, ট্রেনে বেডরোল কোথায়? বিশেষ নিয়ম ভারতীয় রেলে

হিসেব অনুযায়ী, চলতি বছরে ফেব্রুয়ারির শেষ দিন শেষ বার বৃষ্টি হয়েছে কলকাতায়। তারপর গতকাল হল ছিটেফোঁটা। অর্থাৎ ৬০ দিনের মাথায় আবার ফিজেছে শহর। এই শতকের ২২ বছরে এই প্রথম একটানা ৫৯ দিন বৃষ্টিহীন ছিল কলকাতা। যদিও এর আগে অনেকবার টানা বৃষ্টি না হওয়ার রেকর্ড গড়েছে তিলোত্তমা। ২০০৬ সালে এক টানা ৭২দিন বৃষ্টিহীন ছিল কলকাতা। ১৯৯৯ সালে আবার গোটা এপ্রিল মাসেই বৃষ্টি হয়নি। এইভাবে দেখতে গেলে গতকাল বা আজ যদি বৃষ্টি না হত শহরে তাহলে অনন্য রেকর্ড হতে দেরি ছিল না। যদিও তা হয়নি।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,  শনিবার থেকে আকাশ কিছুটা মেঘলা হবে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে  আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা হয়েছে। শনিবার নদিয়া সহ রাজ্যের বেশ কিছু পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কালবৈশখীর মতো পরিস্থিতি তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় সোমবার ও মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =