ভয়াবহ দুর্ঘটনা, দুবার পাল্টি খেয়ে রেলিং ভেঙে ঝুলছে যাত্রীবাহী বাস

ভয়াবহ দুর্ঘটনা, দুবার পাল্টি খেয়ে রেলিং ভেঙে ঝুলছে যাত্রীবাহী বাস

মেমারি:  সকাল শুরু হতে না হতেই রাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনা। দু’বার পাল্টি খেয়ে যাত্রীবাহী বাসকে সেতুর রেলিং ভেঙে নীচে ঝুলতে দেখা যায়। সোমবার এমন ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের মেমারি থানার কানাইডাঙ্গা এলাকা। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন ও পুলিশ এসে পৌঁচেছে।  এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে ২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। SBSTC  এর যাত্রীবাহী বাস সল্টলেকের করুণাময়ী থেকে আসানসোলে যাচ্ছিল। হঠাৎ করে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেতুর রেলিং ভেঙে ঝলতে থাকে। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তার মধ্যে এক মহিলা সহ ছয় জনের জখম গুরুতর বলে জানা গিয়েছে। ছয় জনকে অনাময় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বর্ধমানের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, বাসটি  ২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময়  উল্টে দুবার পাল্টি খায়। সেতুর রেলিং ভেঙে নীচের দিকে ঝুলতে থাকে। রেলিংয়ের জন্য একেবারে নীচে পড়ে যায়নি। বাসটির কোনও যান্ত্রিক গোলযোগ ছিল কি না, তা পরীক্ষা করা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়েছে।

দুর্ঘটনার পরেই  মেমারি থানার ওসি এবং স্থানীয় তৎপরতায় অত্যন্ত দ্রুত বাসের সমস্ত যাত্রীদের উদ্ধার করা হয়েছে।  দুর্ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে আটটা নাগা দুর্ঘটনা ঘটে। কলকাতা থেকে বাসটি আসানসোলের দিকে যাচ্ছিল। বাসে বেশিরভাগ অফিস যাত্রী ছিলেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − eight =